ইরানের ৫ পরমাণু কর্মসূচিতে নিষেধাজ্ঞা ছাড় দিতে যাচ্ছে আমেরিকা

ইরানের ৫ পরমাণু কর্মসূচিতে নিষেধাজ্ঞা ছাড় দিতে যাচ্ছে আমেরিকা

ইরানের পাঁচটি পরমাণু কর্মসূচিতে নিষেধাজ্ঞা ছাড় দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইরানের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চালিয়ে যেতে পারবে।
গত মে মাসে সাতটা নিষেধাজ্ঞার মধ্যে পাঁচটিতে নব্বই দিনের জন্য ছাড় দেয়ার ঘোষণা দেন মাইক পম্পেও। এতে বুশার পারমাণবিক চুল্লি, ফোরডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা, আরাক পরমাণু কমপ্লেক্স ও তেহরান গবেষণা চুল্লির কার্যক্রম পরিচালনার সুযোগ পায় ইরান।
এই নিষেধাজ্ঞা ছাড়ের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আপত্তি জানালেও স্টিভেন মানুচিন এর পক্ষেই যুক্তি দিয়েছেন। মানুচিনের যুক্তি, আইন মেনে আগামী পহেলা আগস্ট যদি নিষেধাজ্ঞায় ফের ছাড় দেয়া না হয়, তবে যুক্তরাষ্ট্রকে রাশিয়া, চীন ও ইউরোপীয় ফার্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
রাশিয়া, চীনা ও ইউরোপীয় কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞার সম্ভাব্য ফল নিয়ে ভাবতে আরও সময় চেয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।
এক মার্কিন কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞা ছাড় যেকোনো সময় প্রত্যাহার করে নেয়া হতে পারে। ইরানের সঙ্গে সম্পর্কের কতটা উন্নয়ন ঘটছে, তার ওপর নির্ভর করছে, পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা