Posts

Showing posts from November 14, 2017

'ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ'

Image
লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনও আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত রয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক জানান, ইসরায়েলকে দিয়ে লেবাননে সামরিক আগ্রাসন চালানোর জন্য সৌদি আরব যে প্রচেষ্টা চালাচ্ছে, তা কঠোর হস্তে প্রতিহত করা হবে। হিজবুল্লাহর বর্তমান অবস্থান অত্যন্ত সংহত দাবি করে তিনি আরও বলেন, আমরা যে কোনো সামরিক পরিস্থিতি মোকবেলায় প্রস্তুত।   লেবাননের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের প্রতিক্রিয়া কী হবে তা ইহুদিবাদী শত্রুরা ভালো করেই জানে। তারা সে পরিণতির সামাল দিতে পারবে না।  তিনি আরও বলেন, কোনো কিছুই হিজবুল্লাহকে দুর্বল করতে পারবে না। বিজয় নিশ্চিত করতে যে কোনো আগ্রাসন মোকাবেলায় হিজবুল্লাহ এখন সম্পূর্ণভাবে সক্ষম। এর আগে লেবাননে হামলা হলে ইসরায়েলের দিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটবে বলে ধারণা সামরিক বিশেষজ্ঞদের এমন প্রতিবেদন প্রকাশ করে আরবের বিভিন্ন সংবাদ মাধ্যম। 'রায় আল ইউম'এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও লেবাননে যুদ্ধের আশঙ্কা ছড়ালেও সম্ভাব্য যুদ্ধের পরিণতি নিয়ে ভাবছে ইসরায়েলও।   ইজরায়েলি নিরাপত্ত...

খাবারগুলো পৌছে দিবে কিছু ক্ষুধার্থ মানুষের মুখে

Image
কাল রাত ১২টার দিকে আমাদের ফুড ব্যাংকিং এর নাম্বারে ফোন আসে বনানীর ৫ নাম্বার রোড এর একটি বাসা থেকে। একটা বিয়ের বউভাত অনুষ্ঠান থেকে প্রায় ৩০০ মানুষের খাবার বেঁচে গিয়েছে। ফোন আসার কিছুক্ষণের মধ্যে আমাদের ৫ জন ভলান্টিয়ার সেখানে যেয়ে খাবারগুলো সংগ্রহ করেন। ৩০০ জনের খাবারে প্যাকিং করতে রাত প্রায় দুইটা বেজে যায়। প্যাকেট করা শেষ করে আমাদের ভলান্টিয়াররা কমলাপুর রেলস্টেশনসহ, কাওরানবাজার এলাকায় রাস্তায় এবং এর আশেপাশের অনাহারে/অর্ধাহারে ঘুমিয়ে যাওয়া মানুষদের ডেকে তুলে খাবারের প্যাকেট তুল ে দেয়। যে কোন অনুষ্ঠানের পর খাবার বেঁচে গেলে নষ্ট না করে, ফোন করুন প্রচেষ্টা ফুড ব্যাংকিং এর নাম্বারে। যত রাতই হোক আমাদের ভলান্টিয়াররা ছুটে যাবে আপনাদের দরজায়, আর খাবারগুলো পৌছে দিবে কিছু ক্ষুধার্থ মানুষের মুখে। কপি # Prochesta_Food_Banking #01842002023 # Prochesta_Foundation ‎Source   New Robin ‎   to   Mairala Group

দুর্বল হৃদয়ের জন্য নয় এই ৫ মিনিটের ভিডিও !

Image
হরর সিনেমা দেখতে বসে অনেকেরই হাসি পায়। বন্ধুমহলে অনেকেই বলে, গভীর রাতে কবরস্থানে যেতে কোন আপত্তি নেই। এমন যদি তাহলে এই চ্যালেঞ্জ আপনার গ্রহণ করাই উচিত।   মাত্র ৫ মিনিটের একটি ভিডিও তৈরি করেছেন কোনও এক হরর-রসিক। সেই ভিডিওটিতে রয়েছে ২৫০টি বাছাই হরর ছবির চরম ভয়ের মুহূর্তগুলি। রীতিমতো যত্ন করে এডিট করা এই ভিডিওকে আতঙ্কের আরেক নামও বলা যায়। অসংখ্য চেনা ছবি ‘সাইকো’ (১৯৬০) বা ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’ (১৯৮০)-এর পাশাপাশি বেশ কিছু অচেনা সিনেমার ক্লিপও রয়েছে এই ভিডিওতে। হররপ্রেমীরা মিলিয়েও দেখতে পারেন, কোনটা তাদের দেখা আর কোনটা দেখা নয়।   তবে দুর্বলচিত্তরা কিন্তু দূরে থাকবেন এই ভিডিও থেকে। কারণ, দিনের বেলাটা যেমন তেমন চলে গেলেও রাতে কী হয় কিছুই বলা যায় না। বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

আমিই শাকিবের প্রিয়তমা : বুবলী

Image
কেমন আছেন? বেশ ভালো আছি। কিছুটা ব্যস্তও বটে। কী নিয়ে এত ব্যস্ততা? বর্তমানে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ নিয়ে ব্যস্ত রয়েছি। এ ছাড়া বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রাথমিক কথা-বার্তাও চলছে। শোনা যাচ্ছে, শাকিব খানের  ‘ প্রিয়তমা ’  ছবিতে আপনি অভিনয় করছেন... হ্যাঁ, কথাটা সত্য। আসলে এই ছবির প্রস্তাব পেয়েছিলাম ছয় মাস আগে। হিমেল আশরাফ তখন ছবির কাহিনী শুনিয়ে ছিলেন। পাশাপাশি ইচ্ছা পোষণ করেছিলেন শাকিব খান ও আমাকে নিয়ে এটি নির্মাণের। এর মধ্যে শাকিব খানও বেশ ব্যস্ত হয়ে পড়েন। তাই চিত্রনাট্য হাতে পাননি তিনি। সম্প্রতি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ শুটিংয়ের ফাঁকে শাকিব খান গল্পটি শোনেন। তারও মনে ধরে এটি। একটা পর্যায়ে ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নেন। সত্যি বলতে কি ছবিটির কাহিনীতে ভিন্নতা রয়েছে। ছবি তৈরির আগে বেশির ভাগ সময়  ‘ কাহিনীর ভিন্নতা ’  কথাটা শোনা যায়... আপনার কথাটা ফেলে দিতে পারব না। কিছুটা হলেও সত্য। তবে ‘প্রিয়তমা’ ছবিটির কাহিনী সত্যি একটু ভিন্ন। বাকিটা না হয় পর্দা উঠলেই  বোঝা যাবে। এ ছাড়া শাকিব খানের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করা ...

পৃথিবীর কাছাকাছি সেই রহস্যময় গ্রহ, সূর্যের গায়ে বিশাল গর্ত!

Image
                                                           প্রতীকী ছবি পৃথিবী কাছাকাছি বিচরণ করছে 'নিবিরু' নামক রহস্য গ্রহটি। আর এর ফলে ক্রমেই আশঙ্কা বাড়ছে।  বিজ্ঞানীদের দাবি নিবিরুর প্রভাবে সূর্যে বিশাল গর্ত তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে এটাই সম্ভবত নিবিরুর আছড়ে পড়ার প্রথম লক্ষণ।   বিজ্ঞানীদের একাংশের দাবি, পৃথিবীর দিকে নিবিরু ধেয়ে আসছে ঘণ্টায় ২০ লক্ষ মাইল বেগে। মার্কিন মহাকাশ আবহাওয়া কেন্দ্র বলছে, সূর্যে যে মারাত্মক ঝড় শুরু হয়েছে, তা কয়েক দিন চলবে। তৈরি হয়েছে একটা বিশাল গর্ত। সূর্যের চৌম্বক ক্ষেত্রগুলি যখন খুলে যায়, তখন গরম প্লাজমা ওই ফাঁকা জায়গাগুলির দিকে ধেয়ে যায়, তখনই সৌরঝড়ের সৃষ্টি হয়। প্রচণ্ড সৌরঝড় হলে তার প্রভাব পড়ে পৃথিবীতেও। সেই এয়ার পার্টিকল আসে পৃথিবীতেও। সৌরঝড়ের প্রভাব পড়তে পারে বৈদ্যুতিন সরঞ্জাম, গ্রিডে। নষ্ট করে দিতে পারে স্যাটেলাইট ও রেডিয়ো ইক্যুইপমেন্ট। নিবিরু বা প্ল্যানেট X-এর বিশ্বাসীদের ...

অর্থনীতিতে জাপানকে টেক্কা দেওয়ার পথে ভারত

Image
মুম্বই : পরের দশকের মধ্যে অর্থনীতিতে জাপানকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের৷ ২০২৮ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে পারে ভারত৷ একটি রিপোর্টে এই খবর প্রকাশ পেয়েছে৷ ইতিমধ্যেই ব্রিকস ইকোনমিতে ব্রাজিল ও রাশিয়াকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে ভারত৷ এদেশের স্থান রয়েছে চিনের পরেই৷ বিশ্ব অর্থনীতিতে ফ্রান্স ও ব্রিটেনকে টপকে গিয়েছে ভারত৷ ২০১৯ সালের মধ্যে পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে উঠতে পারে৷ জার্মানির পরেই থাকতে পারে ভারতের নাম৷ ব্যাঙ্ক অফ আমেরিকার মেরিল লিঞ্চ রিপোর্টে জানিয়েছেন, “আমরা দেখেছি ডলারের হিসেবে GDP-র দিক থেকে ২০২৮ সালের মধ্যে জার্মানি ও জাপানকে টপকে যাবে ভারত৷ পরের দশকে ভারতের অর্থনীতি ১০ শতাংশ বেড়ে যাবে৷ জাপানের বৃদ্ধির থেকে এই বৃদ্ধি ১.৬ শতাংশ বেশি৷” - Advertisement - গত বছর অর্থনীতি বন্ধ হয়েছিল ২.২৬ ট্রিলিয়ন ডলারে৷ কিন্তু ২০২৮ সালের মধ্যে ভারত কীভাবে চিন ও আমেরিকার পর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে জায়গা করে নেবে, তা এখনও স্পষ্ট নয়৷ তবে ইন্ডিয়া ২০২৮: দা লাস্ট ব্রিকস ইন দা ওয়াল বইতে লেখা আছে, হিংসা, ফিনানশিয়াল ম্যাচিও...

Sobai bolo jai baba loknath

Image

খুনের চেষ্টা মামলার প্রধান সন্দেহভাজন বিড়াল

Image
মায়ুকো মাটসুমোটো ৮২ বছর বৃদ্ধা একাই বাড়িতে ছিলেন। তার মেয়ে বাইরে থেকে ফিরে দেখেন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করছেন তার মা। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। তার ওপর ভয়াবহ নির্যাতন হয়েছে। সারা শরীর রক্তে ভিজে গেছে। গলা এবং মুখমণ্ডলে একাধিক জখমের চিহ্ন। এই হামলা কে করেছে তা বলার মতো অবস্থাতেও ছিলেন না মায়ুকো মাতসুমোটো। তবে খুনের চেষ্টার সন্দেহভাজন হিসেবে দায়ী করা হচ্ছে একটি বিড়ালকে। তার মেয়ে পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তার অবস্থা দেখে তদন্ত শুরু করেছে। ঐ বৃদ্ধার সারা শরীর রক্তে ভিজে ছিল। মুখের মধ্যে ২২টি কাটার চিহ্নও পাওয়া গেছে। আর তার বাড়ির কাছে একটি রক্তমাখা বিড়ালকে দেখে পরবর্তীতে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছে পুলিশ। তবে সন্দেহভাজন বিড়ালটিকে এখনো খুঁজে পায়নি পুলিশ। তার খোঁজে চারিদিকে অভিযান চালাচ্ছে পুলিশ। স্কাই নিউজ ইত্তেফাক/আনিসুর

ফুলবাড়ীতে ভারতীয় বানর ধরা পড়েছে

Image
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতের জঙ্গল থেকে বাংলাদেশে চলে আসা একটি বানর ধরা পড়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় গ্রামবাসীর হাতে ধরা পড়ে। বর্তমানে বানরটি ওই এলাকার খলিলুর রহমানের বাড়িতে আছে। স্থানীয়রা জানান, খলিলুর রহমানের ছেলে সফিয়ার রহমান নীলকমল নদী পাড়ের একটি বাঁশ ঝাড়ে বানরটিকে দেখতে পান। বাঁশ ঝাড়ে বানর আশ্রয় নেয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা জড়ো হয়। এক পর্যায়ে তারা বাঁশঝাড় ঘিরে বানরটিকে ধরে ফেলে। কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল জানান, ধারণা করা হচ্ছে ধৃত বানরটি ভারত থেকে আসতে পারে। চিড়িয়াখানায় হস্তান্তরের ব্যবস্থা করা হবে। ইত্তেফাক/জামান

এস কে সিনহার পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির

Image
রাষ্ট্রপতি এম আবদুল হামিদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বঙ্গভবন সূত্রে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি আজ প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বিদেশে অবস্থানরত সিনহা তার পদত্যাগপত্র প্রেরণের চারদিন পর বঙ্গভবন আজ এই তথ্য জানায়। জয়নাল আবেদিন জানান, পদত্যাগপত্রটি পরবর্তী প্রক্রিয়া সম্পাদনের উদ্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ইত্তেফাক/এএম।

মাথাপিছু জাতীয় আয় এখন ১৬১০ মার্কিন ডলার

Image
প্রাক্কলিত সাময়িক হিসাব থেকে ৮ ডলার বেড়ে দেশের মাথাপিছু জাতীয় আয় এখন ১৬১০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে এমন চিত্র ফুটে উঠেছে। এর আগে বিবিএসের সাময়িক হিসাবে গত ২০১৬-১৭ অর্থবছরের মাথাপিছু জাতীয় আয় প্রাক্কলন করা হয়েছিল ১৬০২ ডলার। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সভাটি হয়। পরিকল্পনামন্ত্রী বলেন, ২০১৬-১৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। প্রবৃদ্ধি বেড়ে যাওয়ার সঙ্গে মাথাপিছু জাতীয় আয়ও বেড়েছে। মোট জিডিপির আকারও বেড়েছে।বিবিএসের চূড়ান্ত হিসাবে গত ২০১৫-১৬ অর্থবছরে জাতীয় মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ১৪৬৫ ডলার। বাসস ইত্তেফাক/কেকে

আরব যুদ্ধে সুন্নি দেশগুলোর নেতা ইসরায়েল!

Image
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানবিরোধী জোটে ঘনিষ্ঠ হয়েছে সৌদি আরব ও ইসরায়েল। মাথা ঘোরানো সব খবর। লেবাননের প্রধানমন্ত্রী সৌদি আরবে গিয়ে ‘নিখোঁজ’ হয়ে রয়েছেন। ভ্লাদিমির পুতিনের মতো একক শাসক হওয়ার খায়েশে সৌদি যুবরাজ ভাই-বেরাদরদের বন্দী করে রেখেছেন; জব্দ করেছেন তাঁদের বিলিয়ন ডলারের ব্যাংক অ্যাকাউন্ট। ইসরায়েল হতে চাইছে সুন্নি আরব দেশগুলোর নেতা। সাইড শোতে আসিয়ান দেশগুলোর সভায় ট্রাম্পের ‘আদেশে’ গান গাইছেন ফিলিপাইনের বন্দুকবাজ প্রেসিডেন্ট দুতার্তে। তলে তলে এগিয়ে আসছে আরেকটি যুদ্ধ—লেবাননে। সৌদি আরবের নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান (সংক্ষেপে এমবিএস) এক সপ্তাহ আগে লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরিকে জরুরি তলব করলেন। হারিরি সৌদি অনুগত বিধায় নির্ধারিত সব বৈঠক বাতিল করে মাত্র দুজন দেহরক্ষী নিয়ে উড়ে গেলেন সৌদি রাজধানীতে। রিয়াদ বিমানবন্দরে নামামাত্র তাঁর ফোন নিয়ে নেওয়া হয়। লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন বললেন, প্রধানমন্ত্রী হারিরি ‘অপহৃত’ হয়েছেন। ৪ নভেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সাদ হারিরি বললেন, তিনি লেবাননের প্রধানমন্ত্রীর পদ ত্যা...

ভারতরত্ন ডঃ বাবাসাহেব আম্বেদকরের 6ই ডিসেম্বরে 2017 ইং 61 তম মৃত্যু বার্ষিকীর উপলক্ষে

Image
ভারতরত্ন ডঃ বাবাসাহেব আম্বেদকরের 6ই ডিসেম্বরে 2017 ইং 61 তম মৃত্যু বার্ষিকীর উপলক্ষে মহারাষ্ট্রের চীফ মিনিস্টার সম্মানীয় শ্রী দেবেন্দ্র ফাণ্ডানবিস সাথে আম্বেদকর  সমন্ময় সমিতির সম্মানীয় মহেন্দ্র সালওয়ে (প্রসিডেন্ট ) সম্মানীয় নাগসেন কামলে ( সেক্রেটারি ) সম্মানীয় রবি গড়ুর ( ভাইস প্রেসিডেন্ট )উপস্থিত ছিলেন আরো তিনজন মন্ত্রী সহ বিভিন্ন ডিপার্মেন্টের বড় অফিসার মহোদয়গন । ভদন্ত রাহুল বোধি মহাথের ( অল ইন্ডিয়া ভিক্ষু সংঘ সেক্রেটারি )আয়ুষ্মান ভদন্ত করুনা নন্দ থের এবং আমি । উপস্থিত ছিলেন আরো সমাজের প্রমূখ কার্য্যকর্তাগন এবং মহিলা সমাজসেবীরা । আশা রাখি আগামী 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর দেশ বিদেশ থেকে আসা লাখ লাখ আম্বেদকর অনুযায়ী বৌদ্ধদের এই বছর আরো সুন্দর সুব্যবস্থা পাবে । Source   Ghyana Chakma Jummo

CHAKMA AUTONOMOUS DISTRICT COUNCIL THE FIRST LADY MADAME INDIA

Image
REPRESENTING CHAKMA AUTONOMOUS DISTRICT COUNCIL THE FIRST LADY MADAME INDIA NORTHEAST REGION'S Miss Tamie May(Mayfulie)Working President of HELP AGE CADC,Founde r LOOMS OF CHANGMHA~LOC NORTHEAST INDIA Promoting Changmha TEXTILE HANDLOOMS HANDICRAFTS JEWELLERY FASHION#DESIGNER TALE@THE NORTHEAST FESTIVAL FASHION WEEKEND 2K17 CONNECTING PEOPLE CELEBRATING LIFE#MINISTRY OF DONER GOVERNMENT OF INDIA#NEH#NSDC#Introducing our First Lady Bamboo Jewellery Designer in Chakma Community Dr.Elina Talukdar(Assam)~MESMERIZING BAMBOO FUSION JEWELLERY COLLECTION @ INDIRA GANDHI NATIONAL CENTRE FOR THE ARTS#JANPATH#NEW DELHI#INDIA Media Partner's INDIA TODAY PRATIDIN NEWS 5th Year Grand International Event@Heart of New Delhi#THE NORTHEAST FESTIVAL. Source   Ghyana Chakma Jummo

জাপানের শিক্ষাব্যবস্থার 10 টি চমকপ্রদ তথ্য!

Image
সূর্যোদয়ের দেশ-নিপ্পন বা জাপান,শিক্ষা ও প্রযুক্তিগত উন্নতিতে আছে অনেকটাই এগিয়ে।জাপানের শিশুদের ভদ্রতার খ্যাতি জগতজোড়া।তাদের শিক্ষাব্যবস্থার বিভিন্ন ব্যতিক্রমী দিক তাদেরকে করে তুলেছে অনন্য।চলুন জেনে নিই জাপানের শিক্ষাব্যবস্থার ১০ টি চমকপ্রদ তথ্য। ১।দশের   আগে   কোন   পরীক্ষা   নয় !! অবিশ্বাস্য হলেও সত্য যে,জাপানে ৪র্থ গ্রেড পর্যন্ত অর্থাৎ ১০ বছর পর্যন্ত জাপানের শিক্ষার্থী দের কোন পরীক্ষা হয়না।তারা বিশ্বাস করে প্রথম ৩ বছর শিক্ষার্থীদের মেধা যাচাই করার সময় নয়।বরং তাদের আচার আচরণ আরও উন্নত করে তোলার সময়। ২।শিক্ষকরা   কখনও   কোন   ছাত্রকে   শাস্তিস্বরূপ   ক্লাসের   বাইরে   পাঠান   না জাপানে কোন অপরাধে শিক্ষার্থীকে ক্লাসের বাইরে বের করে দেয়া এমনটি কখনই  হয়না।জাপানী সংবিধানের ২৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে, “সমান শিক্ষা অর্জনের অধিকার সবাইকেই দেয়া হবে …” এবং এই কারণে, জাপানি শিক্ষকেরা শিক্ষার্থীদের ক্লাসের বাইরে পাঠাতে সাহস পায় না।শিক্ষকরা বরং চেষ্টা করেন শিক্ষার্থীদের কে শান্ত রাখার এবং পড়াশুনাকে তাদের কাছে আরও আনন্দের কর...