ভারতরত্ন ডঃ বাবাসাহেব আম্বেদকরের 6ই ডিসেম্বরে 2017 ইং 61 তম মৃত্যু বার্ষিকীর উপলক্ষে

ভারতরত্ন ডঃ বাবাসাহেব আম্বেদকরের 6ই ডিসেম্বরে 2017 ইং 61 তম মৃত্যু বার্ষিকীর উপলক্ষে মহারাষ্ট্রের চীফ মিনিস্টার সম্মানীয় শ্রী দেবেন্দ্র ফাণ্ডানবিস সাথে আম্বেদকর সমন্ময় সমিতির সম্মানীয় মহেন্দ্র সালওয়ে (প্রসিডেন্ট ) সম্মানীয় নাগসেন কামলে ( সেক্রেটারি )
সম্মানীয় রবি গড়ুর ( ভাইস প্রেসিডেন্ট )উপস্থিত ছিলেন আরো তিনজন মন্ত্রী সহ বিভিন্ন ডিপার্মেন্টের বড় অফিসার মহোদয়গন ।
ভদন্ত রাহুল বোধি মহাথের ( অল ইন্ডিয়া ভিক্ষু সংঘ সেক্রেটারি )আয়ুষ্মান ভদন্ত করুনা নন্দ থের এবং আমি ।
উপস্থিত ছিলেন আরো সমাজের প্রমূখ কার্য্যকর্তাগন
এবং মহিলা সমাজসেবীরা ।
আশা রাখি আগামী 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর
দেশ বিদেশ থেকে আসা লাখ লাখ আম্বেদকর অনুযায়ী
বৌদ্ধদের এই বছর আরো সুন্দর সুব্যবস্থা পাবে ।
Comments