Posts

Showing posts from August 5, 2018

মঙ্গলে প্রথম মানব হিসেবে পা রাখবেন ১৭ বছরের অ্যালিসা

Image
অ্যালিসা কারসন। ২০৩৩ সালে মঙ্গল গ্রহে পাঠানো মানবদের একজন হিসেবে মঙ্গলে পা দেবেন। ৩ বছর বয়সে কার্টুন সিরিজে মঙ্গল গ্রহের বিষয়ে জানার পর বাবাকে বলেছিলেন, 'আমি মহাকাশচারী হতে চাই এবং এসব মানুষদের মতো মঙ্গলে যেতে চাই।' বর্তমানে ১৭ অ্যালিসা সেই ইচ্ছাপূরণের পথে প্রতিনিয়ত এগিয়ে চলেছেন। এ বয়সে মহাকাশচারী হয়ে উঠতে যতটুকু প্রশিক্ষণ নেয়া যায় তার সবই নিয়েছেন অ্যালিসা। তিনি বলেন, অন্যদের মতোই আমি সবকিছু করেছি, ক্যারিয়ার নিয়ে চিন্তা করেছি। শিশুরা শিক্ষক, প্রেসিডেন্ট হতে চায়। আমি সবসময় ভেবেছি আমি মহাকাশচারী হব, মঙ্গলে যাবো। সেখান থেকে ফিরে এসে শিক্ষক কিংবা প্রেসিডেন্ট হব। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা অ্যালিসাকে বেছে নিয়েছিল অনেক দিন আগেই। ১৮ বছর পূর্ণ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নাসাতে আবেদন করতে পারবেন যুক্তরাষ্ট্রের লুজিয়ানার বাসিন্দা অ্যালিসা।  মঙ্গলের মহাকাশযানের ভিডিও ইউটিউবে দেখা ছিল অ্যালিসার নেশা। ঘরের দেওয়াল জুড়ে মঙ্গলের এক বিশাল ম্যাপ। আমেরিকার অ্যাডভান্সড স্পেস অ্যাকাডেমি থেকে সবচেয়ে কম বয়সে ডিগ্রি নিয়েছেন। নাসার সব স্পেস ক্যাম্প সম্পন্ন করে রেকর্ড করেছে অ্যালিসা। এছাড়া...

ডিএমপি’র প্রতি মার্কিন দূতাবাসের কৃতজ্ঞতা

Image
দ্রুত সাড়াপ্রদান এবং পেশাগত দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। রোববার দুপুরে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক শনিবার ঢাকার মোহাম্মদপুর এলাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহনকারী দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। রাষ্ট্রদূত ও তাঁর নিরাপত্তায় নিয়োজিত দল অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘হামলায় রাষ্ট্রদূত, তাঁর গাড়িচালক ও নিরাপত্তা স্টাফদের কোন ক্ষতি হয়নি। তবে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। ঘটনায় দ্রুত সাড়াপ্রদান এবং পেশাগত দায়িত্ব পালনের জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ কয়েকজন অতিথি শনিবার রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় নৈশ্যভোজে এসেছিলেন। তাদের সঙ্গে ড. কামাল হোসেন, তার স্ত্রী...

খবর > বাংলাদেশ 3627 Shares ধানমণ্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Image
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধেছে ঢাকার ধানমণ্ডিতে। রোববার দুপুর থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলার মধ্যে হেলমেট পরা একদল যুবক লাঠি ও কিরিচ নিয়ে হামলা চালায় কর্তব্যরত সাংবাদিকদের উপর। সংঘর্ষে শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে; তাদের পাশে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিতে দেখা গেছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সপ্তম দিন শনিবার জিগাতলায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বেঁধেছিল ধানমণ্ডির আওয়ামী লীগের কার্যালয়ে থাকা কর্মীদের। তখন হেলমেট পরা একদল যুবক হামলা চালিয়েছিল শিক্ষার্থীদের উপর। রোববার দুপুরে শাহবাগে শিক্ষার্থীরা জড়ো হয়ে ধানমণ্ডির দিকে মিছিল নিয়ে গেলে পুলিশের বাধা পায়, তারপরই বেঁধে যায় সংঘর্ষ। এই বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের; তারা বলছে, আগের দিন হামলায় আহত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে জিগাতলায় যাচ্ছিলেন তারা। তবে ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, এই শিক্ষার্থীদের শাহবাগ থেকে মিছিল নিয়ে যেতে বাধা দেওয়া হয়নি। “কিন্তু তারা ধানমণ্ডিতে আওয়াম...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ-ধর্মঘট

Image
নিরাপদ সড়ক দাবির আন্দোলনে রাজধানীতে শিক্ষার্থীদের ওপর হামলা ও আটকের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ফটকে জোটের আহবানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। একই সঙ্গ রবিবার ধর্মঘট আহবান করেন জোটের আহবায়ক জুয়েল রানা।  বিক্ষোভকারীর হামলার প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেয়ার পর সাংস্কৃতিক কর্মীরা ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে চলে যান।  এদিকে, নিরাপদ সড়ক দাবির আন্দোলনে রাজধানীতে শিক্ষার্থীদের ওপর হামলা ও আটকের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। স্কুল ও কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ রাবি শাখা এই ধর্মঘটের ডাক দিয়েছে। বিডি প্রতিদিন/এ মজুমদার

মোবাইল ফোনে ফোরজি ও থ্রিজি বন্ধ, চলবে টুজি

Image
মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে সরকার। তবে এসময়ে মোবাইলফোনে টু-জি ইন্টারনেট সেবা চলবে।   বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় চারটি মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দেয়। মোবাইল ফোন অপারেটরগুলোকে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে এটা কার্যকর করার নির্দেশ দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।    এদিকে, আজ রাত ৮ টার দিকে চারটি মোবাইল ফোন অপারেটর তাদের ইন্টারনেট সেবার গতি নামিয়ে টু-জি’তে আনে। অনেকই বলেছেন, কোন কোন অপারেটরের সেবা একেরবারই বন্ধ হয়েছে।    এদিকে, সন্ধ্যায় বিটিআরসির উর্দ্ধতন এক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত বিটিআরসির সংশি­ষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। এরই ধারাবাহিকতায় এমন নির্দেশনা দেয়া হয়েছে। এ কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না।   ইত্তেফাক/কেকে

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ২৫

Image
আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। জুমার নামাজ আদায়ের সময় আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের গারদেজ শহরের খাজা হাসান মসজিদে আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে। দেশটির পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এ ব্যাপারে আফগান পুলিশ জানিয়েছে, হামলার আগে সন্দেহভাজন দুইজন মসজিদের ভেতর প্রবেশ করে। এ সময় জুমার নামাজ আদায়ে মুসল্লিরা মসজিদে জড়ো হচ্ছিলেন। এদিকে আবদুল্লাহ হজরত নামে দেশটির এক ঊধ্বর্তন সরকারি কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধারকর্মীরা মসজিদ প্রাঙ্গণ থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহত ৪০ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, জুমার নামাজ আদায়ের সময় এক হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর যেখানে লোকজন সমবেত হয় সেখানে হামলা চালায় দ্বিতীয় হামলাকারী। তবে প্রাথমিকভাবে কোন সংগঠন বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।  বিডি প্রতিদিন/ ৫ আগস্ট ২০১৮/ ওয়াসিফ 

১৭ ঘণ্টা পর কলকাতায় ফিরেছে আসামে আটকে থাকা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল

Image
আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসির দাবিতে বিক্ষোভ করে বিজেপির যুব ও নারী মোর্চা। কলকাতা, ২ আগস্ট। ছবি: ভাস্কর মুখার্জি আসামে ১৭ ঘণ্টা আটকে থাকার পর কলকাতায় ফিরেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। আজ শুক্রবার সকাল পৌনে আটটায় তাদের বিমানযোগে ফেরত পাঠানো হয়। আসামের নাগরিক পঞ্জি থেকে বাদ যাওয়া নাগরিকদের কথা শোনার জন্য গতকাল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের আট সদস্যের একটি প্রতিনিধিদলকে আসামে পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার শিলচড়ে এই প্রতিনিধিদলের একটি নাগরিক কনভেনশনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু দুপুরে এই প্রতিনিধিদল শিলচর বিমানবন্দরে পৌঁছালে আসাম পুলিশ তাদের আর বিমানবন্দরের বাইরে যেতে দেয়নি। অভিযোগ রয়েছে, বরং আসাম পুলিশ তৃণমূলের এই প্রতিনিধিদলকে হেনস্তা করে, মারধরও করে। রাতে ওই প্রতিনিধিদলকে বিমানবন্দরে আটকে রাখা হয়। তৃণমূলের এই প্রতিনিধিদলে ছিলেন পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, মমতা বালা ঠাকুর, রত্না দে নাগ, নাদিমুল হক, অর্পিতা ঘোষ এবং বিধায়ক মহুয়া মৈত্র। এর মধ্যে আজ কলকাতায় ফিরেছেন ছয়জন আর অন্য দু...