Posts

Showing posts from March 13, 2018

সিরিয়ার যুদ্ধে সাত বছরে সাড়ে ৩ লাখ মানুষের মৃত্যু

Image
সিরিয়ায় সাত বছরের যুদ্ধে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবসার্ভ্যাটোরি ফর হিউম্যান রাইটস। তার মধ্যে বেশিরভাগই শিশু। সোমবার এই একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সমীক্ষায় আরও বলা হয়েছে, ৩ লাখ ৫৩ হাজার ৯৩৫ জনের মধ্যে শুধুমাত্র সাধারণ নাগরিকই রয়েছে ১ লাখ ৬ হাজার ৩৯০ জন। এর মধ্যে আবার ১৯ হাজার ৮১১ জন শিশু। মহিলা ১২ হাজার ৫১৩ জন। ৬৩ হাজার ৮২০ জন শাসক দলের সেনা। ৫৮ হাজার ১৩০ জন মিত্রশক্তি ও দেশের সামরিক বিভাগের সৈন্য। এর মধ্যে লেবাননের হেজবোল্লার ১ হাজার ৬৩০ জন ও অন্যান্য বিদেশি শিতে দলের ৭ হাজার ৬৮৬ জন। ব্রিটেনের এই মনিটারিং গ্রুপ সিরিয়ায় তাদের সমীক্ষা চালিয়েছে। তাদের বক্তব্য ২০১১ সালের ১৫ মার্চ থেকে সিরিয়ায় ৩ লাখ ৫৩ হাজার ৯৩৫ জনের মৃত্যু হয়েছে। এই বৃহস্পতিবার আট বছর সম্পূর্ণ হবে। অথচ এখনও স্বাভাবিক নয় সিরিয়া। বিডি প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ

রাশিয়ার ওপর অবরোধ আরোপ করতে পারে যুক্তরাজ্য পক্ষত্যাগী রুশ গোয়েন্দাকে হত্যাচেষ্টা

Image
পক্ষত্যাগী সাবেক রুশ গোয়েন্দা ও তার কন্যাকে হত্যা চেষ্টার অভিযোগে রাশিয়ার ওপর অবরোধ আরোপ করতে পারে যুক্তরাজ্য। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ওপর ক্রমেই চাপ বাড়ছে। তিনি বলেছেন, এই ঘটনায় রাশিয়ার হাত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। খবর সিএনএনের যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, পাল্টা পদক্ষেপ হিসেবে থেরেসা মে’র সরকার রাশিয়া থেকে কূটনীতিক প্রত্যাহার করতে পারে কিংবা অবরোধ আরোপ করতে পারে। গতকাল সোমবারই এ বিষয়ে নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসার কথা।  গত ৪ ফেব্রুয়ারি বিকেলে সলসবরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে সের্গেই ক্রিসপাল (৬৬) এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। রুশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন ক্রিসপাল। কিন্তু যুক্তরাজ্যের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। পরে গুপ্তচর বিনিময় আইনের আওতায় তিনি মুক্তি পান এবং যুক্তরাজ্যে বসবাস শুরু করেন। ইত্তেফাক/আনিসুর

কাঠমান্ডুর বিমানবন্দরের জন্য একঘণ্টা আকাশে ঘুরতে হলো মন্ত্রীসহ বিমানকে

Image
ফাইল ছবি ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত-আহতের ব্যাপারে জানতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালসহ সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নেপালের উদ্দেশে যান। বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট বিজি-০০৭১ করে তারা পৌঁছেন। মঙ্গলবার বেলা ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে কাঠমান্ডুতে দুপুর ১২টা ৫০ মিনিটে অবতরণের কথা থাকলেও সেখানকার আকাশে অতিরিক্ত ১ ঘণ্টা বেশি ভেসে থেকে নামে বিমানটি।  বিমানটি নির্দিষ্ট সময়ে নামতে পারবে না বলে ফ্লাইট থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল। বিমানের সিটের সামনের মনিটরে জিপিএস রুটম্যাপে তখন বারবার তাকাচ্ছেন যাত্রীরা। ম্যাপে দেখাচ্ছিল ফ্লাইটটি কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের আশপাশেই। তিন্তু এক ঘণ্টা ধরে একই স্থানে ঘুরছে বিমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ছাড়ে ময়ূরপঙ্ক্ষী বিমানটি। কথা ছিল নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করবে। ফ্লাইটটির বিজনেস ক্লাসে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত...

মার্কিন যুদ্ধবিমানকে ধাওয়া করেছিলো অজানা উড়ন্ত বস্তু (ইউএফও)

Image
মার্কিন এক যুদ্ধবিমানকে ধাওয়া করেছে অজানা এক উড়ন্ত বস্তু (ইউএফও)। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনের এক গোয়েন্দা অফিসার লুইস এলিজোন্দো দেশটির সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’কে জানিয়েছেন, পেন্টাগনের ‘এফ/এ-১৮’ সুপার হর্নেট যুদ্ধ বিমানের পেছন থেকে অবিশ্বাস্য দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যায় সেটি।  পেন্টাগনের সদ্য প্রকাশ করা গোপন ইউএফও ফাইল থেকে নেয়া একটি ভিডিও দেখিয়ে তিনি আরো বলেন, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের আকাশে ওই উড়ন্ত চাকতির সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় মার্কিন যুদ্ধ বিমানের। ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশে হঠাৎ ডিমের মতো ওই ‘ভিনগ্রহীদের যান’ উড়ন্ত চাকতিকে দেখে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ বিমানের পাইলটেরা ভীষণ চমকে গেছেন। গত তিন মাসে এই নিয়ে তৃতীয় বার ইউএফও সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ করল পেন্টাগন। এমন গোপন ফাইল পেন্টাগন প্রথম প্রকাশ করেছিল গত ডিসেম্বরে। জানিয়েছিল, আমেরিকার বিভিন্ন প্রান্তের আকাশে উড়ন্ত চাকতির গতিবিধির উপর নজর রাখতে ২০০৭ সাল থেকে ২০১২ পর্যন্ত একটি কর্মসূচি ছিল পেন্টাগনের। যার নাম ‘অ্যাডভান্সড এভিয়েশন থ্রেট আইডেন্টিফ...

আহতদের চিকিৎসার খরচ দেবে ইউএস-বাংলা

Image
নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় যাঁরা আহত হয়ে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাঁদের চিকিৎসার সব খরচ ইউএস-বাংলা বহন করবে। ঢাকার বারিধারায় আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য দেন প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। এ দুর্ঘটনায় নিহত ও আহত যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কামরুল ইসলাম বলেন, যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ইউএস-বাংলা খুবই সচেষ্ট আছে। প্রত্যেক যাত্রীর জন্য বিমাসুবিধা নিশ্চিত করা ছিল। তবে বিমার ক্ষতিপূরণ পাওয়ার কিছু প্রক্রিয়াগত বিষয় আছে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। উড়োজাহাজের কারণে দেশের বেসরকারি অ্যাভিয়েশন খাত সংকটে পড়বে না বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। একটি দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন কামরুল। তিনি আরও বলেন, গত সাড়ে তিন বছরে ৩৬ হাজারের বেশি ফ্লাইট সফলভাবে পরিচালনা করেছে ইউএস-বাংলা। দুর্ঘটনা যেকোনো সময় যেকোনো স্থানে হতেই পারে। ইউএস-বাংলার অন্যান্য পথের কার্যক্রম চলমান আছে বলে সাংবাদিকদের জানান কামরুল ইসলাম। তিনি বলেন, আজ সকালেও কাঠমান্ডুতে ইউএস-বাংলার নিয়মিত...

অল্পের জন্য রক্ষা পেল আরেকটি বিমান

Image
অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিগোর একটি বিমান। ভারতে জরুরি অবতরণ করেছে বিমানটি। সোমবার বিমানটি আহমেদাবাদ থেকে লক্ষ্মৌয়ের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু ইঞ্জিনে সমস্যা থাকায় বিমানটি জরুরি অবতরণ করে আহমেদাবাদে।  জানা যায়, সকাল সাড়ে ৯টা নাগাদ ১৮৬ জন যাত্রীকে নিয়ে আহমদাবাদ বিমানবন্দর থেকে লক্ষ্মৌয়ের উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ নিও বিমান। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের দুনম্বর ইঞ্জিন আচমকা বিকল হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিকে ঘুরিয়ে আহমদাবাদে এসে জরুরি অবতরণ করার অনুমতি চান পাইলট। পাইলটের বার্তার পরই, বিমানবন্দরে পূর্ণ এমারজেন্সি জারি করা হয়। ওড়ার ৪০ মিনিট পর অত্যন্ত সতর্কতার সঙ্গে বিমানটিকে নিরাপদে অবতরণ করান পাইলট।  এ ব্যাপারে ইন্ডিগোর পক্ষ জানানো হয়েছে, ‌আমরা অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টর জেনারেলের নির্দেশ পেয়েছি। শিগগিরই নতুন ইঞ্জিন লাগিয়ে নেওয়া হবে। মোট ১১টি বিমানকে চিহ্নিত করা হয়েছে। ৮টি বিমান ইন্ডিগোর। ৩টি গো এয়ারের। জানা গেছে এই বিমানগুলোর ইঞ্জিনে রেগুলেটর যথাযথ বসছে না। এর ফলে বিমান উড়তে সমস্যা হচ্ছে। তাই নতুন ইঞ্জিন লাগানোর নির্দেশ এসেছে।  ...

বেঁচে আছেন রাগীব রাবেয়ার ২ শিক্ষার্থী

Image
প্রিন্সি দাম ও সামিরা বায়জানকার নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১৩ শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেলেও তাদের মধ্যে দুজন বেঁচে আছেন। তারা হলেন- প্রিন্সি দাম ও সামিরা বায়জানকার। রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু সিলেটে অবস্থানরত নেপালি শিক্ষার্থীদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। শিপলু বলেন, নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিমানে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ শিক্ষার্থীর মধ্যে ১১ ছাত্রী, দুই ছাত্র ছিল। তাদের সবাই মারা গেছেন এমন আশংকা করা হয়। তবে পরে খবর আসে এদের মধ্যে দুজন বেঁচে আছেন। হতাহতরা সবাই নেপালি বংশোদ্ভূত। রবিবার পরীক্ষা শেষ হওয়ায় ওই ফ্লাইটে ১৩ শিক্ষার্থী ছুটিতে নিজ দেশে বাড়ি ফিরছিলেন। ১৩ শিক্ষার্থী হলেন- সঞ্জয় পাউডাল, সঞ্জয়া মেহেরজান, নিগা মেহেরজান, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লুনানি, শ্বেতা থাপা, মিলি মেহেরজান, সারুনা শ্রেষ্ঠ, আলজিনা বড়াল, চারু বড়াল, আশনা সাকিয়া, প্রিন্সি ধামি ও সামিরা বায়ানজানকর। উল্লেখ্য, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান...

'ব্ল্যাক বক্স' আসলে কী?

Image
কাঠমুন্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জন মারা যায়। কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট ২১১কে রানওয়ের দক্ষিণ দিক থেকে অবতরণ করতে বলা হলেও পাইলট উত্তর দিক থেকে অবতরণ করে। তবে ইউএস-বাংলা এয়ারলাইন্স নেপালি কর্তৃপক্ষের দাবী অস্বীকার করে বলেছে, কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে ভুল নির্দেশনা দেয়া হয়েছিল।বিমানের 'ব্ল্যাক বক্স' উদ্ধার করা হয়েছে - এটি এমন একটি যন্ত্র যাতে ককপিটের যাবতীয় কথাবার্তা এবং বিমানের কারিগরি তথ্য রেকর্ড করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, 'ব্ল্যাক বক্সে'র তথ্য যাচাই করেই দুর্ঘটনার কারণটি জানা যাবে। ব্ল্যাক বক্স নামে ডাকা হলেও এর আসল নাম হলো ফ্লাইট রেকর্ডার। যেটি বিমান চলাচলের সর্বশেষ সব তথ্য রেকর্ড করে রাখে। এভিয়েশন বা বিমান নিরাপত্তা বিশ্লেষকরা কিন্তু এটিকে ব্ল্যাক বক্স নামে ডাকেন না, তারা বলেন ফ্লাইট রেকর্ডার। নামে ব্ল্যাক বক্স কিন্তু আসলে কালো কোন বস্তু নয়। বরং এর রং অনেকটা কমলা ধরণের।এটি অত্যন্ত শক্ত ধাতব পদার্থ দিয়ে তৈরি একটি বাক্স, যা পানি, আগুন, চাপ বা যেকোনো তাপমাত্রায় টিকে থাকে।এটি দুই...

গ্যাস্ট্রিক সমস্যা দূর করে আদা চা

Image
আদা চায়ের গুণাগুণ অনেক। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের জন্য আদা চা-ই পারফেক্ট। আদা চায়ের উপকারি গুণের কারণে এর রয়েছে অনেকগুলো স্বাস্থ্যকারী দিক। আদা চা রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতে এককাপ আদা চা আমাদের শরীরকে গরম করে আর ঠাণ্ডা লাগা এবং সর্দি কাশি থেকে দূরে রাখে। সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে এককাপ ধোঁয়া ওঠা আদা চা আপনার ক্লান্তিকে রাখবে দূরে আর করে তুলবে সতেজ। বমি বমি ভাব হচ্ছে? এক কাপ আদা চা হতে পারে ভালো সমাধান। কোথাও যাওয়ার আগে কয়েক চুমুক আদা চা খান। উপকার পাবেন। আদা চা হজমশক্তি বাড়ায়। এটি গ্যাস্ট্রিক সমস্যা সমস্যা দূর করে হজমে সাহায্য করে। এক কাপ আদা চা শরীরের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এতে করে শরীরের নানা অংশে রক্তপ্রবাহ নিয়ন্ত্রণে থাকে। শ্বাস নিতে কষ্ট দেখা দিলে এক কাপ আদা চা খেতে পারেন। বেশ উপকারী বন্ধু হিসেবেই কাজ করবে এটি। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

ধেয়ে আসছে শক্তিশালী সৌর ঝড়!

Image
পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌর ঝড়। আগামী ১৮ তারিখ পৃথিবীর দিকে আছড়ে পড়বে ঝড়টি। এমনটাই আশঙ্কাবাণী জানিয়েছেন রুশ বিজ্ঞানীদের একটি দল। তাদের দাবি, ওই ঝড় পৃথিবীর ম্যাগনেটোস্ফেয়ার বা চুম্বকমণ্ডল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যার জেরে ব্যাপকভাবে ক্ষতি হবে টেলি যোগাযোগ। ব্যাপক ক্ষতির মুখে পড়বে রেডার ব্ল্যাকআউট, রেডিও নেভিগেশন সিস্টেমসহ বিভিন্ন চৌম্বকীয় বা তড়িৎ-চৌম্বকীয় মাধ্যম নির্ভরশীল যন্ত্রপাতি। ফলে, এখন থেকে সাবধানতা নেওয়ার জন্যে বলা হয়েছে। তবে, রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স-এর বিজ্ঞানীদের দাবি, কিছু কিছু সৌর-ঝড় মানুষসহ বিভিন্ন জীবের ক্ষতিও করে। যেমন—রক্ত চলাচল, রক্তচাপ ও শরীরে অ্যাডরেনালিনের সক্রিয়তায় প্রভাব পড়ে।  রুশ বিজ্ঞানীদের দাবি, ভয়ঙ্কর এই ঝড়ের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের মাথাব্যথা, ঝিমুনি এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। সেক্ষেত্রেও মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৫/এনায়েত করিম