রাশিয়ার ওপর অবরোধ আরোপ করতে পারে যুক্তরাজ্য পক্ষত্যাগী রুশ গোয়েন্দাকে হত্যাচেষ্টা

রাশিয়ার ওপর অবরোধ আরোপ করতে পারে যুক্তরাজ্য
পক্ষত্যাগী সাবেক রুশ গোয়েন্দা ও তার কন্যাকে হত্যা চেষ্টার অভিযোগে রাশিয়ার ওপর অবরোধ আরোপ করতে পারে যুক্তরাজ্য। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ওপর ক্রমেই চাপ বাড়ছে। তিনি বলেছেন, এই ঘটনায় রাশিয়ার হাত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। খবর সিএনএনের
যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, পাল্টা পদক্ষেপ হিসেবে থেরেসা মে’র সরকার রাশিয়া থেকে কূটনীতিক প্রত্যাহার করতে পারে কিংবা অবরোধ আরোপ করতে পারে। গতকাল সোমবারই এ বিষয়ে নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসার কথা। 
গত ৪ ফেব্রুয়ারি বিকেলে সলসবরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে সের্গেই ক্রিসপাল (৬৬) এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। রুশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন ক্রিসপাল। কিন্তু যুক্তরাজ্যের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। পরে গুপ্তচর বিনিময় আইনের আওতায় তিনি মুক্তি পান এবং যুক্তরাজ্যে বসবাস শুরু করেন।
ইত্তেফাক/আনিসুর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা