Posts

Showing posts from February 4, 2019

জাল টাকা অস্ত্রসহ পলাতক আসামি গ্রেপ্তার

Image
রূপগঞ্জ থেকে জাল টাকা, অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় পলাতক আসামি স্বামী-স্ত্রীকে। এ সময় আরো গ্রেপ্তার হন বাড়ির কেয়ারটেকারকে। ছবি: ইত্তেফাক। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে আসামি ধরতে তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওয়ারেন্ট ভুক্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার করা হয়েছে।‌ গ্রেপ্তারকৃতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে জাল টাকাসহ দেশীয় অস্ত্র। এ সময় আরো গ্রেপ্তার করা হয় বাড়ির কেয়ারটেকারকে।​ রূপগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান জানান, রবিবার রাতে চার মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি নুরুল আফসার উদ্দিন চৌধুরী (৪২) ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন চৌধুরীকে (৩৮) গ্রেপ্তারের জন্য কয়েকজন পুলিশ অভিযান চালায়। এ সময় নুরুল আফসার উদ্দিনসহ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে ধাওয়া করলে পুলিশ পিছু হটে। পরে রাত ৮টার দিকে বিপুল সংখ্যক পুলিশ নুরুল আফসার উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারো অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় বাড়ি তল্লাশি করে ২৭ হাজার টাকার জাল নোট, ১০টি দেশীয় ধারালো অস্ত্র, ৭০টি মোবাইল সেট, ২৫ ভরি স্বর্ণালংকার, ৪টি পাসপোর্ট, এ...

কুমিল্লা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

Image
বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক। ছবি : ইত্তেফাক কুমিল্লা সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার শিবের বাজার বিজিবি ফাঁড়ির অধীন সীমান্তের মেইন পিলার ২১০০ এর নিকটস্থ জামপুর নামক স্থানে বেলা ১১টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে দুই দেশের (বাংলাদেশ-ভারত) ৫১ জন সদস্য অংশগ্রহণ করেন। জানা যায়, বাংলাদেশের পক্ষে কুমিল্লা ১০ বিজিবির কমান্ডার লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এবং ভারতের পক্ষে বিএসএফ-১৪৫ কমান্ড্যান্ট শ্রী গণেশ কুমার ও বিএসএফ-৮৬ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড শ্রী নিরাজ মনোহারের মধ্যে সোমবার বেলা ১১টায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। ওই বৈঠকে সীমান্তে হত্যা এবং মাদক চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার বিষয়ে তারা একমত পোষণ করেন। বৈঠকে কুমিল্লা ১০ বিজিবির কমান্ডার লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে ২৫ সদস্যের এবং বিএসএফ-১৪৫ কমান্ড্যান্ট শ্রী গণেশ কুমারের নেতৃত্বে ২৬ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে উভয় দেশের প্রতি...

ভেনেজুয়েলায় সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিষয়টি যুক্তরাষ্ট্রের সামনে একটি বিকল্প পদক্ষেপ হিসেবে বিবেচনায় রয়েছে। গতকাল রোববার সিবিএসে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পদত্যাগের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর ওপর দেশে-বিদেশের চাপ ক্রমে বাড়ছে। এমন প্রেক্ষাপটে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য এল। তবে ভেনেজুয়েলায় বিদেশি রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছে মাদুরোর ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। দেশটি সতর্ক করে বলেছে, সামরিক হস্তক্ষেপের পরিণতি ধ্বংসাত্মক। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ ইতিমধ্যে ভেনেজুয়েলায় বিরোধী নেতা ও স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে, রাশিয়াসহ মিত্র কয়েকটি দেশ মাদুরোর পক্ষে অবস্থান নিয়েছে। ভেনেজুয়েলার বিরোধীরা মাদুরোর পদত্যাগ চাইছেন। একই সঙ্গে তাঁরা নতুন করে অবাধ ও স্বচ্ছ প্রেসিডেন্ট নির্বাচন দাবি করছ...

মালদ্বীপের ৪ নাগরিককে গ্রেফতার শ্রীলংকার

Image
গ্রেপ্তারকৃতদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ছবি: সংগৃহীত। শ্রীলংকার কর্তৃপক্ষ দেশটির প্রধান বিমানবন্দরের কাছে অবৈধভাবে ড্রোন উড়ানোর দায়ে মালদ্বীপের চার নাগরিককে গ্রেফতার করেছে। পুলিশের বিবৃতিতে রবিবার এ তথ্য জানানো হয়। সূত্র মতে, শনিবার রাতে বন্দরেনায়েক আর্ন্তজাতিক বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা অঞ্চলে ওই চারজনকে ড্রোন উড়াতে দেখা গেছে। তাদেরকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেন, তারা ড্রোনের সাহায্যে বিমানবন্দরের ছবি তুলছিল। সন্দেহভাজনদের বয়স ১৯ থেকে ২৩ বছর। আরো পড়ুন:  মরার পরও বাচ্চাকে ফেলে দেননি মা ডলফিন, পিঠে নিয়ে বয়ে চলেছেন এদিকে দেশটির ৭১তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র শ্রীলংকায় আসার মাত্র কয়েকঘন্টা আগে গ্রেফতারের ঘটনাটি ঘটে। ইত্তেফাক/এসআর

ভেনেজুয়েলাকে সাহায্য করুন, হস্তক্ষেপ নয়: রাশিয়া

Image
ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে রাশিয়া। ছবি: সংগৃহীত। আন্তর্জাতিক মহলের উচিৎ ভেনেজুয়েলার অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানের দিকে মনযোগী হওয়া, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা নয়। এমন মন্তব্য করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ল্যাতিন আমেরিকা বিভাগের প্রধান আলেক্সান্ডার শেতিনিন রবিবার মস্কোয় বলেছেন, ‘আন্তর্জাতিক মহলের উচিৎ ভেনেজুয়েলার আর্থ-সামাজিক সমস্যাগুলোর সমাধানে সাহায্য করা; সীমান্তের বাইরে থেকে দেশটিতে ধ্বংসাত্মক হস্তক্ষেপ করা নয়।’ গত বছর নির্বাচনে নিকোলাস মাদুরো দেশটির প্রেসিডেন্ট পদে ছয় বছরের জন্য নির্বাচিত হন। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন বিরোধী নেতা হুয়ান গুয়াইদো ও বিভিন্ন সংস্থা। এরপর চলতি বছরের ২৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের...

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে হাইকোর্টে রিট

Image
হাইকোর্ট (ফাইল ছবি) ‘ডিউটি আওয়ারে’ সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী। রিট আবেদনে সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন জানানো হয়। এ ছাড়া সরকারি হাসপাতালের সব কার্যক্রম তদারকি করার নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালের অনিয়ম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনাও চাওয়া হয়েছে। একইসঙ্গে রিট আবেদনে অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বিষয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা গঠনে একটি স্বাধীন কমিশন গঠনেরও আরজি জানানো হয়। তাঁরা হলেন- আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান, সালাউদ্দিন রিগান, সুজাত মিয়া, মো. আমিনুল হক ও মো. কাওছার উদ্দিন মণ্ডল। আরও পড়ুন:  গাইবান্ধার বাজারে প্লাস্টিকের চাল, জব্দ ১৫ কেজি রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি এবং বাংলাদেশ মেডি...

গাইবান্ধার বাজারে প্লাস্টিকের চাল, জব্দ ১৫ কেজি

Image
গাইবান্ধার নতুন বাজারের রুবান দেওয়ানের দোকান থেকে ১৫ কেজি চাল জব্দ করা হয়।ছবি: ইত্তেফাক প্লাস্টিকের কৃত্রিম চাল সন্দেহে গাইবান্ধা শহরের নতুন বাজারের রুবান দেওয়ানের দোকান থেকে ১৫ কেজি চাল জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে জব্দ চাল পরীক্ষার জন্য ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রিয় কার্যালয়ে পাঠানো হয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, ‘গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার রনি মিয়া গত রবিবার বিকেলে ওই দোকান থেকে ৬ কেজি চাল কেনেন। পরে ওই রাতে তার বাড়িতে ওই চালের ভাত রান্না হয়। সেই ভাত খাইতে গিয়ে তাদের তা বিশ্রী স্বাদ লাগলে সন্দেহের সৃষ্টি হয়। সোমবার সকালে ওই চাল ভাঁজলে সেগুলো কুঁচকে ও পুড়ে গলে গেলে সন্দেহ আরো গাঢ় হয়। তখন রনি মিয়া ওই চাল নিয়ে গাইবান্ধা সদর থানায় উপস্থিত হয়ে বিষয়টি জানান। তার অভিযোগের ভিত্তিতে তিনি (গাইবান্ধা সদর থানার ওসি খান মো: শাহরিয়ার) গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাছুম আলীকে বিষয়টি অবগত করেন। এরপর ভ্রাম্যমাণ টিম গঠন করে ওই দোকানে অভিযান চালানো হয়। এছাড়াও শহরের ড...

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ

Image
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক সভায় জঙ্গলমহলের ‘মা’ বলে সম্বোধন করেছিলেন। প্রায় ছ’বছর ধরে তিনি ছিলেন তৃণমূলের অতি আস্থাভাজন। রাজ্যের সেই প্রাক্তন পুলিশ কর্তা তথা আইপিএস ভারতী ঘোষ এ বার যোগ দিলেন বিজেপিতে। সোমবার নয়াদিল্লিতে বিজেপি-র সদর দফতরে কৈলাস বিজয়বর্গীয় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।   গত বছরের শুরুর দিকে ভারতীদেবী যখন চাকরি থেকে ইস্তফা দেন এবং সিআইডি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে, সেই সময় থেকেই তাঁর রাজনীতিতে আসা নিয়ে চর্চা শুরু হয়েছে। শেষপর্যন্ত সোমবার বিকেলে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দিলেন। নেতৃত্বকে পাশে বসিয়ে ভারতীদেবী এ দিন তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কলকাতার ধর্মতলায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ‘সত্যাগ্রহ’ করছেন। ভারতীদেবী কটাক্ষ করেন বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না সত্যাগ্রহ নয়। অসত্যাগ্রহ।” কাগজেকলমে ভারতীদেবী এখনও ‘ফেরার’। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।  যদিও এই বিষয়ে সুপ্রিম...

পুলিশপ্রধানের বাসভবনে সিবিআইয়ের ঢোকার চেষ্টা, ছুটে গেলেন মমতা

Image
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার অনুমতি না নিয়েই কলকাতার পুলিশ কমিশনারের বাসভবনে প্রবেশের জন্য যান ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) লোকজন। অনুমতি না থাকায় যথারীতি তাঁদের বাধা দেওয়া হয়। বিষয়টি নিয়ে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়েছে। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে। খবর শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান পুলিশ কমিশনারের বাসভবনে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবন ল্যান্সডাউন স্ট্রিটে। সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে, সিবিআই কলকাতার চাঞ্চল্যকর সারদা ও রোজভ্যালি দুর্নীতি মামলায় কথা বলতে পুলিশ কমিশনারের বাসভবনে যায় পূর্ব অনুমতি না নিয়ে। এই দলে ছিলেন সিবিআইর ডিএসপি তথাগত বর্ধন। পুলিশ কমিশনারের বাড়ির সামনে গেলে সেখানে দায়িত্বরত পুলিশ বাধা দেয় সিবিআই কর্মকর্তাদের। একপর্যায়ে সিবিআই কর্মকর্তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। এরপর পুলিশ সিবিআই কর্মকর্তাদের টেনেহিঁচড়ে তাদের গাড়িতে তুলে নিয়ে যায় শেকসপিয়ার থানায়। তারপর আটক করে রাখে। এই ঘটনা শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান পুলিশ কমিশনারের বাসভবনে। আজ সন্ধ্যায় সংবাদ মাধ্যমের খ...

ভবনের ওপর ভেঙে পড়ল বিমান

Image
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি ভবনের ওপর বিমান ভেঙে পড়েছে। রবিবার ইয়োরবা লিনডাতে বিমানটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় এক পাইলট এবং আরও চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ৭০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়োরবা লিনডাতে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। সংবাদ মাধ্যমে অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় দুইতলা ভবনের দুই নারী এবং দুই পুরুষ নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় দগ্ধ হওয়ায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই ইঞ্জিনবিশিষ্ট ছোট একটি আকাশযান ছিল এটি। বিমানটি শহর থেকে ২০ মাইল দক্ষিণ-পূর্বের স্থানীয় একটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এবং কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা। বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

‘বাড়াবাড়ি করলে ট্রাম্পের রক্ত ঝরবে’, হুমকি মাদুরোর

Image
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহিত। পদত্যাগ করতে বেশি চাপ দিলে ভেনিজুয়েলায় গৃহযুদ্ধ শুরুর সম্ভাবনা রয়েছে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘ট্রাম্প বেশি বাড়াবাড়ি করলে তাকে রক্তাক্ত হয়ে হোয়াইট হাউস ছাড়তে হবে।’ বিবিসি। এক টিভি সাক্ষাৎকারে ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি আবারো ভুল করার ঝুঁকি নিচ্ছেন। কোন ভুল করলে মার্কিন সেনাবাহিনীকে ভিয়েতনাম যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে। আপনাকে রক্তাক্ত হয়ে হোয়াইট হাউস ছাড়তে হবে।’ ‘কী ঘটবে তা নির্ভর করছে উত্তরের শক্তি (যুক্তরাষ্ট্র) কতটা পাগলামি ও আগ্রাসন চালায় তার ওপর। আমাদের দেশ আমরাই রক্ষা করতে পারবো। বাইরের কারও হস্তক্ষেপ করার দরকার নাই’, বলেন মাদুরো। তার অভিযোগ, বিরোধীদলীয় নেতা হুয়ান মাদুরো দেশে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন। এর আগে ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে এমন রণহুঙ্কার ছাড়েন মাদুরো। মাদুরো ও গুয়াইদো উভয়েই নিজেকে ভেনিজুয়েলার বৈধ শাসক বলে দাবি করছ...

অস্ট্রেলিয়ায় বন্যায় রাস্তাঘাটে কুমির, সেনা তলব

Image
শত বছরের মধ্য সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়ায় উত্তরাংশের কুইন্সল্যান্ড। ছবি: এএফপি অস্ট্রেলিয়ায় উত্তরাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, স্কুল, বিমানবন্দর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। হাজারো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। বন্যার তোড়ে কুমির লোকালয়ে চলে এসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাসদস্যদের নামিয়েছে সরকার। বলা হচ্ছে, শতবর্ষে একবার এমন ভয়াবহ বন্যা দেখা দেয়।  বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সেনাসদস্যরা উপদ্রুত এলাকায় হাজার হাজার বালুর ব্যাগ সরবরাহ করছেন। উভচর যান ব্যবহার করে বিভিন্ন বাড়ির ছাদ থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ করছেন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কুইন্সল্যান্ডের উত্তর–পূর্বাঞ্চলীয় টাউনসভিল নগরীর হাজার হাজার বাসিন্দাকে বিদ্যুৎ ছাড়াই থাকতে হচ্ছে। পানিতে তাদের ঘরবাড়ি ভেসে গেছে। এ অবস্থায় কুমিরের আক্রমণের কথাও ভাবতে হচ্ছে তাদের। টাউনসভিল কর্তৃপক্ষ জানায়, বন্যাবিধ্বস্ত অঞ্চলে নোনা পানির বেশ কয়েকটি কুমির দেখা গেছে। অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় উত্তরাঞ্চল...

প্রথমবার আরব আমিরাত সফরে পোপ ফ্রান্সিস

Image
সংগৃহীত ছবি প্রথমবার আরব আমিরাত সফরে যাচ্ছেন খ্রীস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। গতকাল স্থানীয় সময় রবিবার আবুধাবিতে পৌঁছান খ্রীস্টান ধর্মের এই শীর্ষ নেতা। খবর বিবিসি'র।   আন্তঃধর্মীয় একটি সম্মেলনে অংশগ্রহণ করতে আবুধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে আবুধাবি সফরে যাচ্ছেন পোপ। যার ফলে এটি হবে খ্রীস্টান ধর্মের কোনো শীর্ষ নেতার  প্রথম সংযুক্ত আরব আমিরাত সফর। ঐতিহাসিক এই সফরের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার এক জমায়েতে উপস্থিত হবেন পোপ। যেখানে ১ লাখ ২০ হাজার মানুষ উপস্থিত হবে বলে খবর। ইয়েমেন যুদ্ধের বিষয়ে খ্রীস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতা কী বলেন সেই দৃষ্টিকোণ থেকে এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক মহলের কাছে। ইয়েমেনে অবরোধ করা সৌদি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে আরব আমিরাতও রয়েছে। যা নিয়ে সমালোচনা করেছেন পোপ। গতবছরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পোপ আহ্বান করেছিলেন, যেন ইয়েমেনে চলমান মানবিক বিপর্যয়কে আরও দুর্বিষহ করে তোলা না হয়। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর