জাল টাকা অস্ত্রসহ পলাতক আসামি গ্রেপ্তার
রূপগঞ্জ থেকে জাল টাকা, অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় পলাতক আসামি স্বামী-স্ত্রীকে। এ সময় আরো গ্রেপ্তার হন বাড়ির কেয়ারটেকারকে। ছবি: ইত্তেফাক। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে আসামি ধরতে তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওয়ারেন্ট ভুক্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে জাল টাকাসহ দেশীয় অস্ত্র। এ সময় আরো গ্রেপ্তার করা হয় বাড়ির কেয়ারটেকারকে। রূপগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান জানান, রবিবার রাতে চার মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি নুরুল আফসার উদ্দিন চৌধুরী (৪২) ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন চৌধুরীকে (৩৮) গ্রেপ্তারের জন্য কয়েকজন পুলিশ অভিযান চালায়। এ সময় নুরুল আফসার উদ্দিনসহ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে ধাওয়া করলে পুলিশ পিছু হটে। পরে রাত ৮টার দিকে বিপুল সংখ্যক পুলিশ নুরুল আফসার উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারো অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় বাড়ি তল্লাশি করে ২৭ হাজার টাকার জাল নোট, ১০টি দেশীয় ধারালো অস্ত্র, ৭০টি মোবাইল সেট, ২৫ ভরি স্বর্ণালংকার, ৪টি পাসপোর্ট, এ...