কুমিল্লা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক। ছবি : ইত্তেফাক
কুমিল্লা সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার শিবের বাজার বিজিবি ফাঁড়ির অধীন সীমান্তের মেইন পিলার ২১০০ এর নিকটস্থ জামপুর নামক স্থানে বেলা ১১টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে দুই দেশের (বাংলাদেশ-ভারত) ৫১ জন সদস্য অংশগ্রহণ করেন।
জানা যায়, বাংলাদেশের পক্ষে কুমিল্লা ১০ বিজিবির কমান্ডার লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এবং ভারতের পক্ষে বিএসএফ-১৪৫ কমান্ড্যান্ট শ্রী গণেশ কুমার ও বিএসএফ-৮৬ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড শ্রী নিরাজ মনোহারের মধ্যে সোমবার বেলা ১১টায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। ওই বৈঠকে সীমান্তে হত্যা এবং মাদক চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার বিষয়ে তারা একমত পোষণ করেন।
বৈঠকে কুমিল্লা ১০ বিজিবির কমান্ডার লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে ২৫ সদস্যের এবং বিএসএফ-১৪৫ কমান্ড্যান্ট শ্রী গণেশ কুমারের নেতৃত্বে ২৬ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে উভয় দেশের প্রতিনিধি দলের নেতৃবৃন্দ একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কুমিল্লা ১০ বিজিবির কমান্ডার লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, সীমান্তপথে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক পাচার, চোরাচালান দমন এবং নারী ও শিশু পাচার প্রতিরোধসহ সীমান্তে যে কোনো ধরণের সমস্যা হলে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে বৈঠকে একমত পোষণ করা হয়। এসময় বিজিবি-বিএসএফ সীমান্তে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডারের মধ্যে বৈঠক শেষে কুশল বিনিময়ের মাধ্যমে দুপুর প্রায় ২টার দিকে সৌহার্দ্যপূর্ণভাবে পতাকা বৈঠক সম্পন্ন হয়।
ইত্তেফাক/কেকে

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা