Posts

Showing posts from August 2, 2019

ইরানবিরোধী প্রস্তাবে রাজি না হওয়ায় জার্মানিকে এক হাত নিলেন মার্কিন রাষ্ট্রদূত

Image
ইরানবিরোধী আন্তর্জাতিক সামরিক মিশনে যোগ দিতে রাজি না হওয়ায় জার্মানিকে তিরস্কার করেছেন বার্লিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল। বৃহস্পতিবার জার্মানির একটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জার্মানির ওপর আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে এবং ইউরোপের বৃহত্তম অর্থনীতি হিসেবে তাকে সে দায়িত্ব পালন করতে হবে। জার্মানি যুক্তরাষ্ট্রের কাছে ঋণী বলেও তিনি বার্লিনকে তিরস্কার করেন।  খবর রেডিও ফারদা’র। গ্রেনেল বলেন,“পশ্চিমাদের অংশীদার করে রাখতে জার্মানির জন্য যুক্তরাষ্ট্র প্রচুর ত্যাগ স্বীকার করেছে। জার্মানিতে ৩৪ হাজার সেনা মোতায়েন করে রাখার জন্য যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার খরচ করছে।” মার্কিন রাষ্ট্রদূতের এসব কথায় জার্মানি তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া দেখায়নি। অবশ্য, গ্রেনেল এর আগেও জার্মানির বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন।   পারস্য উপসাগরে কথিত ইরানি আগ্রাসন মোকাবেলার জন্য গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জার্মানিকে আন্তর্জাতিক মিশনে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্র্রী সে অনুরোধ নাকচ করে বলে...

আজ চাঁদ দেখা কমিটির বৈঠক

Image
ফাইল ছবি মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে তা জানা যাবে আজ শুক্রবার সন্ধ্যায়। বাদ মাগরিব বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। গতকাল ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সভায় ১৪৪০ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। আরো পড়ুন:   সৌদি আরবে ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩ ও ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। ইত্তেফাক/এমআর

চাপে ইমরান, নান-রুটির দাম কমিয়ে বাড়ালেন জ্বালানি তেলের দাম/০১ আগস্ট ২০১৯, ১৭:১৯ আপডেট: ০১ আগস্ট ২০১৯,

Image
পাকিস্তানে সম্প্রতি রুটি ও নানে দাম বাড়ানো হয়েছিল। কিন্তু জনগণের চাপের মুখে রুটি ও নানের দাম কমানো হলো। তবে রুটি ও নানের দাম কমালেও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। আর্থিক অবস্থা খুবই খারাপ পাকিস্তানের। তাই বিপাকে পড়ে রুটির দামও বাড়িয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু সাধারণ মানুষের চাপে আবার সেই কমাতে বাধ্য হলো ইমরান খান সরকার। পাকিস্তানে অন্যতম প্রধান খাবার রুটি ও নান। পিটিআই, ডন ও খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, নান ও রুটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে দেশটির বিভিন্ন শহরে নান বিক্রি হয় ১২ থেকে ১৫ রুপিতে। গ্যাসের শুল্ক ও আটার দাম বৃদ্ধির আগে এ দাম ছিল ৮ থেকে ১০ রুপি। বর্তমানে রুটির মূল্য ১০ থেকে ১২ রুপি। আগে এর দাম ছিল ৭ থেকে ৮ রুপি। গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের এক বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় সারা দেশে আগের দামে বিক্রি করতে হবে নান ও রুটি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফেরদৌস আশিক আওয়ান সংবাদ সম্মেলন করে সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান। এরপরই এক ধাপে বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। এক ধাক্ক...

উত্তেজনার মধ্যেই পাকিস্তান সীমান্তে ২৫ হাজার সেনা মোতায়েন ভারতের

Image
সম্প্রতি কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে স্থানীয় এক তরুণের আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠে। এই উত্তেজনার মধ্যেই পাকিস্তান সীমান্তে ২৫ হাজার নতুন সেনা মোতায়েন করেছে ভারত। সরকারি কর্মকর্তাদের বরাতে স্থানীয় পত্রিকাগুলোর খবরে এমন তথ্য পাওয়া গেছে। খবর এনডিটিভির। রাজস্থান ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে এসব সেনা মোতায়েন করা হয়েছে। গত ৩১ জুলাই ইসলামাবাদে ভারতীয় দূতকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সেক্টরে ভারতীয় সেনাবাহিনী অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে প্রতিবাদ জানানো হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তান ২০০৩ সাল থেকে পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। অঞ্চলটিতে ক্রমাগত অস্থিশীলতায় বিভিন্ন উগ্রপন্থীদের উত্থান ঘটছে বলে দাবি করা হচ্ছে। বিডি প্রতিদিন/কালাম