Posts

Showing posts from August 21, 2019

বগুড়ায় মশা নিধনে ওষুধ ছিটানো কার্যক্রম উদ্বোধন

Image
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন ও মশা নিধনে ওষুধ ছিটানো হয়েছে। বুধবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা থেকে বিভিন্ন এলাকায় মশা নিধনে ওষুধগুলো ছিটানো হয়।  বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বটতলায় পরিস্কার পরিচ্ছন্ন ও মশা নিধন কার্যক্রমের উদ্বোাধন করেন জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল মালেক। বগুড়া সদর থানা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান, বগুড়া পৌরসভার নির্বাহি প্রকৌশলী আবু হেনা মো. মোস্তাফা কামাল, নির্বাহি ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম, পৌর সভার সহকারী প্রকৌশলী আবু জাফর মো. রেজা। এ কার্যক্রম বগুড়া পৌরসভার সকল ওয়ার্ডে সুষ্ঠভাবে পালনের আহ্বান জানান জেলা প্রশাসক। বিডি প্রতিদিন/হিমেল

ছবিতে হাসান আলীর বিয়ের নানা মুহূর্ত

Image
মহসিন খান, শোয়েব মালিকের পর ফের এক পাকিস্তানি ক্রিকেটার ভারতের জামাই হলেন। তিনি পাকিস্তানি পেসার হাসান আলী। ভারতের মেয়ে সামিয়া আরজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। মঙ্গলবার (২০ অগস্ট) এক বছর ধরে চলা প্রেমের পর অবশেষে বিয়ে করলেন তারা। দুবাইয়ের এক পাঁচ তারা হোটেলে হয় এই বিয়ের অনুষ্ঠান। ছবিতে দেখে নিন হাসান আলীর বিয়ের নানা মুহূর্ত বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

অনলাইনে বিক্রি হলো ৪০ তলা বাড়ি

Image
চীনে ৪০ তলা এই ভবনটি বিক্রি হয়েছে অনলাইনে। ছবি: এএফপি বাড়ি কিনতে হলে ক্রেতারা সাধারণত নিজে উপস্থিত থেকে সবকিছু যাচাই-বাছাই করেই কেনেন। তবে চীনের রাজধানী বেইজিংয়ে এবার ৪০ তলা একটি ভবন অনলাইনে বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে ভবনটি। বাংলাদেশি মুদ্রায় সেটি বিক্রি হয়েছে ৬ হাজার ২০০ কোটি টাকারও বেশি দামে! বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের অলিম্পিক ভেন্যু বার্ডস নেস্টের পাশেই অবস্থিত এই ভবনটি। ৪০ তলা ভবনটির নাম পাঙ্গু প্লাজা। এক পলাতক চীনা ধনকুবেরের তৈরি বাড়িটি চীনা অনলাইন ওয়েবসাইট আলিবাবায় নিলামে তোলা হয়। নিলামে তোলার ২৪ ঘণ্টার মধ্যেই বিপুল অঙ্কের অর্থ দিয়ে বাড়িটি কিনে নিয়েছে চীনের এক প্রতিষ্ঠান। ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ এই নিলামে চোখ রেখেছিলেন। কিন্তু নিলামে অংশ নেন মাত্র দুজন। শেষ পর্যন্ত ইউচেং ঝিয়ে নামের একটি কোম্পানি ৭৩৪ মিলিয়ন মার্কিন ডলারে ভবনটি কিনে নেয়। বাংলাদেশি মুদ্রায় বাড়িটির বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ২০২ কোটি টাকারও বেশি। অনেকটা ড্রাগনের আদলে তৈরি করা ভবনটির আসল মালিক চীনা ধনকুবের গুয়ো ওয়েঙ্গুই। দুর্নীতির দায়ে ২০১...

চাঁদের কক্ষপথে ভারতের চন্দ্রযান-২

Image
সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছেছে চন্দ্রযান-২। ছবি: এএফপি। সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছেছে চন্দ্রযান-২। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বরাতে এনডিটিভি জানিয়েছে, মহাশূন্যে প্রায় ৩০ দিনের যাত্রা শেষ করেছে মহাকাশযানটি। এ অভিযানের অন্যতম কৌশলী পদক্ষেপ ছিল চাঁদের কক্ষপথে পৌঁছানো। প্রত্যাশার চেয়ে বেশি গতিবেগে চন্দ্রযানটি মহাশূন্যে হারিয়ে যেত। আবার গতিবেগ কম হলে চাঁদের বুকে আছড়ে পড়তে পারত। এমন পরিস্থিতিতে চাঁদের কক্ষপথে পা রাখা চন্দ্রযানের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ছিল। চন্দ্রযানের বেগ এবং উচ্চতা একেবারে সঠিক হওয়া বাধ্যতামূলক ছিল। ছোট্ট একটি ভুলের কারণে পুরো অভিযানটি ভেস্তে যেতে পারত। ইসরোর এক চেয়ারম্যান কে সিভান উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘কাজটি শেষ হওয়ার আগে পর্যন্ত ৩০ মিনিটের জন্য আমাদের হৃৎস্পন্দন থেমে গিয়েছিল। আরও তিনটি ধাপ পার হতে হবে। পরবর্তী ধাপটি আগামীকাল বেলা একটার দিকে সম্পন্ন হবে। সবচেয়ে বড় কাজটি শেষ হবে ২ সেপ্টেম্বর, ল্যান্ডারটি (মহাকাশযানের যে অংশ অবতরণের ক্ষমতাসম্পন্ন) সেদিন আলাদা হবে।’ ইসরো তাদের ওয়েবসাইটে এক পোস্টে জানিয়েছে, এরপর ধারাবাহিকভাবে বেশ কয়েকটি কক্ষপ...

চুলে ‘বখাটে কাটিং’ না দিতে সেলুনে পুলিশের নির্দেশনা

Image
কারও চুল বা দাড়ি মডেলিং ও বখাটে স্টাইলে না কাটার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সেলুনে টাঙানো হয়েছে বিজ্ঞপ্তি। বাটিকাডাঙ্গা, মাগুরা, ২১ আগস্ট। ছবি: কাজী আশিক রহমান একশ্রেণির যুবক চুল এমনভাবে কাটেন যে তাদের দুই কানের ওপরের অংশে চুল থাকেই না। কিন্তু মাথার ওপরের অংশে ঘন চুল থাকে। এই চুল বেশ দীর্ঘ হয়। হাঁটার সময় কিংবা মোটরসাইকেল চালানোর সময় এই চুল বাতাসে দুলতে থাকে। এভাবে চুল কাটানোকে ‘বখাটে কাটিং’ বলছে মাগুরা জেলার পুলিশ। এই স্টাইলে চুল না কাটতে সেলুনমালিক ও নরসুন্দরদের লিখিত নির্দেশনা দিয়েছে মাগুরা সদর থানা-পুলিশ। চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে এ বিষয়ে ব্যাপক মাইকিং, সেলুনকর্মীদের নিয়ে বৈঠকসহ নানা রকম প্রচারণা চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সেলুনমালিকদের জানানো হচ্ছে, কোনো সেলুনকর্মী কারও চুল কিংবা দাড়ি যেন মডেলিং ও বখাটে স্টাইলে না কাটেন। তবে বিষয়টি নিয়ে নাগরিকেরা নানা রকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাগুরা জেলা পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সেলুনমালিক ও কর্মীদের নিয়ে এ বিষয়ে বৈঠকের পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে সর্...

সাগরতলের আশ্চর্য জগৎ!

Image
ঘুরে বেড়াচ্ছে বিশাল এক সামুদ্রিক কচ্ছপ। একটু এগোলেই বড় বড় ক্যাট ফিশ। আরেকটু সামনে বড় সামুদ্রিক কোরাল মাছের খুনসুটি। সামুদ্রিক ইল খাবি খাচ্ছে পানির নিচে। চিংড়ি মাছের খেলাও দেখা যাবে। আছে লাল কাঁকড়া। জেলি ফিশ বিচিত্র ভঙ্গিতে খেলা দেখাচ্ছে! সমুদ্রের ভেতরে কত বিচিত্র মাছ আর প্রাণী আছে, তা কজনই–বা জানে। কিন্তু সামনাসামনি এদের দেখা পেলে বিস্ময়ে চোখ যেন কপালে উঠে যায়! এমনই সব চমক দেখা গেল কক্সবাজার বেড়াতে গিয়ে। কক্সবাজার শহরের ঝাউতলায় বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে ফিশ অ্যাকুয়ারিয়াম। নাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। প্রায় ৮০ শতক জমির ওপর তৈরি চারতলা ভবনের তিনতলাজুড়েই এই ফিশ অ্যাকুয়ারিয়াম। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে দর্শনার্থী। ছবি: রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড চারতলা ভবনের তিনতলাজুড়েই নান্দনিক শিল্পকর্মসমৃদ্ধ ছোট-বড় শতাধিক অ্যাকুয়ারিয়াম। বৈদ্যুতিক আলোয় ঝলমলে অ্যাকুয়ারিয়ামের স্বচ্ছ পানিতে সাঁতার কাটছে হাঙর, কোরাল, পাঙাশ, মাইট্যা, কামিলা, রুপচাঁদা, ইলিশ, জেলি ফিশ, লবস্টারসহ নানা প্রজাতির মাছ। সুড়ঙ্গের ভেতরে হাঁটতে হাঁটতে দেখা মেলে এসব মাছের। এ যেন সাগরতলের এক আশ্চর্য জগৎ। অন্য রকম এক মাছের রা...

দুই ছক্কায় লঙ্কা–জয় বাংলাদেশের উদীয়মানদের

Image
শ্রীলঙ্কার বিপক্ষে নাজমুল-আফিফরা ঘুরে দাঁড়িয়েছেন আজ। ছবি: বিসিবি শ্রীলঙ্কান ইমার্জিং দলকে ২ উইকেটে হারিয়েছে সিরিজে ফিরেছে বাংলাদেশ ইমার্জিং দল। শেষ ২ ওভারে দরকার ছিল ২০ রান। ২ ছক্কা মেরে সমীকরণ সহজ করে দেন ইয়াসিন। বিকেএসপিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ইমার্জিং দলের কাছে বাজেভাবে হারের পর বেশ চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ ইমার্জিং (এইচপি) দল। একই মাঠে আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কানদের ২ উইকেটে হারিয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ ইমার্জিং দল। নাজমুল-ইয়াসিররা দেখিয়ে দিলেন তাঁদের সামর্থ্য আছে দুর্দান্ত কিছু করার। প্রথম ম্যাচে শ্রীলঙ্কান ফাস্ট বোলারদের সামনে বাংলাদেশের উদীয়মান ব্যাটসম্যানরা যেভাবে আত্মসমর্পণ করেছেন, সেটি নিয়ে বেশ কথা হয়েছে গত দুদিনে। মাঝে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমকে পর্যন্ত কথা বলতে হয়েছে বাংলাদেশের উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে। প্রথম ম্যাচে বাজে হারটাই বোধ হয় তাতিয়ে দিয়েছিল নাজমুল-ইয়াসিরদের। আজ শ্রীলঙ্কার দেওয়া ২৭৪ রানের লক্ষ্যটা তাই অনতিক্রম্য মনে হয়নি তাঁদের। যদিও ১২ রানেই ভেঙেছিল হাইপারফরম্যান্স (এইচপি) দলের ওপেনিং জুটি। ৬৪ রানে পড়েছে দ্বিতীয় উইকেট। ম্যাচের রং বদল...

ভয়াল একুশে আগস্ট আজ

Image
ফাইল ছবি রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট আজ। রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন। মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত পৈশাচিক এ হামলায় সে দিন প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী বেগম আইভী রহমানসহ ২৪ জন নিহত হয়েছিলেন। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন তাদের প্রধান টার্গেটে থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় ছয় রাউন্ড গুলি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। বাঙালি জাতি আজ শ্রদ্ধাবনতচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী পালন করবে। সেদিন যা ঘটেছিল সেদিনটি ছিল শনিবার। স...

টাইগারদের নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেন নতুন দুই কোচ

Image
বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজেদের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন দুই কোচ রাসেল ডমিঙ্গো এবং চার্ল ল্যাঙ্গাভেল্ট।  বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান কোচ ও পেস বোলিং কোচ। কন্ডিশনিং ক্যাম্পের তৃতীয়দিন প্রথমবারের মতো যোগ দিয়ে নানা বিষয় নিয়ে কথা বলেন তারা।  প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘বাংলাদেশে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং। কোচ হিসেবে যদি আপনি যদি জানেন আপনার দায়িত্ব কি তবে কাজটা অনেক সহজ হয়ে যায়। আমিও এটা উপভোগ করি। এদেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের প্রত্যাশা বেশি।  তিনি আরও বলেন, আমার প্রধান কাজ এখন ক্রিকেটারদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা। খেলোয়াড়দের ভালোভাবে দেখা, তাদের সম্পর্কে ধারণা নেয়া এবং খেলোয়াড়দের আস্থা অর্জন করা।’ আশার কথা শুনিয়ে পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট বলেন, ‘এই উপমহাদেশে উইকেটগুলো স্পিন সহায়ক হয়ে থাকে। সেই দিক দিয়ে এখানে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং। নতুন বলে বল করাটাও কঠিন। বোলিংয়ের টেকনিক্যাল দিকগুলো জানতে হয়। ৫০ ওভারের ক্রিকেট বলুন আর টেস্ট ক্রিকেট বলুন নতুন বলে বল করাটা...

আবারও মার্কিন ড্রোন ভূপাতিত করল হুথি বিদ্রোহীরা

Image
আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। দেশটির হুথি নিয়ন্ত্রিত ধামার প্রদেশে ভূপাতি করা হয় ড্রোনটি। মার্কিন কর্তৃপক্ষও এ ঘটনা নিশ্চিত করেছে।  বুধবার রাজধানী সানার দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ড্রোন ভূপাতিত করা হয় বলে বাহিনীটির এক মুখপাত্র জানান। আল-মাসাইরাহ টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জআতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বিবৃতিতে জানায়, ইয়েমেনে এমকিউ-৯ নামে নিজেদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। এই মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত জানানোর মতো তথ্য তাদের হাতে নেই। এর আগে গত জুনেও ইরানের সহায়তায় ইয়েমেনি হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপাতিত করে বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ। ২০১৫ সালে হুতি শিয়া গোষ্ঠীর শক্তিশালী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি দেশত্যাগে বাধ্য হলে সংকটের সূত্রপাত হয়। আরব দেশগুলোর সুন্নি কর্তৃত্ব ধরে রাখতে তৎপর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে জোট গঠন করে হুতিদের নিধন করতে বিমান হামলা শুরু করে।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন