নতুন প্রযুক্তির পরমাণু অস্ত্র তৈরি করছে পাকিস্তান: যুক্তরাষ্ট্র
সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ইন্টেলিজেন্স' এর প্রধান ড্যান কোটস দাবি করেছেন, পাকিস্তান নতুন প্রযুক্তির পারমাণবিক অস্ত্র তৈরি করছে। যুক্তরাষ্ট্র এমন সময় এ দাবি করল, যখন পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ সহ একাধিক ইস্যুতে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক আদায়-কাচকলায় রূপ নিয়েছে। ইতোমধ্যে পাকিস্তানের সামরিক খাতে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন গোয়েন্দা প্রধানের এ দাবিতে নতুন করে নড়েচড়ে বসেছে দিল্লি। মার্কিন কংগ্রেসে ড্যান কোটস জানান, স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। এর ফলে আঞ্চলিক স্থিতাবস্থা নষ্ট হতে পারে। তৈরি হতে পারে পরমাণু যুদ্ধের পরিস্থিতি। গোপন কেন্দ্রে সমুদ্র ও মাটি থেকে পরমাণু হামলায় সক্ষম ক্রুজ মিসাইল বানাচ্ছে পাকিস্তান। এছাড়াও দূরপাল্লার পারমাণবিক মিসাইল ও তৈরি করছে দেশটি। শুধু তাই নয় এদিন উত্তর কোরিয়ার থেকে আসা বিপদের বিষয়েও জানান তিনি। মার্কিন গোয়েন্দা প্রধানের এমন প্রতিবেদনে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ভারতের প্রতিরক্ষা মহলে। সন্ত্রাসের আবহে যেকোনও মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত ও প...