Posts

Showing posts from February 14, 2018

নতুন প্রযুক্তির পরমাণু অস্ত্র তৈরি করছে পাকিস্তান: যুক্তরাষ্ট্র

Image
সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ইন্টেলিজেন্স' এর প্রধান ড্যান কোটস দাবি করেছেন, পাকিস্তান নতুন প্রযুক্তির পারমাণবিক অস্ত্র তৈরি করছে।  যুক্তরাষ্ট্র এমন সময় এ দাবি করল, যখন পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ সহ একাধিক ইস্যুতে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক আদায়-কাচকলায় রূপ নিয়েছে।  ইতোমধ্যে পাকিস্তানের সামরিক খাতে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন গোয়েন্দা প্রধানের এ দাবিতে নতুন করে নড়েচড়ে বসেছে দিল্লি। মার্কিন কংগ্রেসে ড্যান কোটস জানান, স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। এর ফলে আঞ্চলিক স্থিতাবস্থা নষ্ট হতে পারে। তৈরি হতে পারে পরমাণু যুদ্ধের পরিস্থিতি। গোপন কেন্দ্রে সমুদ্র ও মাটি থেকে পরমাণু হামলায় সক্ষম ক্রুজ মিসাইল বানাচ্ছে পাকিস্তান। এছাড়াও দূরপাল্লার পারমাণবিক মিসাইল ও তৈরি করছে দেশটি। শুধু তাই নয় এদিন উত্তর কোরিয়ার থেকে আসা বিপদের বিষয়েও জানান তিনি।  মার্কিন গোয়েন্দা প্রধানের এমন প্রতিবেদনে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ভারতের প্রতিরক্ষা মহলে। সন্ত্রাসের আবহে যেকোনও মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত ও প...

সংসদে খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল উত্থাপন

Image
খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮ নামে জাতীয় সংসদে পৃথক দু’টি বিল উত্থাপিত হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিল দুটি উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ কার্যদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলদু’টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল ২০১৮ আনা হয় ‘খ্রিস্টিয়ান রিলিজিয়ার্স ওয়েলফেয়ার ট্রাস্ট অধ্যাদেশ, ১৯৮৩’ রহিত করে। বিলে সংশোধিত আকারে আইনটি পুনঃপ্রণয়নের জন্য সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়। আকেইভাবে ‘বুদ্ধিস্ট রিলিজিয়ার্স ওয়েলফেয়ার ট্রাস্ট অধ্যাদেশ, ১৯৮৩’ রহিত করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ আনা হয়। বিলে বিদ্যমান অধ্যাদেশের অধীন গঠিত খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বহাল রাখার প্রস্তাব করা হয়। একইসঙ্গে ধর্মমন্ত্রীকে চেয়ারম্যান করে ১০ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। একইভাবে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিলে বিদ্যমান অধ্যাদেশের অধীন গঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বহাল রাখার প্রস্তাব করা হয়। তবে ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা...

ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের হর-মুণ্ড মালিনী উৎসব

Image
পাবনার ঈশ্বরদী পৌর শ্মশানের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্মশান পরিচালনা কমিটির আয়োজনে দুই দিনব্যাপী হর-মুণ্ড মালিনী উৎসব গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে। শ্মশানের শিব মন্দিরে শিব চতুর্দশী তিথিতে রাত ১২টা থেকে চার প্রহরব্যাপী বাবা ভোলানাথের পূজা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে ঈশ্বরদীর হিন্দু সম্প্রদায়ের ভক্তরা মৌবাড়ি দুর্গা মন্দির থেকে জল নিয়ে বিশাল নগ্ন পদযাত্রা করে শ্মশানে শিবের মাথায় ফুল-বেলপাতা সহকারে জল ঢালে। দিনব্যাপী শ্মশানে কীর্তনের আয়োজন করা হয়েছে। জলঢালা অনুষ্ঠানের পর ভক্তরা শ্মশানে প্রসাদ সেবা গ্রহণ করেন। রাতে অমাবস্যা তিথিতে মুণ্ড মালিনী শ্মশান কালী মাতার পূজার আয়োজন করা  হয়েছে। দূর-দূরান্ত হতে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভক্তরা এই উৎসবে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বারোয়ারী পূজা কমিটির সভাপতি দিলিপ কুমার সরাফ, শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব নাথ পাল, সাধারণ সম্পাদক স্বপন কুমার কুণ্ডু, সহ-সভাপতি ডা. জহর লাল বাগচী, কোষাধ্যক্ষ মাধব চন্দ্র পাল, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চক্রবর্তী, প্রকৌশলী প্রবীর বিশ্বাস, সুভাষ চন্দ্র ...

ভারত-পাকিস্তান আবার মুখোমুখি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি

Image
কাশ্মিরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত। পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান বলেছে, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। শনিবার কাশ্মিরের ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা হামলার দায়িত্ব স্বীকার করেছে। ওই হামলায় ছয় সেনা এবং এক সেনার বাবা নিহত হয়। নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয় তিন জঙ্গি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামান বলেছেন, পাকিস্তান থেকেই যে জঙ্গি হামলা চালানো হয়েছে তার প্রমাণ আছে। তিনি সোমবার বলেন, জঙ্গিদের পাকিস্তান সীমান্ত থেকেই নিয়ন্ত্রণ করা হয়েছে। দেশটি সন্ত্রাস বিস্তার করছে এবং অনুপ্রবেশ বাড়াতে সংঘর্ষবিরতি লংঘন করছে। সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররাম দস্তগীর খান বলেছেন, ভারত অহেতুক অভিযোগ করেছে। কোনো প্রমাণ দিতে পারছে না।  তিনি বলেন, ভারতের সামরিক আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি মিথ্...