ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের হর-মুণ্ড মালিনী উৎসব

ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের হর-মুণ্ড মালিনী উৎসব
পাবনার ঈশ্বরদী পৌর শ্মশানের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্মশান পরিচালনা কমিটির আয়োজনে দুই দিনব্যাপী হর-মুণ্ড মালিনী উৎসব গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে। শ্মশানের শিব মন্দিরে শিব চতুর্দশী তিথিতে রাত ১২টা থেকে চার প্রহরব্যাপী বাবা ভোলানাথের পূজা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকালে ঈশ্বরদীর হিন্দু সম্প্রদায়ের ভক্তরা মৌবাড়ি দুর্গা মন্দির থেকে জল নিয়ে বিশাল নগ্ন পদযাত্রা করে শ্মশানে শিবের মাথায় ফুল-বেলপাতা সহকারে জল ঢালে। দিনব্যাপী শ্মশানে কীর্তনের আয়োজন করা হয়েছে। জলঢালা অনুষ্ঠানের পর ভক্তরা শ্মশানে প্রসাদ সেবা গ্রহণ করেন। রাতে অমাবস্যা তিথিতে মুণ্ড মালিনী শ্মশান কালী মাতার পূজার আয়োজন করা  হয়েছে। দূর-দূরান্ত হতে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভক্তরা এই উৎসবে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বারোয়ারী পূজা কমিটির সভাপতি দিলিপ কুমার সরাফ, শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব নাথ পাল, সাধারণ সম্পাদক স্বপন কুমার কুণ্ডু, সহ-সভাপতি ডা. জহর লাল বাগচী, কোষাধ্যক্ষ মাধব চন্দ্র পাল, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চক্রবর্তী, প্রকৌশলী প্রবীর বিশ্বাস, সুভাষ চন্দ্র পাল, নিলু রঞ্জন কুণ্ডু, নিচিত্র কুমার সরকার, প্রভাষক প্রবীণ বিশ্বাস টোটন, লিখন কুণ্ডু, স্বপন কুমার বিশ্বাস, সন্তোষ সরাফ, সোনা কর্মকার, উত্তম সাহা প্রমুখ।
উল্লেখ্য, অত্র এলাকায় ঈশ্বরদীতেই  হিন্দু সম্প্রদায়ের 'হর-মুণ্ড মালিনী উৎসব' উদযাপিত হয়।
ইত্তেফাক/এসএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা