Posts

Showing posts from December 29, 2017

পুতিন: সেন্ট পিটার্সবার্গে জঙ্গি হানাই

Image
       রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র। স্থানীয় সময় সন্ধে পৌনে সাতটা। গত কাল প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছিল সেন্ট পিটার্সবার্গের একটি সুপারমার্কেট। কেউ নিহত না হলেও ঘটনায় ১৩ জন জখম হয়েছেন। এর মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় না নিলেও আজ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘‘আপনারা ভাল করেই জানেন, এটা একটা জঙ্গি হামলা।’’ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুপারমার্কেটে ঢোকার আগে যেখানে জিনিস রেখে যেতে হয় ক্রেতাদের, সেখানেই লকারের মধ্যে বিস্ফোরক ছিল। পুলিশ জানিয়েছে, ২০০ গ্রাম টিএনটি-র সমান শক্তিশালী বিস্ফোরকটি ঘরেই বানানো হয়েছিল। তার ভিতরে ছিল ধারালো ধাতব পদার্থ। তদন্তকারী কমিটির মুখপাত্র শ্বেতলানা পেত্রোঙ্কো বলেন, ‘‘ঠিক কী বিস্ফোরক ছিল, তা এখনও জানা যায়নি। সব দিক মাথায় রেখেই তদন্তের কাজ এগোচ্ছে।’’ এপ্রিলেও সেন্ট পিটার্সবার্গে মেট্রোয় আত্মঘাতী জঙ্গি হামলায় ১৫ জন নিহত হন। সে বার আল কায়দার শাখা সংগঠন দাবি করে, মুসলিম রাষ্ট্রগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যে দেশগুলো, তাদের জন্য এই বার্তা। আজ সেনার এক বৈঠকে ‘সন্ত্রাস হাম...

‘সর্বজিতের স্ত্রীর সিঁদুরও মুছে দিয়েছিল পাক পুলিশ’

Image
পাক প্রশাসনের বিরুদ্ধে এ বার সরব হলেন সর্বজিতের বোন দলবীর কউর। ফাইল চিত্র। সাক্ষাত্ পর্বের নামে প্রহসন শুধু  কূলভূষণে র পরিবারের সঙ্গেই ঘটেনি, একই রকম নিষ্ঠুর ব্যবহার করা হয়েছিল সর্বজিতের পরিবারের সঙ্গেও। পাক প্রশাসনের সীমাহীন অমানবিকতা, অসৌজন্য এবং অভব্য আচরণের বিরুদ্ধে এ বার সরব হলেন সর্বজিতের বোন দলবীর কউর। কাচের পুরু দেওয়ালের ওপার থেকে মা এবং স্ত্রীকে মঙ্গলসূত্র এবং টিপ ছাড়া দেখে চমকে উঠেছিলেন পাক জেলবন্দি কূলভূষণ যাদব। পাকিস্তান থেকে ফিরে এসে কূলভূষণের মা অবন্তী যাদব এবং স্ত্রী চেতনকুল জানিয়েছিলেন তাঁদের চরম হেনস্থার কথা। কী ভাবে মঙ্গলসূত্র এবং টিপ খুলতে বাধ্য করা হয়েছিল। কী ভাবে খালি পায়ে ফিরতে বাধ্য করা হয়েছিল। এমনকী ইংরাজি এবং হিন্দি ছাড়া কথা বলার অধিকারটুকু ছিনিয়ে নেওয়া হয়েছিল তাঁদের থেকে। Ads By  Datawrkz পাক প্রশাসনের যে অসংবেদনশীল আচরণের মুখোমুখি হয়েছিলেন অবন্তী যাদব এবং চেতনকুল, সেই একই হেনস্থার প্রাচীর পেরোতে হয়েছিলেন সর্বজিতের স্ত্রী সুখপ্রীত কউর, দুই মেয়ে স্বপনদ্বীপ ও পুনম, এবং বোন দলবীর কউরকেও। শুধু সময়টা আলাদা। আরও পড়ুন:   ...

কেন খাবেন আমলকির রস

Image
আমলকির বহুবিধ গুণ। ত্বক ডিটক্স করার জন্য আমলকির দোসর হয় না। রক্ত পরিশ্রুতও করে আমলকি। তা ছাড়া বিভিন্ন ভিটামিনের সমাহার ত্বক এবং চুলে পুষ্টিও জোগায়। এক ঝলকে দেখে নিন আমলক ...     বাড়িয়ে নিন

শনিবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

Image
শনিবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে দিনটি। আজ থেকে প্রায় ৮৭৭ বছর আগে হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (র.) ইন্তেকাল করেন। তার ওফাতের দিনটি মুসলমানদের কাছে ফাতেহা-ই-ইয়াজদাহম নামে পরিচিত। ইয়াজদাহম ফারসি শব্দ। যার অর্থ এগারো। ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে রবিউস সানি মাসের ১১ তারিখ বোঝায়। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শনিবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। ঢাকার আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়াসহ বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।  সমকাল প্রতিবেদক

ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তায় "ভয়ংকর গাড়ি" ! পৃথিবীর আর কারো নেই, দেখুন গাড...

Image

জেএসসি, জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ শনিবার

Image
চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল শনিবার প্রকাশ করা হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এর আগে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি ও জেডিসির ফলের কপি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করবেন। একই সঙ্গে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। ফল প্রকাশের পর শেখ হাসিনা দেশের কয়েকটি স্কুলের সঙ্গে ভিডিও কনফারেন্সও করতে পারেন। পরে দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। অন্যদিকে, দুপুর ১টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের সম্মেল...

কেমন হবে মঙ্গল গ্রহের ঘরবাড়ি?

Image
সৌরজহৎ নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। চলছে গবেষণাও। আর সেই ধারাবাহিতায় মঙ্গল গ্রহে বাস করতে গেলে ঘরবাড়ি কেমন হতে হবে, তা নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত ‘মারস সিটি ডিজাইন’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একটি দল। মঙ্গল গ্রহে টিকে থাকতে টেকসই শহর তৈরির নকশা দিয়েছেন তারা।  ‘রেডউড ফরেস্ট’ নামের ওই নকশায় গম্বুজ বা গাছের বাসস্থান তৈরির বিষয়টি তুলে ধরা হয়েছে। যেখানে একটি বাড়িতে ৫০ জন মানুষ থাকতে পারবে। ওই গম্বুজে উন্মুক্ত ও মানুষের চলাফেরার জায়গার পাশাপাশি গাছপালা ও প্রচুর পানি থাকবে। মঙ্গলের উত্তর দিকের সমভূমি থেকে পানি উৎপাদন ও ফসল সংগ্রহ করা হবে। গাছের বাসস্থান মূলত মাটির নিচের টানেলের ওপর তৈরি বিশেষ ঘর। এতে ব্যক্তিগত চলাফেরার জায়গার পাশাপাশি আরেকজনের ঘরে যাওয়া ও যোগাযোগের সুযোগ থাকবে। এভাবে ১০ হাজার মানুষের একটি শহর গড়ে তোলা সম্ভব। এগুলো গাছের মূলের মতো কাজ করবে। সংযোগ ছাড়াও মূলের মতো টানেলগুলো এখানকার মানুষকে মহাজাগতিক বিকিরণ, গ্রহাণুর ধুলা ও চরম তাপবৈচিত্র্য থেকে সুরক্ষা দেবে।  এ ব্যাপারে এমআইটির গবেষক ভ্যালেনটিনা সুমিনি বলেন, ‘মঙ্...

আজ রাতেই পৃথিবীতে আঘাত হানতে পারে এই গ্রহাণু!

Image
                                                          ফাইল ছবি পৃথিবীর দিকে ঘন্টায় ৩৪ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে একটি গ্রহাণু৷ আজ বৃহস্পতিবার রাতেই পৃথিবীর উপরে এটি আছড়ে পড়তে পারে৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে আজই৷  বিজ্ঞানীদের মতে, এই বিশেষ গ্রহাণুটির নাম ২০১৭ YZ4৷ বড়দিনের দিন এটি প্রথম পৃথিবীর খুব কাছে আসে৷ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ২লক্ষ ২৪ হাজার কিলোমিটার৷ সেই একই দূরত্বে চলে এসেছিল গ্রহাণুটিও৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিশেষ গ্রহাণুটি ১৫ মিটার চওড়া৷ আজ রাতে এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে৷ নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি পৃথিবীর পক্ষে বেশ বিপজ্জনক হতে পারে৷ যদি এটি নির্ধারিত দূরত্ব পেরিয়ে আরও কাছে এসে যায় পৃথিবীর৷  বিজ্ঞানীরা আরো জানাচ্ছেন, যদি পৃথিবী এবং গ্রহাণুটির মধ্যেকার দূরত্ব ৭ লক্ষ ৪০ হাজার ৩০০ কিলোমিটারের কাছাকাছি চলে আসে তাহলে তা যেকোন মুহূর্তে পৃথিবীর উপরে ...

কলকাতা ও দিল্লিতে যুদ্ধের হুমকি আল কায়দার

Image
কাশ্মির জয় করতে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকে যুদ্ধক্ষেত্র বানাতে হবে। কলকাতা-দিল্লি ও বেঙ্গালুরুর নাম করে, শহরগুলোতে হামলার হুমকি দিল জঙ্গি সংগঠনটি। তাৎপর্যপূর্ণভাবে, ভারতের বিভিন্ন শহরের উল্লেখ আগে করলেও কলকাতার নাম আল কায়দার মতো কোনো জঙ্গি সংগঠনের মুখে এই প্রথম শোনা গেল। কিন্তু কাশ্মির জয়ের সঙ্গে এই শহরগুলোর সম্পর্ক নিয়ে মঙ্গলবার রাতে অনলাইন জিহাদি মঞ্চে একটি ভিডিও প্রকাশ করে সেই ব্যাখ্যাই দিয়েছে এদেশে আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতা উসামা মেহমুদ। খবর আনন্দবাজার পত্রিকার কাঁপা হাতে তোলা ভিডিও ফুটেজে শোনা গেছে মেহমুদের হুমকি ভারতীয় সেনা ও হিন্দু সরকার পরিচালিত শান্তির দুনিয়াকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে হবে। তার কথায়, কলকাতা, বেঙ্গালুরু বা দিল্লি যদি আক্রান্ত হলেই হুঁশ ফিরবে। কাশ্মিরের উপর থেকে মুঠো আলগা হবে।  ওই নেতার দাবি, কাশ্মিরকে হাতে রাখতে এই মুহূর্তে উপত্যকায় মোতায়েন রয়েছে প্রায় ৬ লাখ ভারতীয় সেনা। অন্য শহরে আক্রমণ চালালে সেই সেনা সরাতে বাধ্য হবে ভারত। আর তখনই কাশ্মিরের উপর থেকে সেনা-রাশ আলগা হবে। আর তাতেই নাকি মুক্তির স্বাদ পাবে নাকি উপত্যকা!  গোয়েন...

যুক্তরাষ্ট্র সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় মর্মাহত মিয়ানমার

Image
মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর সহিংসতা চালানোর জন্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্র মিয়ানমারের এক জেনারেলের ওপর টার্গেটেড নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে মিয়ানমার সরকার মর্মাহত হয়েছে বলে দেশটির কার্যত সরকার প্রধান অং সান সু চির কার্যালয়ের মুখপাত্র জ হতয় জানিয়েছেন। বাতা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, মেজর জেনারেল মং মং সোয়ের বিরুদ্ধে তথ্য-প্রমাণ ছাড়াই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। প্রসঙ্গত, মং মং সো নামের ওই সেনা কর্মকর্তা দেশটির পশ্চিমাঞ্চলীয় কমান্ডের শীর্ষ পদে নিয়োজিত ছিলেন। রাখাইন প্রদেশ ওই কমান্ডের আওতাধীন। মং সোর নেতৃত্বেই সেখানে নিধনযজ্ঞ চালায় সেনাবাহিনী। জ হতয় বলেন, সেনাবাহিনীর নৃশংসতার নির্ভরযোগ্য তথ্য ও শক্ত প্রমাণ পেলে মিয়ানমার পদক্ষেপ নেবে। রয়টার্সের দুই সাংবাদিক আবারো রিমান্ডে মিয়ানমারে আটক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ১৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার তাদের আদালতে তোলা হলে এ রিমান্ড মঞ্জুর করা হয়। আটক হওয়ার পর এই দুই সাংবাদিককে গতকাল প্রথমবারের মতো জনসম...

স্বীকৃতির প্রতিদানে ট্রাম্পের নামে রেলস্টেশন নির্মাণ করছে ইসরায়েল

Image
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার পর থেকে বিশ্বজুড়ে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই ইসরায়েলের। প্রতিদান হিসেবে জেরুজালেমের নতুন একটি রেলস্টেশনের নাম ট্রাম্পের নামে করতে চলেছে নেতানিয়াহু সরকার।  দেশটির যোগাযোগমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, পরিকল্পনাটি এখন প্রাথমিক পর্যায়ে আছে। জেরুজালেমের আগামী বছর নাগাদ  নতুন ওই রেললাইনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এটি তেলআবিব ও জেরুজালেমের মধ্যে সংযোগ স্থাপন করবে। এটি চালু হলে দুই শহরের মধ্যে যাতায়াতে ৩০ মিনিটেরও কম সময় লাগবে। ৩৫ মাইল দীর্ঘ ওই রেললাইনের ‘ওয়েস্টার্ন ওয়াল’এলাকার একটি রেলস্টেশন ট্রাম্পের নামে করার পরিকল্পনা করছে ইসরায়েল সরকার।  যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র আভনার আভাদিয়া জানান, রেল প্রকল্পটি বাস্তবায়নে ২শ কোটি ডলার খরচ হবে। অনুমোদন পেলে চার বছরের মধ্যে এটির কাজ সমাপ্ত হবে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যাপরে গত ২১ ডিসেম্বর মার্কিন সিদ্ধান্তের বিপক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয়েছে। তবে এই প্রস্তাব মানবে না ব...

গুয়েতেমালার দূতাবাস স্থানান্তরে যুক্তরাষ্ট্রের চাপ নেই

Image
ইসরাইলে গুয়েতেমালার দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপ ছিল না। বুধবার এমনটাই জানিয়েছেন মধ্য আমেরিকার এ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সান্দ্রা জোভেল। গুয়েতমালা সিটিতে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গুয়েতেমালার এমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপ ছিল না। এটি ছিল সরকারি সিদ্ধান্ত। গুয়েতেমালার বৈদেশিক নীতিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়। রবিবার ইসরাইলে গুয়েতেমালার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়া হবে দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেসের এমন ঘোষণার পর তিনি এ বিবৃতি দিলেন। ইসরাইলে মার্কিন দূতাবাস স্থানান্তর করে পবিত্র নগরী জেরুজালেমে নেয়া হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে গুয়েতেমালা তার পদাঙ্ক অনুসরণ করলো। তবে কবে নাগাদ তারা দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেবে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের মতো গুয়েতেমালাও কিছু উল্লেখ করেনি। ইত্তেফাক/এমআর

সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ‘ছাড়’ পাচ্ছে আইএস

Image
তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী আন্তর্জাতিক জোট বুধবার অভিযোগ করেছে যে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় জিহাদিদের ছাড় দিচ্ছেন। খবর এএফপি’র। ব্রিটিশ সেনাবাহিনীর মেজর জেনারেল ফেলিক্স গেডনি সাংবাদিকদের বলেন, ‘অবস্থা দেখে মনে হচ্ছে জিহাদিরা সিরিয়া সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় কোনো ধরনের বাধা ছাড়াই প্রবেশ করছে। এতে এটাই প্রতীয়মান হচ্ছে যে সিরিয় সরকার দেশটির অভ্যন্তরে আইএস জঙ্গিদের পরাস্ত করতে অনিচ্ছুক অথবা অসমর্থ।’ তিনি জানান, সিরিয় সরকার নিয়ন্ত্রিত এলাকায় আইএস জিহাদিদের পিছু নেয়ার কোনো পরিকল্পনা জোটের নেই। এসব এলাকায় আইএস জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এএফপি। ইত্তেফাক/সেতু

৩৮তম বিসিএসের প্রিলি পরীক্ষা আজ

Image
৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুইশো নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে দুটি করে মেটাল ডিটেক্টর থাকবে। নারী পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে সহায়তায় থাকবে নারী পুলিশ সদস্য। ইতিমধ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ জিনিসপত্র পাওয়া গেলে পিএসসি অধীনে অনুষ্ঠিত সব পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হবে। বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার নিষিদ্ধ থাকবে। সময় জানানোর জন্য পরীক্ষা কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে। ইত্তেফাক/এমআর