পুতিন: সেন্ট পিটার্সবার্গে জঙ্গি হানাই
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র। স্থানীয় সময় সন্ধে পৌনে সাতটা। গত কাল প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছিল সেন্ট পিটার্সবার্গের একটি সুপারমার্কেট। কেউ নিহত না হলেও ঘটনায় ১৩ জন জখম হয়েছেন। এর মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় না নিলেও আজ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘‘আপনারা ভাল করেই জানেন, এটা একটা জঙ্গি হামলা।’’ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুপারমার্কেটে ঢোকার আগে যেখানে জিনিস রেখে যেতে হয় ক্রেতাদের, সেখানেই লকারের মধ্যে বিস্ফোরক ছিল। পুলিশ জানিয়েছে, ২০০ গ্রাম টিএনটি-র সমান শক্তিশালী বিস্ফোরকটি ঘরেই বানানো হয়েছিল। তার ভিতরে ছিল ধারালো ধাতব পদার্থ। তদন্তকারী কমিটির মুখপাত্র শ্বেতলানা পেত্রোঙ্কো বলেন, ‘‘ঠিক কী বিস্ফোরক ছিল, তা এখনও জানা যায়নি। সব দিক মাথায় রেখেই তদন্তের কাজ এগোচ্ছে।’’ এপ্রিলেও সেন্ট পিটার্সবার্গে মেট্রোয় আত্মঘাতী জঙ্গি হামলায় ১৫ জন নিহত হন। সে বার আল কায়দার শাখা সংগঠন দাবি করে, মুসলিম রাষ্ট্রগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যে দেশগুলো, তাদের জন্য এই বার্তা। আজ সেনার এক বৈঠকে ‘সন্ত্রাস হাম...