গুয়েতেমালার দূতাবাস স্থানান্তরে যুক্তরাষ্ট্রের চাপ নেই

গুয়েতেমালার দূতাবাস স্থানান্তরে যুক্তরাষ্ট্রের চাপ নেই
ইসরাইলে গুয়েতেমালার দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপ ছিল না। বুধবার এমনটাই জানিয়েছেন মধ্য আমেরিকার এ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সান্দ্রা জোভেল।
গুয়েতমালা সিটিতে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গুয়েতেমালার এমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপ ছিল না। এটি ছিল সরকারি সিদ্ধান্ত। গুয়েতেমালার বৈদেশিক নীতিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়।
রবিবার ইসরাইলে গুয়েতেমালার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়া হবে দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেসের এমন ঘোষণার পর তিনি এ বিবৃতি দিলেন।
ইসরাইলে মার্কিন দূতাবাস স্থানান্তর করে পবিত্র নগরী জেরুজালেমে নেয়া হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে গুয়েতেমালা তার পদাঙ্ক অনুসরণ করলো। তবে কবে নাগাদ তারা দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেবে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের মতো গুয়েতেমালাও কিছু উল্লেখ করেনি।
ইত্তেফাক/এমআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা