Posts

Showing posts from November 7, 2017

প্রার্থনা করি যেন উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ না করতে হয়: ট্রাম্প

Image
উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ বিষয়ে আলোচনার জন্য ‘টেবিলে বসার’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় সফররত ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে সিউলে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমি স্রষ্টার কাছে প্রার্থনা করেন যাতে উ. কোরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করা না লাগে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন, আগুন ও প্রমত্ত শক্তি নিয়ে উত্তর কোরিয়াকে জবাব দেয়া হবে। ট্রাম্প ৫ টি এশিয়া দেশ সফরের লক্ষ্যে এসেছেন যেখানে উ. কোরিয়ার পারমাণবিক হুমকির বিষয়টি আলোচ্যসূচির সবার উপরে রয়েছে। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও মুন উ. কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার এই বিষয়ে আলোচনার টেবিলে আসাটা যৌক্তিক এবং সঠিক কাজটা করা। কারণ এটি শুধু উ. কোরিয়া নয় বরং পুরো মানবতার জন্য। এই অঞ্চলে ব্যাপক সামরিক বাহিনী মোতায়েন করলে ট্রাম্প বলেন, আমি স্রষ্টার কাছে প্রার্থনা করি যেন উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে না হয়। দুই নেতা চীন ও রাশিয়াকে পিয়ংইয়ংয়ের উপর চাপ দিতে...

পরীক্ষার কেন্দ্রের আশেপাশে ফটোস্ট্যাট দোকান বন্ধ থাকবে’

Image
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ডেন্টাল কোর্স (বিডিএস) ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার কেন্দ্র সংলগ্ন এলাকায় সকল ফটোস্ট্যাট দোকান বন্ধ রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। আগামী ১০ নভেম্বর বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।  পরীক্ষা কেন্দ্রে ঘড়িসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ এতে সভাপতিত্ব করেন। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সভা থেকে আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, কঠোর ও নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে প্রশ্নপত্র পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। তাই প্রশ্নপত্র ফাঁসের বিন্দুমাত্র সুযোগ নাই। ইতোমধ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সকল মেডিকেল ভর্তি কোচিং বন্ধ করা হয়েছে। এবারের বিডিএস ভর্তি পরীক্ষার সরকারি ৫৩২ এবং বেসরকারি এক হাজার ৩৮৫ আসনের...

বাহুবলীকে বিয়ে করতেই হবে দেবসেনার, দাবি ভক্তদের!

Image
প্রত্যাশাপূরণ করেই 'বাহুবলী-১'-এর মতোই মেগাহিট হয়েছে বাহুবলী-২। পরিচালক এস এস রাজামৌলির সেই সিনেমায় প্রভাসের বিপরীতে আলাদা করে নজর কেড়ে নিয়েছেন দেবসেনা ওরফে আনুশকা শেট্টি। আজ মঙ্গলবার ৩৬ বছরে পা দিলেন আনুশকা। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা যেমন পেয়েছেন ভক্তদের কাছ থেকে, তেমনই অবাক করে দেওয়ার মতো একটি অনুরোধ এসেছে তাদের কাছ থেকে। ভক্তদের দাবি, এখন বাহুবলীকে বিয়ে করতেই হবে দেবসেনার। খ্যাতির বিড়ম্বনা বোধহয় একেই বলে।   আনুশকার ভক্তদের ইচ্ছা, এবার যেন বাহুবলীর সঙ্গে জুটি বাঁধেন দেবসেনা। মাঝখানে জল্পনা রটেছিল প্রভাস ও আনুশকা নাকি চুটিয়ে প্রেম করছেন। সেই জল্পনা স্বীকার বা অস্বীকার কিছুই করেনি তারকা জুটি। তাই জল্পনা ছড়িয়েছে ঝড়ের গতিতে। এবার আনুশকার জন্মদিনে উঠল তাদের বিয়ের দাবি।     বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

বংশ রক্ষার্থে পুত্রবধূকে ধর্ষণ!

Image
ভারতের মুম্বাই শহরের ভিরারের ঘটনা এটি।  সম্প্রতি ২৫ বছরের এক যুবতী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তার স্বামী নিজে অক্ষম।  তাই বংশ রক্ষার্থে স্বামীই তাকে জোর করেছেন শ্বশুর এবং এক চিকিৎসকের শয্যাসঙ্গিনী হওয়ার জন্য।   সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নীকেশ গিরি নামে ওই মহিলার স্বামী যৌনমিলনে অক্ষম। তাই তার বাবাই পুত্রবধূকে ধর্ষণ করার চেষ্টা করে। মহিলা আরও অভিযোগ করেন যে, অনিল যাদব নামে এক চিকিৎসকের সঙ্গেও যৌনমিলনে তাঁকে জোর করে নীকেশ।   ১০৬ সালের মার্চ মাসে অভিযোগকারিনী মহিলার সঙ্গে বিয়ে হয় নীকেশের। ফুলশয্যার রাতেই নীকেশ তার স্ত্রীকে জানিয়ে দেয় তার অক্ষমতার কথা। এবং সে রাতেই নীকেশ ঘর থেকে নিজে বেরিয়ে গিয়ে, চিকিৎসক অনিলকে পাঠিয়ে দেয় সদ্য বিবাহিত স্ত্রীয়ের কাছে।   মুম্বাই পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গিরি পরিবার তাদের পুত্রবধূকে বিবাহবিচ্ছেদে রাজি হওয়ার জন্য শাসিয়েছে।   প্রসঙ্গত, নীকেশ গিরি ও তার বাবা পান্নালালের সঙ্গে তাদের ওই ঘৃণ্য কাজে মদত করত নীকেশের মা ও বোন। খবর এবেলা। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

সিলেটে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় নিহত ৬

Image
সিলেটের কানাইঘাটে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে পাঁচ কিশোরসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কানাইঘাট উপজেলার লোভা নদীর তীরবর্তী মোলাগুল বাংলাটিলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিহতরা হলো কানাইঘাট উপজেলার চান্দালা বাংলাটিলা গ্রামের ইউনূস মিয়ার ছেলে জাকির (১৬), আলমাছ মিয়ার ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মোছাব্বির মিয়ার ছেলে মারুফ (১৩), জন মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) ও একই গ্রামের সুন্দর আলী (৩৫)। এদের মধ্যে পাঁচ কিশোর স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, কানাইঘাটের ডাউকেরগুল নেছারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল চলছিল। ওয়াজ উপলক্ষে বসা হাটে কেনাকাটা করার জন্য ওই কিশোররা বাংলাটিলায় নদীর তীর থেকে পাথর তুলতে যায়। এসময় নদীর তীরের টিলা ধসে পড়ে তারা চাপা পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করা হয়। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেটি পাথর কোয়ারি নয়। নিহতরা চুরি করে নদীর তীরের টিলা কেটে পাথর উত্...

পৃথিবীতে জন্ম নেওয়ার আগে মঙ্গলে থাকতেন রাশিয়ার এই যুবক!

Image
পৃথিবীতে জন্ম নেওয়ার আগে নাকি মঙ্গলে থাকতেন। সেখানকার প্রাণীদের বিস্তারিত বর্ণনাও দিয়েছেন রাশিয়ার যুবক ২০ বছর বয়সী বরিস্কা। এরপর থেকেই তাকে এক প্রকার মানুষরূপী এলিয়েনই মনে করেছিলেন বিজ্ঞানীরা।   বরিস্কার মা-বাবা জানান, ছোটবেলা থেকেই বরিস্কা মহাকাশ, গ্রহ উপগ্রহ নিয়ে একাধিক কথা বলতেন। অথচ এগুলোর কোনও কিছুই সেই বয়সে তিনি পড়েননি। এমনকী ভিনগ্রহের প্রাণী এবং সেখানকার সভ্যতা নিয়েও কথা বলতেন বরিস্কা। মাত্র ২ বছর বয়সেই অনায়াসে লেখাপড়া করতে পারতেন তিনি। তাতে অবাক হয়ে গিয়েছিলেন চিকিৎসকরাও।   সবচেয়ে অবাক করে দিয়ে বিজ্ঞানীদের বরিস্কা বলেছিলেন,  মঙ্গলগ্রহের প্রাণীরা সাধারণত সাত ফুট লম্বা হন। সেখানে এখনও প্রাণের অস্তিস্ত আছে। লালগ্রহের অভ্যন্তরে তাঁরা বাস করেন। কার্বনডাই অক্সাইডেই চলে শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া। পারমাণবিক বিপর্যয়ের কারণেই মঙ্গল গ্রহের উপরে আর প্রাণের অস্তিত্ব নেই। সেখানকার প্রাণীরা নাকি অমর এবং ৩৫ বছর হলেই তাদের বয়স থমকে যায়।   বরিস্কা আরও জানান, প্রযুক্তিগত দিক থেকে মানুষের তুলনায় অনেক বেশি আধুনিক। তারা এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্র...

একটি কুকুর দোকানে আসল.

Image
রাতের বেলা এক দোকানদার নিজের দোকান বন্ধই করতে যাচ্ছিল, এমন সময় একটি কুকুর দোকানে আসল..... গাধাটা....???" জীবনেরও এই একই সত্য....  মুখে একটা বাজার করার ব্যাগ ছিল, যার মধ্যে জিনিষের লিষ্ট আর টাকা ছিল....... দোকানদার টাকা নিয়ে জিনিষপত্র ব্যাগে ভরে দিল...... কুকুর ব্যাগ মুখে উঠিয়ে নিল আর চলে যাচ্ছিল...... দোকানদার আশ্চর্যান্বিত হয়ে কুকুরের পিছে পিছে গেল এটা দেখার জন্য যে, এতো সমঝদার কুকুরের মালিক কে...... কুকুর বাস স্টপে দাঁড়িয়েছিল, একটা বাস এলো আর কুকুর এতে চড়ে গেল..... কন্ডাক্টরের কাছে আসতেই কুকুর ঘাড় বাড়িয়ে দিল, তার গলার বেল্টে টাকা আর ঠিকানা লিখা ছিল..... কন্ডাক্টরও টাকা নিয়ে টিকিট কুকুরের গলার বেল্টে রেখে দিল..... নিজের স্টপ আসতেই কুকুর সামনের দরজার সামনে এগিয়ে এলো আর লেজ নাড়িয়ে কন্ডাক্টরকে ইশারা দিল আর বাস থামতেই নেমে চলতে আরম্ভ করল..... দোকানদারও পিছে পিছে চলছিল..... কুকুর ঘরের সামনে এসে নিজের পা দিয়ে দরজায় দুই তিনবার নক করল...... ভেতর থেকে তার মালিক এল আর লাঠি দিয়ে কুকুরের পিঠে কয়েক ঘাঁ বসিয়ে দিল...... দোকানদার আরো আশ্চর্যান্বিত হয়ে ঘরের মালিককে এর কারন জিজ্ঞেস করল.......

পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের হেনস্থা করলে সাথে সাথে রুখে দাঁড়ান:ফারুকী

Image
সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে কিছু উগ্র ইসলামিক সাম্প্রদায়িক গোষ্টি।এসব মৌলবাদী উগ্র গোষ্টিগুলো বাংলাদেশের শান্তিপ্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থানে হয়রানি করার চেষ্ঠা চালাচ্ছে বলে নানান সূত্রে অভিযোগ পাওয়া গেছে। মিয়ানমার রাখাইন রাজ্যে চলমান সহিংসতাকে কেন্দ্র করে এদেশের সকল বৌদ্ধ সম্প্রদায়ের উপর উস্কানি ছড়াচ্ছে। চট্টগ্রামসহ দেশের কতিপয় এলাকায় সাম্প্রদায়িক হয়রানির শিকার হওয়া অনেক ব্যক্তি্র সাথে কথা বলে জানা গেছে তাদেরকে “বার্মিস”বলে হেনস্হা  করছে। এসব ভুক্তভোগীরা পাবলিক্যালি বাজার,কলেজ,ভার্সিটি ও বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছে। বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তিদের দেখলে বৌদ্ধ সন্ত্রাসী বলে অনেকে আখ্যায়িত করছে।বিশেষ করে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় তারা হয়রানির শিকার হচ্ছে। চট্টগ্রাম ফেরীপোর্ট এলাকায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আদিবাসী নানান শ্রেণীর পাহাড়ি পেশাজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা এসব সাম্প্রদায়িক হয়রানির শিকার হচ্ছে। এছাড়া পাহাড়িদের অনেক জায়গায় হামলা করেছে বলেও খবর...

ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য-লস্করের জঙ্গি এসেছিলেন মোদীকে হত্যা করতে কিন্তু...

Image
ডেস্ক: সম্প্রতি এক খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে হত্যা করার জন্য  পরিকল্পনাকারী লস্কর আতঙ্কবাদীকে শুক্রুবার গ্ রেপ্তার করেছে মুরাদাবাদের পুলিশ।মুরাদাবাদের পুলিশ জাল নথি রাখার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।তাদের কাছ থেকে পাওয়া নথির মধ্যে জাল পাসপোর্টও মিলেছে।আপনাদের জানিয়ে রাখি অভিযুক্তদের এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল বেআইনি অস্ত্রশস্ত্র রাখার জন্য।কিন্তু বেল পেয়ে তারা এতদিন বাইরে ছিল।টাইমস অফ ইন্ডিয়াতে ছাপা খবর অনুযায়ী অভিযুক্ত ফারহান আহমেদ আলী বয়স ৪৮ বছর যিনি লস্কর-ই-তালিব এর সাথে যুক্ত।ওই বছর অর্থাৎ ২০১১ সালে ওই অভিযুক্ত কুয়েতে যাত্রা করেছিলেন কিন্তু আইন অনুযায়ী বেল পাওয়া অপরাধী দেশের বাইরে যেতে পারে না।স্পষ্টতই আলী আইন ভঙ্গ করেছিলেন।আলীর মতো আরেক লস্কর আতংকবাদিকে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির নিজামুদ্দিন স্টেশন থেকে।যার কাছ থেকে অনেক অস্ত্রশস্ত্র,আরডিএক্স পাওয়া গেছিলো Source : নরেন্দ্র মোদী সমর্থক

৩৭তম বিসিএসের মৌখিক ও ৩৮তম’র প্রিলির তারিখ নির্ধারণ

Image
৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলতি মাসের ২৯ তারিখে এবং ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে ৩৯তম বিশেষ বিসিএসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে থেকে চূড়ান্ত হয়ে এলে পরীক্ষা গ্রহণের পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) একটি বিশেষ বৈঠকে ৩৭, ৩৮ ও ৩৯তম বিসিএসের বিষয়ে এসব চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৩৭তম বিসিএসের ভাইভা ২৯ নভেম্বর, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় কেবল প্রিলিমিনারি এবং ভাইভা অনুষ্ঠিত হবে। সেখানে লিখিত পরীক্ষা হবে না। তাই ৩৯তম বিশেষ বিসিএসের আয়োজনের জন্য নতুন করে বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত হয়েছে- যার খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হয়ে এলে পরীক্ষাবিষয়ক পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য, ৩৮তম বিসিএসের আবেদন কার্যক্রম গত ১০ আগস্ট শেষ হয়েছে। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন। এ বিসিএসে ...

চিটাগং ভাইকিংসের সুন্দর শুরু

Image
আজ মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগাং ভাইকিংস। টস জেতো ফিল্ডিংয় নাও’—এবারের বিপিএলে এটিই যেন আপ্তবাক্য হয়ে উঠেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের চারটি ম্যাচের ধারাবাহিকতায় আজও টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক মোহাম্মদ নবী। আজ কুমিল্লার প্রতিপক্ষ প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলতে নামা চিটাগং ভাইকিংস। চিটাগংকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।  চিটাগংয়ের ‘আইকন’ সৌম্য সরকার। অন্যদিকে চিটাগাংয়ের ‘ঘরের ছেলে’ তামিম ইকবাল এবার কুমিল্লার ‘আইকন’। যদিও চোট থেকে এখনো মুক্তি পাননি, তাই আজও তিনি মাঠের বাইরেই থাকছেন। নিজেদের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ৪ উইকেটে হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। এই প্রতিবেদন লেখার সময় ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটামুটি ভালোই করেছে চিটাগং। ৩ ওভার শেষেই ৩০ রান তুলে ফেলেছে তারা। সৌম্য সরকার ১০ আর লুক রনকি ১৯ রানে অপরাজিত আছেন। দুই দলে যারা যাঁরা খেলছেন... কুমিল্লা ভিক্টোরিয়ানস:  ইমরুল কায়েস, লিটন দাস (উইকেট রক্ষক), মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, মোহাম্মদ নবী (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, মোহ...

জেসিয়াকে ভোট দিতে চান?

Image
মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার নতুন বিভাগ ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ গত রোববার অংশ নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। এই বিভাগে নিজের বিশ্বসুন্দরী হওয়ার উদ্দেশ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভালো-খারাপ দিক নিয়ে কথা বলেন জেসিয়া। দর্শকদের এ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করতে ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই বিভাগে জেসিয়াকে জয়ী করতে বাংলাদেশের যে কেউ ভোট দিতে পারবেন। এর আগের ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে বিজয়ীর নাম ঘোষণার আগে পর্যন্ত জেসিয়াকে ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোট দিতে চাইলে যা করতে হবে— · প্রথমেই যেতে হবে ‘মিস ওয়ার্ল্ড’-এর ওয়েবসাইটে  www.missworld.com । ভোট দেওয়ার জন্য প্রথমে এই ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ওয়েবসাইটের স্ক্রিনের ডান দিকের log in আইকনে ক্লিক করতে হবে। sign up অপশনে ক্লিক করে নিজের নাম, ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে। আর আগে থেকেই নিবন্ধন করা থাকলে sign in অপশনে গিয়ে শুধু নিবন্ধিত নাম ও ই-মেইল ঠিকানা দিয়েই ভোট করতে পারবেন। · নিবন্ধনের পর ওয়েবসাইটের vote অপশনে গিয়ে জেসিয়ার পেজে ঢুকতে হবে। পেজের নিচে বাম দিকে vote for me লেখা অপশন...