Posts

Showing posts from September 29, 2017

ল্যাট্রিনে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

Image
মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে ল্যাট্রিনে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাবিল আহমদ (২২) ও বাদল মিয়া (১৭)। তারা ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়ার ছেলে অটোরিকশা চালক আকিব উদ্দিনের (২০) একটি মোবাইল ফোন বাড়ির কাচা ল্যাট্রিনে পড়ে যায়। ছোট ভাই বাদল মিয়া সেটি খুঁজতে গিয়ে অসাবধানতাবশত ল্যাট্রিনের ভেতরে পড়ে যায়। ছোট ভাইকে বাঁচাতে গেলে বড়ভাই নাবিল আহমদও ল্যাট্রিনের গভীর গর্তে পড়ে যায়। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাদেরকে উদ্ধারে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস এসে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে। বড়লেখা থানার ওসি তদন্ত দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ইত্তেফাক/জামান

রোহিঙ্গাদের ‍ওপর জাতিগত নিধন বা গণহত্যা হয়নি : মিয়ানমার

Image
মিয়ানমারে কোনো জাতিগত নিধন বা গণহত্যার মতো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে মিয়ানমার। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ডাকা বৈঠকে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ দাবি করেন। উন্মুক্ত আলোচনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধের আহ্বান জানিয়ে উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে তিনি একথা বলেন। বহস্পতিবার নিরাপত্তা পরিষদের এই বৈঠক শুরু হয়। যেখানে মিয়ানমারের নিরাপত্তা পরিষদ উপদেষ্ট উ থাং টুন বলেন, ‘মিয়ানমারে কোনো জাতিগত নিধন বা গণহত্যার মতো ঘটনা ঘটেনি। এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বর্তমানে আমরা যে পরিস্থিতি মোকাবেলা করছি সেটা ধর্মীয় নয়, সন্ত্রাসবাদের কারণে।’   এর আগে বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার থেকে প্রায় অর্ধ মিলিয়ন রোহিঙ্গা মুসলিম শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যাতে মানবিক বিপর্যয় ঘটেছে। এটা চরমপন্থাকে উস্কে দিতে পারে।’ এই জনগোষ্ঠীর উপর হত্যা, অগ্নিসংযোগ, মাইন পুতে রাখা, যৌন সহিংসতার মতো ঘটনা ঘটেছে। উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালিও। ...

চক্রান্তের শিকার বাংলাদেশ

Image
রোহিঙ্গা ইস্যু বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত। রাখাইনে সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের ঢল অব্যাহত রয়েছে। এক পয়েন্ট দিয়ে প্রবেশে জটিলতা হলেও অন্য পয়েন্ট দিয়ে আবারো বাংলাদেশ সীমানায় চলে আসছে তারা। আশ্রয় নিচ্ছে উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে। মিয়ানমারের রাখাইনে পরিস্থিতির উন্নতি না হলে কয়েক মাসের মধ্যে বাংলাদেশে শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ঢাকায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, চলতি সংকটের সবচেয়ে খারাপ দিক হতে পারে এটাই যে, মিয়ানমার থেকে সব রোহিঙ্গাই বাংলাদেশে চলে আসতে পারে। তারা বলেছেন, প্রতিদিন ১০-২০ হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকছে। নো ম্যানস ল্যান্ডে অবস্থান নিচ্ছে আরো ১০-২০ হাজার করে রোহিঙ্গা। তবে বাস্তব পরিসংখ্যান যে কোনো সংস্থার হিসাবের চেয়ে বেশি হতে পারে। নতুন করে আসা হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীর চাপে বাংলাদেশের অভ্যন্তরে শরণার্থী শিবিরগুলো হিমশিম খাচ্ছে। টেকনাফ ও কক্সবাজারে হা...

কুর্দিস্তান থেকে তেল নেয়া বন্ধ করছে তুরস্ক

Image
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের স্বাধীনতার পক্ষে গণভোটের কারণে সেখান থেকে তেল আমদানি বন্ধ করতে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ তুরস্ক। তুরস্ক শুধুমাত্র ইরাকের কেন্দ্রীয় সরকারের (বাগদাদ) থেকে তেল নেবে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদীর কার্যালয়। খবর আরব নিউজের। ইরাকের প্রধানমন্ত্রী আবাদি ও তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিমের মধ্যে এ বিষয়ে ফোনালাপ হয়েছে। ফোনালাপে ইলদ্রিম ইরাকের যেকোনো সিদ্ধান্তের বিষয়ে তুরস্কের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত সোমবার ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিঅধ্যুষিত রাজ্যে কুর্দিদের স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করা হয়। এতে ৯২ শতাংশ কুর্দি স্বাধীনতার পক্ষে ভোট দেয়। এ নিয়ে বাগদাদ, ইস্তাম্বুল, তেহরানসহ আন্তর্জাতিক মহল বেশ উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে কুর্দিদের ওপর চাপ সৃষ্টি করতে এরদোগান তেল আমদানির ক্ষেত্রে বাগদাদকে বেছে নিচ্ছে বলে মনে করছেন বোদ্ধারা।

প্রাথমিক শিক্ষকদের তৃতীয় ধাপের জাতীয়করণের গেজেট অক্টোবরে নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৮, ২০১৭ - ১০:১৫ অপরাহ্ণ dainikshikshazoomin

Image
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণে তৃতীয় ধাপে তালিকাভুক্তির গেজেটের জন্য কাজ শেষ হয়েছে। অক্টোবরের মধ্যে তা তা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, জাতীয়করণের তৃতীয় ধাপে বিভিন্ন জেলার ৫৭০টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা রয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে ইউএনডিপির আওতাভূক্ত তিন পার্বত্য জেলার ৩১০ বিদ্যালয়ের শিক্ষকরা। গত ২৯ এপ্রিল তালিকাভুক্ত শিক্ষকদের খসড়া গেজেট আকারে প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর উপর ভিত্তি করেই গেজেট চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, তৃতীয় ধাপে বিভিন্ন পর্যায়ে ৮৮০টি স্কুল রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশ সম্ভব হয়নি। তবে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের চিঠি পেলেই তা প্রকাশ করা হবে। গেজেটভুক্ত শিক্ষকদের ২০১৪ সালের জানুয়ারি থেকে বেতন-ভাতা দেয়া হবে বলে জানান তিনি। জানা যায়, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের ১ লাখ ৩৮৪৫ শিক্ষ...

Kaspersky Anti-Ransomware Tool

DOWNLOAD KASPERSKY ANTI-RANSOMWARE TOOL FOR BUSINESS NOW Don’t get held to ransom! Protect your business today! ExPetr, WannaCry, Bitman, Onion, Shade, Mor, Locky, CryptXXX, Zerber, Shade, Crysis, Cryrar, Snocry, Cryptodef and Spora are by no means all the ransomware families trying to extort money in exchange for your data. The rise of Ransomware-as-a-Service makes the ransomware threat worrying for businesses as never before. WannaCry, the global ransomware attack grabbing headlines the world over, has so far infected 200,000 systems in 150 countries. Today, reports are emerging of a new strain of the worm-like attack that EUROPOL has described as “at an unprecedented level.” Ransomware attacks on businesses increased 11-fold in 2016 Companies of all sizes are being targeted by cybercriminals, who encrypt and hold their data ‘hostage’ until a ransom is paid. One in five small and medium-businesses that pay up never go...

রোহিঙ্গাদের উপর সহিংসতা আরও ছড়িয়ে পড়তে পারে : গুতেরেস /কালের কণ্ঠ অনলাইন

Image
     ছবি : ইন্টারনেট থেকে রাখাইনে রোহিঙ্গাদের উপর সহিংসতা আরও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি এ সতর্ক করেন। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার মুখে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের এই বৈঠক হচ্ছে। এটাই আট বছরে মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের প্রথম উন্মুক্ত বৈঠক। গুতেরেস বলেন, রাখাইনের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের উপর যে সহিংসতা হয়েছে তা মধ্যাঞ্চলেও বিস্তৃত হতে পারে এবং সেখানে আড়াই লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, রাখাইনে সহিংসতা রোহিঙ্গাদের খুব দ্রুতই বিশ্বের বড় উদ্বাস্তু জনগোষ্ঠীতে পরিণত করেছে, যা মানবিকতা ও মানবাধিকারের জন্য ‘দুঃস্বপ্নের’ জন্ম দিয়েছে। গুতেরেস বলেন, পালিয়ে আসা, যাদের বেশিরভাগ নারী, শিশু ও বয়স্ক, তাদের কাছ থেকে আমরা রক্ত হিম করা বক্তব্য পেয়েছি। তাদের বর্ণনায় নির্বিচারে গুলিবর্ষণ, বেসামরিকদের বিরুদ্ধে ভূমি মাইন ব্যবহার ও যৌন সহিংসতাসহ অতিরিক্ত বলপ্রয়োগ ও...

কেন নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হলো সাগরকে? /কালের কণ্ঠ অনলাইন

Image
ময়মনসিংহের গৌরীপুরে খুঁটিতে বেঁধে সাগর মিয়া (১৬) নামে এক কিশোরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুরের গাউছিয়া মৎস্য হ্যাচারির কাশবন থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ময়মনসিংহ শহরের নাটঘরলেন সংলগ্ন রেলওয়েবস্তি বাসিন্দা মো. শিপন মিয়ার ছেলে। সোমবার মৎস্য কেন্দ্রের পাম্প চুরির অভিযোগে তাকে নির্যাতন করে হত্যা করা হয়। এই পিটিয়ে হত্যা করার সংস্কৃতি যেন বেড়েই চলেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলাধীন চরশিরামপুর এলাকার গাউছিয়া মৎস্য হ্যাচারিতে চোর সন্দেহে সাগর নামের ওই কিশোরকে আটক করা হয়। এরপর হ্যাচারির মালিক আক্কাস আলী ও কর্মচারী কাইয়ুমসহ তার লোকজন ওই কিশোরকে টেলিফোনের খুঁটির সাথে বেঁধে নৃশংসভাবে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে সাগর অজ্ঞান হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে নিয়ে চরশ্রীরামপুরের হামেদ আলীর ছেলে আহাম্মদ আলীর (৩৫) অটোরিকশাযোগে ময়মনসিংহের দিকে রওনা হয়। অটোরিকশাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার সাহেবকাচারি এলাকায় পৌঁছতেই সাগর ...

নানা সংকটে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় খোলা আকাশের নিচে চলে পাঠদান

Image
 মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভবন, শ্রেণিকক্ষ ও আসবাবপত্রসহ নানা সংকটের কারণে রাষ্ট্রপতির হাতে পুরস্কারপ্রাপ্ত উপজেলা সদরের নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠদান চলে খোলা আকাশের নিচে। বর্তমান দক্ষ পরিচালনা পরিষদ ও শিক্ষকমণ্ডলীর অক্লান্ত শ্রমের ফলে বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক হলেও নানা সমস্যায় বিদ্যালয়টি জর্জরিত। বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক খুঁশী মোহন সরকার বিপুল সংখ্যক ছাত্রীদের নিয়ে প্রখর রোদে খোলা আকাশের নিচে পাঠদান করছেন। তার মত অনেক শিক্ষকই গাছের নিচে ছাত্রীদের পাঠদান করাচ্ছেন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে এমন অবস্থা চলে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় বিদ্যালয়টির কোনো উন্নয়ন হচ্ছে না বলে শিক্ষক, ছাত্রী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা অভিযোগ করেছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মো. আনোয়ার হোসেন জানান, নারী জাগরণ ও নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৯৭৩ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বাইমজহাটি এলাকায় মনোরম পরিবেশে মির্জাপুর পাইলট বালিকা উচ্...

কক্সবাজারে শক্তিশালী বোমাসহ মিয়ানমারের নাগরিক আটক /টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি/

Image
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী থেকে বোমাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সে মিয়ানমার রাখাইনের মংডু থানার ঢেকিবনিয়া এলাকার জিয়াবুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫)। জানা যায়, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে হোয়াইক্যং কেরুনতলীতে নতুন করে গড়া উঠা রোহিঙ্গা বস্তি থেকে হেঁটে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল মিয়ার নেতৃত্বে টহল পুলিশের টিম একটি বোমাসহ রোহিঙ্গা যুবক শফিকুলকে আটক করে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল মিয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।     বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/  মাহবুব-তাফসীর