ল্যাট্রিনে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

ল্যাট্রিনে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে ল্যাট্রিনে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাবিল আহমদ (২২) ও বাদল মিয়া (১৭)। তারা ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়ার ছেলে অটোরিকশা চালক আকিব উদ্দিনের (২০) একটি মোবাইল ফোন বাড়ির কাচা ল্যাট্রিনে পড়ে যায়। ছোট ভাই বাদল মিয়া সেটি খুঁজতে গিয়ে অসাবধানতাবশত ল্যাট্রিনের ভেতরে পড়ে যায়। ছোট ভাইকে বাঁচাতে গেলে বড়ভাই নাবিল আহমদও ল্যাট্রিনের গভীর গর্তে পড়ে যায়। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাদেরকে উদ্ধারে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস এসে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।
বড়লেখা থানার ওসি তদন্ত দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
ইত্তেফাক/জামান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা