প্রবীণ সাংবাদিকদের মিলনমেলায় ভিন্নরকম আমেজ, সরগরম আইসিসিবি
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠান উপলক্ষে সরগরম হয়ে উঠেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। ইতিমধ্যে ৬৪ জেলা থেকে প্রবীণ ও গুণী সাংবাদিকরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন। তাদের আগমনে ভিন্নরকম আমেজ বিরাজ করছে আইসিসিবিতে। সোমবার বিকেল থেকে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন অতিথিরা। সন্ধ্যা নাগাদ মুখরিত হয়ে ওঠে পুরো আইসিসিবি প্রাঙ্গণ। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। দেশের গণমাধ্যমে গত বছর প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন বিচার বিশ্লেষণ করে পাঁচটি ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কৃত করা হচ্ছে। এ ছাড়া তৃণমূল পর্যায়ে সাংবাদিকতা প্রসারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিটি জেলা থেকে একজন করে ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিককে দেয়া হচ্ছে বিশেষ সম্মাননা। এর মধ্য দিয়ে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ঘিরে সাংবাদিকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। কারা পাচ্ছেন বহুল প্রতীক্ষিত এই পুরস্কার-এ নিয়ে ছিল ব্যাপক উদ্দীপনা। অনুসন্ধানী প্রতিবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর ঢাকার সাংবাদিকরা ছাড়াও মফস্বল থেকে প্রচুর প্রতিবেদন জমা পড়ে। পুরস্কারের...