Posts

Showing posts from March 25, 2021

সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে ভারত-পাকিস্তান বৈঠক

Image
  প্রতীকী ছবি সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘ আড়াই বছর পর বৈঠক করল ভারত ও পাকিস্তান।  গত মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে স্থায়ী সিন্ধু কমিশনের (পিআইসি) দুই দিনব্যাপী এই বৈঠক শুরু হয়। খবর এএনআই’র। ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বন্টন বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে দ্বন্দের অবসানে ১৯৬০ সালেই গঠন করা হয় পিআইসি। চুক্তি অনুসারে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের পানি বণ্টন নিয়ে বছরে অন্তত একবার বৈঠকে বসার কথা। তবে গত মঙ্গলবারের বৈঠকটি শুরু হয় প্রায় আড়াই বছরের ব্যবধানে।  জানা গেছে, পাকিস্তান থেকে প্রতিনিধিদল নয়াদিল্লিতে আসে গত সোমবার। তারা মূলত ১৯৬০ সালে করা চুক্তির আওতায় পানি বন্টন নিয়ে ভারতে বৈঠক করতে এসেছেন। প্রতি বছর এ ব্যাপারে বৈঠক হওয়ার কথা থাকলেও মাঝখানে আড়াই বছরের ব্যবধান তৈরি হওয়ার পেছনে রয়েছে করোনাভাইরাস মহামারী। গত বছর নয়াদিল্লিতে বৈঠকের সময় নির্ধারণ থাকলেও করোনার কারণে তা বাতিল হয়ে যায়। এর আগে ২০১৮ সালের আগস্টে সর্বশেষ স্থায়ী সিন্ধু কমিশনের বৈঠক হয়েছিল। ২০১৯ সালে দ্বি-পাক্ষিক উত...

মানবাধিকার লঙ্ঘন: আরব ঐক্য ভেঙে ইসরায়েলের পক্ষে অবস্থান নিল বাহরাইন

Image
  ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তোলা একটি নিন্দা প্রস্তাবের পক্ষে দেয়নি বাহরাইন। মঙ্গলবার আয়োজিত ওই ভোটাভুটিতে মানামা এই প্রথম ভোটদানে বিরত ছিল। বাহরাইনের এই পদক্ষেপকে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল বছরের পর বছর ধরে যে হত্যা, নির্যাতন-নিপীড়ন এবং চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে জাতীয় মানবাধিকার পরিষদে নিন্দা প্রস্তাব তোলা হয়। বুধবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট না দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম বাহারানই এই সাহস দেখাল। আরব ঐক্য ভেঙে বাহরাইন সরকার এ কাজ করেছে। বাংলাদেশসহ মানবাধিকার পরিষদের ৪৭টি দেশের মধ্যে ৩২টি দেশ নিন্দা জানানোর পক্ষে ভোট দিয়েছে। ফলে প্রস্তাবটি বিপুল ভোটে পাস হয়। প্রস্তাবের ওপর ভোট দেওয়া থেকে বিরত ছিল বাহামা, বাহরাইন, চেক রিপাবলিক, ভারত, মার্শাল দ্বীপপুঞ্জ, নেপাল, ফিলিপাইন, ইউক্রেন,  ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে- অস্ট্রিয়া, ব্রাজিল,...