Posts

Showing posts from February 12, 2020

সি চিন পিংয়ের মুখোশের আড়ালে কী

Image
মাস্ক পরে করোনাভাইরাস পরিস্থিতি পরিদর্শনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। ছবি: রয়টার্স নির্মম একটা প্রবাদ আছে, যা চরম দুঃসময়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির নির্বিকার থাকাকে নির্দেশ করে। তা হলো ‘রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন’। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রবল প্রাদুর্ভাবে চীনা হর্তাকর্তাদের প্রায় একই অবস্থা। চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম যখন রহস্যজনক ভাইরাসের অস্তিত্ব দেখা গেল, তখন কর্তৃপক্ষ তা আমলেই নিল না। উল্টো শুরুতেই যিনি সতর্ক করলেন, তাঁকে চুপ করানো হলো। অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। উহান শহরে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। শহর থেকে প্রদেশ। প্রদেশ থেকে পুরো দেশ। তারপর বহির্বিশ্ব। করোনাভাইরাসের সংক্রমণে প্রথম ব্যক্তির মৃত্যু হয় গত ৯ জানুয়ারি, উহানে। প্রায় এক মাসের মাথায়, ১০ ফেব্রুয়ারি এই ভাইরাসের সংক্রমণে মৃত মানুষের সংখ্যা এক হাজার ছাড়ায়। আর সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ায় ৪২ হাজার। মারা যাওয়া ও আক্রান্ত ব্যক্তিদের সিংহভাগই হুবেই প্রদেশের। চীনের বাইরে অন্তত ২৮টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশের উহান। ...

নাইজেরিয়ায় ঘুমন্ত অবস্থায় অন্তঃসত্ত্বাসহ ৩০ জনকে পুড়িয়ে হত্যা

Image
ফাইল ছবি নাইজেরিয়ায় ঘুমন্ত অবস্থায় অন্তত ৩০ জনকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তঃসত্ত্ব নারী ও শিশুও রয়েছে। এই গণহত্যার পিছনে জঙ্গি সংগঠন বোকো হারাম রয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। সূত্রের খবর, নিহতরা সকলেই পর্যটক। রাতে তারা যখন ঘুমন্ত অবস্থায় ট্রাকে করে যাচ্ছিলেন, সেসময় অতর্কিতে হামলা হয়। বোর্নো স্টেটের গভর্নরের মুখপাত্র জানান, মাইদুগরির ওউনো গ্রামে রাত দশটা নাগাদ এই নৃশংস গণহত্যার ঘটনা ঘটে। জঙ্গিরা ১৮টি গাড়িও পুড়িয়ে দিয়েছে। মৃতের তালিকা আরও দীর্ঘ হতে পারে। সেহু তাংকো নামে স্থানীয় এক বাসিন্দা জানান, জঙ্গিরা সব পুড়িয়ে দিয়েছে। ঘটনার পর ওই অঞ্চলেরও অনেকে নিখোঁজ। ফলে তাদেরও পুড়িয়ে মারা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে বোকো হারাম জঙ্গিরা একদশক ধরে সেখানে সংঘর্ষে লিপ্ত। তারা প্রায়ই নাইজেরিয়ার সেনাদের ওপর হামলা চালায়। স্থানীয়দের অপহরণ করে। ফলে এই ঘটনায় বোকো হারামই সন্দেহের শীর্ষে। ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা নামে আরও একটি জঙ্গি সংগঠন সেখানে সক্রিয়। ফলে তারাও সন্দ...

টুইট করে কেজরিওয়ালকে জয়ের শুভেচ্ছা জানালেন মোদি

Image
ফাইল ছবি ভারতের দিল্লি এখন মাফলার ম্যানের ম্যাজিক দেখছে। কিছুদিন আগেই লোকসভা ভোটে এই দিল্লি থেকেই বিজেপির পক্ষে রায় দিয়েছিলেন সাধারণ মানুষ। তখন পাত্তা পায়নি আপ পার্টি। কিন্তু ২০২০ বিধানসভা নির্বাচনে যেন পাত্তা পেল না বিজেপি। ৭০ আসনের মধ্যে সিংহভাগ আসন পেয়ে নিজেদের জয় পাকা করে ফেলল আপ। এরপর সকল বিরোধী পক্ষের নেতারা শুভেচ্ছা জানালেন কেজরিওয়ালকে। ভারতের প্রধানমন্ত্রী মোদি সারাদিন চুপই ছিলেন। কিছু লেখেননি অমিত শাহও। তবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যে সাড়ে ছ’টায় টুইটারে ঠিক দু’লাইনে শুভেচ্ছা বার্তা দিলেন নরেন্দ্র মোদি। তিনি লিখলেন, আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি বিধানসভা নির্বাচনে ভাল ফল করার জন্য শুভেচ্ছা। দিল্লির সাধারণ মানুষের সমস্ত আশা আকাঙ্খা পূরণে তাঁরা সাফল্য পান সেই কামনা করি।   এরপরই মোদিকে টুইটারেই জবাব দিয়েছেন কেজরিওয়াল। তিনি লিখেছেন, ধন্যবাদ স্যার। আমি কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে আমাদের রাজধানীকে পৃথিবীর অন্যতম সেরা শহরে পরিণত করতে চাই।  বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

বিদ্রোহীদের হামলায় ৫১ সিরীয় সেনা নিহত: তুরস্ক

Image
সংগৃহীত ছবি সিরিয়ায় তুর্কিসমর্থিত বিদ্রোহীদের হামলায় রুশসমর্থিত সরকারি বাহিনীর ৫১ সদস্য নিহত হয়েছেন বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।  এ ছাড়া সিরিয়ার দুটি ট্যাংক ও গোলাবারুদের ভাণ্ডারও ধ্বংস করে দেয়া হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, ইদলিব অতিক্রম করে যাওয়া আলেপ্পো থেকে দামেস্কোর একটি মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সরকারি বাহিনী। তবে এ বিষয়ে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিছু বলা হয়নি। সূত্র: রয়টার্স বিডি প্রতিদিন/ ওয়াসিফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল ফিলিপাইন

Image
সামরিক মহড়ায় ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য আমেরিকার সঙ্গে দীর্ঘ দিনের সামরিক চুক্তি বাতিল করেছে ফিলিপাইন। মঙ্গলবার ফিলিপাইন জানিয়েছে, তারা এরইমধ্যে এই চুক্তি বাতিলের বিষয়টি ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দু'দশক ধরে ফিলিপাইনের নিরাপত্তা দেখভালের নামে মার্কিন সেনারা ফিলিপাইনে যুক্ত ছিল। ঐতিহাসিকভাবে ফিলিপাইন আমেরিকার উপনিবেশ ছিল। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে প্রতিবেশী চীনের দিকে ঝুঁকে পড়েছেন। তিনি দিন দিন আমেরিকা থেকে দূরে সরে যাওয়ার নীতি গ্রহণ করছেন। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, দুতের্তে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের দাবির প্রতি সুর নরম করেছেন। চীনের সঙ্গে ফিলিপাইনের নতুন বোঝাপড়ার বিষয়টিও আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি বাতিলে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। এই চুক্তির ফলে মার্কিন সেনাবাহিনী ফিলিপাইনের সামরিক ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার পেতো। বাতিল হওয়া চুক্তির আওতায় এ পর্যন্ত অন্তত ৩০০ যৌথ মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের সেনারা। চুক্তি বাতিলের ফলে ওইসব কর্মকাণ্ড এখন কঠিন হয়ে পড়বে। নতুন এ পদক্ষেপের মধ্যদিয়ে দুতের্তে আমেরিকার সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছ...

আবারও পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত

Image
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার প্রদেশটি মারদান জেলার পিরানো কালি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। দেশটির গণমাধ্যম জানায়, পাক বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়মিত অনুশীলনের সময় বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট বেঁচে গেলেও তিনি আহত হয়েছেন।  এ বিধ্বস্তের ঘটনায় পাক বিমানবাহিনীর সদর দফতর তদন্ত কমিটি গঠন করে। গত জানুয়ারিতেও পাক বিমানবাহিনীর যুদ্ধবিমান এফটি-৭ বিধ্বস্ত হয়ে দুই পাইলটের প্রাণহানি ঘটে। এর আগে, চলতি মাসের শুরুর দিকে দেশটির পাঞ্জাব প্রদেশের শোরকোট এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান মিরেজ বিধ্বস্ত হয়।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন