টুইট করে কেজরিওয়ালকে জয়ের শুভেচ্ছা জানালেন মোদি

টুইট করে কেজরিওয়ালকে জয়ের শুভেচ্ছা জানালেন মোদি
ফাইল ছবি

ভারতের দিল্লি এখন মাফলার ম্যানের ম্যাজিক দেখছে। কিছুদিন আগেই লোকসভা ভোটে এই দিল্লি থেকেই বিজেপির পক্ষে রায় দিয়েছিলেন সাধারণ মানুষ। তখন পাত্তা পায়নি আপ পার্টি। কিন্তু ২০২০ বিধানসভা নির্বাচনে যেন পাত্তা পেল না বিজেপি।
৭০ আসনের মধ্যে সিংহভাগ আসন পেয়ে নিজেদের জয় পাকা করে ফেলল আপ। এরপর সকল বিরোধী পক্ষের নেতারা শুভেচ্ছা জানালেন কেজরিওয়ালকে। ভারতের প্রধানমন্ত্রী মোদি সারাদিন চুপই ছিলেন। কিছু লেখেননি অমিত শাহও।
তবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যে সাড়ে ছ’টায় টুইটারে ঠিক দু’লাইনে শুভেচ্ছা বার্তা দিলেন নরেন্দ্র মোদি। তিনি লিখলেন, আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি বিধানসভা নির্বাচনে ভাল ফল করার জন্য শুভেচ্ছা। দিল্লির সাধারণ মানুষের সমস্ত আশা আকাঙ্খা পূরণে তাঁরা সাফল্য পান সেই কামনা করি।  
এরপরই মোদিকে টুইটারেই জবাব দিয়েছেন কেজরিওয়াল। তিনি লিখেছেন, ধন্যবাদ স্যার। আমি কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে আমাদের রাজধানীকে পৃথিবীর অন্যতম সেরা শহরে পরিণত করতে চাই। 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা