Posts

Showing posts from January 29, 2020

১৬ মার্চ বাংলাদেশে আসছেন মোদি: হিন্দুস্তান টাইমস

Image
ছবি-হিন্দুস্তান টাইমস আগামী ১৬ মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তার এ সফর। ভারতীয় প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। মোদি এমন সময়ে বাংলাদেশ সফরে আসছেন যখন ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং আসামের নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে বিক্ষোভ চলছে। এ দুটি বিষয়ে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আরও পড়ুন:   পশ্চিমবঙ্গে সিএএ বিরোধী হরতালে গুলি, নিহত ২ প্রতিবেদনে আরও বলা হয়, গত ১১ ডিসেম্বর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের পর বাংলাদেশের তিনজন মন্ত্রী বিভিন্ন কারণ দেখিয়ে ভারত সফর বাতিল করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, সিএএ এবং এন...

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারী দল ঘোষণা

Image
ছবি: সংগৃহীত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সালমা খাতুনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই সফরে রুমানা আহমেদকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বকাপের এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। টানা চতুর্থবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বে খেলতে নেমে চ্যাম্পিয়ন হয়েই অস্ট্রেলিয়ার মূল পর্বে খেলার সুযোগ পায় সালমারা। এবারের বিশ্বকাপ দলে অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দেয়া হয়েছে।টুর্নামেন্টের বি গ্রুপের পাঁচ দল হলও-ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড। আগামী মাসের ২৪ ফেব্রুয়ারি পার্থের ওয়াকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ম্যাচটি। ২৭ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ স্কোয়াড: সালমা খাতুন ( অধিনায়ক), রুমানা আহমেদ ( সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা খাতুন, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পা...

করোনা ভাইরাস প্রতিরোধে হোমিওপ্যাথি

Image
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ কার্যকরী ভূমিকা পালন করবে। ছবি-সংগৃহীত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোমিওপ্যাথি ও ইউনানি ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছে ভারতের ‘আয়ুস মন্ত্রণালয়’। আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়টি বুধবার এক বিবৃতিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের উপায় সংক্রান্ত নানা তথ্য প্রকাশ করেছে। খবর হিন্দুস্তান টাইমস। বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum album 30) কার্যকরী ভূমিকা পালন করবে। একটানা তিনদিন খালি পেটে এই ওষুধ সেবন করতে হবে। সেবনের পর যদি ওই এলাকায় ভাইরাসটি মহামারি আকারে ছড়িয়ে পড়ে তাহলে ওষুধটি একমাস পর আবার আগের নিয়মে খেতে হবে। এই ওষুধটি ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগের ক্ষেত্রেও কার্যকর বলে উল্লেখ করে আয়ুস মন্ত্রণালয়। বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়া এই রোগ সংক্রমণ প্রতিরোধে নাগরিকদেরকে নিয়মিত গরম পানি ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত-মুখ ধোয়া, অকারণে নাকে মুখে হাত না দেওয়া, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া আক্রা...

২ দিনে হাসপাতাল বানালো চীন

Image
ছবি: সংগৃহীত। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য মাত্র দুই দিনে হাসপাতাল বানিয়েছে চীন সরকার। মধ্য চীনে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, ২ দিনে নির্মিত হাসপাতালটি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর থেকে ৪৬ মাইল দূরে অবস্থিত। হাসপাতালটিতে মঙ্গলবার চীনের স্থানীয় সময় ১০টা৩০ মিনিটে প্রথম রোগী ভর্তি করা হয়েছে। জানা গেছে, টানা কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় ৫ শত শ্রমিক দুই দিনে এই হাসপাতালটির নির্মান কাজ শেষ করেছেন। কর্তৃপক্ষ জানায়, সোমবারই তারা হাসপাতালটিতে পানি, বিদ্যুৎ, ইন্টারনেট এবং বিছানার ব্যবস্থা করে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে।এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে প্রায় ৬ হাজার মানুষ। চীন ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশে ৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে চীনের বাইরে করোনা ভাইরাসে এখন পর্যন্ত কেউ ...

আফগানিস্তানে ৭৪২৩টি বোমা হামলায় রেকর্ড ট্রাম্পের

Image
২০১৯ সালে আফগানিস্তানে ৭ হাজার ৪২৩টি বোমা নিক্ষেপের রেকর্ড গড়েছে মার্কিন বাহিনী। গত ১০ বছরের মধ্যে দেশটিতে এবারই এত বেশি সংখ্যক বোমা ফেলেছে মার্কিন বাহিনী। সোমবার যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রাল কমান্ড এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ২০১৮ সালে এ ধরনের বোমা হামলার সংখ্যা ছিল ৭ হাজার ৩৬২টি।  প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরিমাণ নাটকীয়ভাবে বেড়ে গেছে। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকতে ২০০৯ সালে সেখানে মার্কিন বোমা হামলার সংখ্যা ছিলো মাত্র ৪১৪১টি। ২০১৬ সালে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এশিয়ার এই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মার্কিন সেনাদের বোমা হামলার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। আর এসব বোমা হামলায় দেশটিতে প্রচুর বেসামরিক লোকজন প্রাণ হারাচ্ছে। গত বছর মার্কিন বিমান হামলায় আফগানিস্তানে নিহত হয়েছেন ৭১৭ জন বেসামরিক মানুষ। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো মার্কিন-আফগান বাহিনীর বিমান হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বহুবার উদ্বেগ প্রকাশ করেছে। জাতিং...

স্যাটেলাইটবাহী রকেট স্থাপনের ছবি প্রকাশ করল ইরান

Image
স্যাটেলাইটবাহী রকেট স্থাপনের ছবি প্রকাশ করেছে ইরান। এ বিষয়ে দেশটির ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি বলেছেন, 'সিমোর্গ' রকেট জাফার স্যাটেলাইটকে ভূপৃষ্ঠ থেকে ৫৩০ কিলোমিটার ওপরে নিয়ে যাবে।  মন্ত্রী তার টুইটার পেইজে সিমোর্গ রকেট স্থাপনের ছবি প্রকাশ করে এ খবর দেন। ইরানি বিজ্ঞানীদের দেড় বছরের প্রচেষ্টায় 'জাফার' স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য পূর্ণ প্রস্তুত করা হয়েছে। ৯০ কেজি ওজনের এই কৃত্রিম উপগ্রহে রয়েছে চারটি কালার ক্যামেরা। এসব ক্যামেরা ভূপৃষ্ঠের ছবি ধারণ করে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠাবে। গত বছর জানুয়ারিতে ইরানের তৈরি পায়াম স্যাটেলাইটের উৎক্ষেপণ কারিগরি সমস্যার কারণে ব্যর্থ হয়। শেষ পর্যায়ে স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছাতে পারেনি। নতুন জাফার স্যাটেলাইটটি আকার ও ওজনের দিক থেকে পায়াম স্যাটেলাইটের মতো হলেও এতে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। জাফার স্যাটেলাইটের ইমেজ রেজ্যুলেশন হচ্ছে ৮০ মিটার। ইরান ২০০৯ সালে প্রথম উমিদ বা আশা নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। ইরানি বিজ্ঞানীরা নিজেরাই এটি তৈরি করেন। এরপর ২০১০ সালে মনুষ্য...

ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা : 'শতকের সেরা প্রস্তাব' এক জুয়া

Image
হোয়াইট হাউজের পরিবেশ সংবাদ সম্মেলনের তুলনায় যেন একটি পার্টি হয়ে উঠেছিল। আয়োজক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশেষ অতিথি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধুর মতো মনে হচ্ছিল। তাদের চারপাশে থাকা অতিথিরা হাততালি দিচ্ছিলেন। ইসরায়েলের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যা করেছেন, সেজন্য হাততালির বড় অংশটি ছিল তার জন্য। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের ১৯৪৮ সালের স্বাধীনতা দিবসের মতোই এই দিনটাকে স্মরণে রাখা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনের জন্য তিনি নতুন একটি উপায় খুঁজে পেয়েছেন। ইসরায়েল যে নিরাপত্তা চায়, সেটা তারা পাবে আর ফিলিস্তিনিরা যে রাষ্ট্র চাইছে, তারা সেটাও পাবে। এ পর্যন্ত সব ঠিকই- কিন্তু সমস্যা হলো, ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েলের জন্য সবকিছুই রয়েছে আর ফিলিস্তিনিদের জন্য সামান্যই প্রস্তাব করা হয়েছে। এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্রের কথা প্রস্তাব করা হয়েছে যার যথাযথ সার্বভৌমত্ব থাকবে না, চারদিকে ইসরায়েলের ভূখণ্ড দ্বারা বেষ্টিত থাকবে আর সবসময়েই ইহুদি ব...

ফিলিস্তিন রাষ্ট্রকে রেখে মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা ট্রাম্পের

Image
ছবি: সংগৃহীত। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী রাখার প্রতিশ্রুতি দিয়ে বহু প্রতীক্ষিত মধ্য প্রাচ্যের শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এ পরিকল্পনা উপস্থাপন। এ সময় নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, ‘ তার পরিকল্পনা ফিলিস্তিনদের জন্য শেষ সুযোগ হতে পারে।’ তবে ফিলিস্তিনরা ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের এ পরিকল্পনা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় স্বাধীন রাষ্ট্র গড়ার ফিলিস্তিনদের আশা গুঁড়িয়ে দেবে বলেই আশঙ্কা করছেন ফিলিস্তিন কর্মকর্তারা। আরও পড়ুন:   ভোটের কারণে শুক্র ও শনিবার বাণিজ্য মেলা বন্ধ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেন। তিনি শান্তি পরিকল্পনাকে ‘শতাব্দীর সেরা চুক্তি’বলে অভিহিত করেছেন। জানা গেছে, ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউজের সিনিয়র অ্যাডভাইজার জারেদ কুশনার এই পরিকল্পনার মূল উদ্যোক্তা। ইত্তেফাক/ইউবি

কলকাতায় শুরু হল আন্তর্জাতিক বইমেলা

Image
শুরু হল ৪৪তম কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা-২০২০। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  এসময় উপস্থিত ছিলেন ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত কুদাসেভ নিকোলায় রিশাটোভিক, কলকাতায় রাশিয়ার কনসাল জেনারেল অ্যালেক্সি ইদামকিন, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, পশ্চিমবঙ্গের পৌর ও নগরায়ন মন্ত্রী ফিরদাহ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বসু, বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, সাংসদ দোলা সেন, পুলিশ কমিশনার অনুজ শর্মা, প্রখ্যাত সাহিত্যিক ও পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি, গিল্ডের সভাপতি শুধাংশু শেখর রায় প্রমুখ।  মমতা ব্যনার্জি বলেন, ‘কলকাতা বইমেলা একটা আন্তর্জাতিক আকর্ষণ। ছোটবেলা থেকেই আমরা বইমেলার কথা শুনে আসছি। এর সাথে আমাদের আবেগও জড়িয়ে আছে। বইমেলায় আসতে না পারাটা খুবই...

শচীনের পাশে নাম লেখালেন শোয়েব মালিক

Image
ফাইল ছবি ১৯৯৯ সালে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের। ২০০১ সালে টেস্টে অভিষেক হয় তার। এখন অবশ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শোয়েব। অবসর নিয়েছেন একদিনের আন্তর্জাতিক থেকেও। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের এখনও গুরুত্বপূর্ণ সদস্য তিনি।  ৩৮ বছর বয়সী শোয়েব গত শনিবারই বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলেছেন লাহোরে। এই ম্যাচের ফলে, আন্তর্জাতিক ক্রিকেটে গত চার দশক ধরে খেলার রেকর্ড করলেন সানিয়া মির্জার স্বামী। তিনিই পাকিস্তানের প্রথম ক্রিকেটার যিনি চার দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন। সার্বিকভাবে ক্রিকেটবিশ্বে এই রেকর্ডে তিনি অষ্টম ক্রিকেটার। এর আগে উইলফ্রেড রোডস, ডেনিস ব্রায়ান ক্লোজ, ফ্র্যাঙ্ক উলি, শচীন টেন্ডুলকার, জ্যাক হবস, জর্জ গুন, সনাৎ জয়সূরিয়া চার দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ক্রিকেট ক্যারিয়ারে ৩৫ টেস্ট খেলেছেন শোয়েব মালিক। ৩৫.১৪ গড়ে করেছেন ১৮৯৮ রান। রয়েছে তিনটি সেঞ্চুরি। সর্বাধিক ২৪৫। নিয়েছেন ৩২ উইকেটও। ২০১৫ সালে শারজায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্টের আসরে দেখা গিয়েছিল তাকে। ২৮৭ এ...

কবে আসতে পারে করোনাভাইরাসের টিকা?

Image
ফাইল ছবি বিশ্বজুড়ে চাপা আতঙ্ক কাজ করছে করোনাভাইরাস নিয়ে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। আক্রান্ত হয়েছেন আরো ৪ হাজার ৪৫৯ জন। ইতিমধ্যে চীন থেকে ডজনখানেক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।  বার্তা সংস্থা রয়টার্স ও দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুসারে, তিন মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ)-এর একটি নতুন সংগঠিত টিকা গবেষণা দল করোনা ভাইরাসটির সম্ভাব্য টিকা নিয়ে পরীক্ষা শুরু করতে পারে। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশনস ডিজিসেস-এর পরিচালক ড. অ্যান্থনি ফওসি। তিনি জানান, তিন মাসে সম্ভব হলে এ ধরনের টিকা তৈরির ক্ষেত্রে জিন সিকুয়েন্স থেকে প্রাথমিক মানব পরীক্ষায় যাওয়ার দ্রুততম ঘটনা হবে এটি। ফওসি’র সংস্থা ইউএস বায়োটেক মডার্ন ইনকরপোরেশনের সঙ্গে মিলে কাজ করছে। ওই প্রতিষ্ঠানটি রিবোনিউক্লেইক এসিড (আরএনএ) থেকে টিকা তৈরিতে বিশেষজ্ঞ। আরএনএ হচ্ছে এমন একটি রাসায়নিক উপাদান যাতে প্রোটিন তৈরির নির্দেশনা থাকে। দলটি করোনা ভাইরাসের মুকুটসদৃশ পৃষ্ঠের ওপর ভিত্তি করে একটি আরএনএ টিকা তৈরির চেষ্টা করছে। প্রসঙ্গত, করোনাভ...

পাকিস্তান সফর : টেস্টে অনিশ্চিত সাদমান-ইমরুল

Image
শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। গতকাল অনুশীলনে ছিল বিসিবি উত্তরাঞ্চলের এনাম জুনিয়র, মিজান ও জুনায়েদ সিদ্দিকী  : ইত্তেফাক টি-২০ সিরিজে টানা দুই ম্যাচ হেরে শূন্য হাতে পাকিস্তান সফর থেকে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার রাতে ফেরা ক্রিকেটাররা অবশ্য আজই আবার ব্যাট-বলের অনুশীলনে নেমে পড়ছেন। আজ থেকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অনুশীলনে যোগ দেবেন ক্রিকেটাররা। আগামী ৩১ জানুয়ারি শুরু হতে চলা বিসিএলের প্রথম রাউন্ডে খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। যা জাতীয় দলের জন্য পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ভালো প্রস্তুতি হবে। আগামী ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বিসিএল খেলেই ৫ ফেব্রুয়ারি দেশ ছাড়বে মুমিনুল হকের দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলটা ঘোষণা হবে শিগগিরই। প্রথম টেস্টে নিয়মিত ওপেনার সাদমান ইসলামকে পাচ্ছে না বাংলাদেশ। কব্জির ইনজুরিতে ভুগছেন তিনি। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা ইমরুল কায়েসও হয়তো পাকিস্তানে যেতে পারবেন না। উন্নতি হলেও ইমরুলকে বিসিএলের প্রথম রাউন্ড খেলার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিক্যাল বিভাগ। ব্যথা কমাতে ...

রাশিয়াকে টপকে অস্ত্র উত্পাদনে দ্বিতীয় চীন

Image
প্রতিকী ছবি বিশ্বজুড়ে আমরা যে অস্ত্রের ঝনঝনানি দেখছি তার বেশির ভাগের কারিগর পশ্চিমা দেশগুলো। কিন্তু এশিয়ার দেশ চীনও বিগত শতাব্দী থেকে অস্ত্র উত্পাদনে টেক্কা দেওয়ার মতো অবস্থান তৈরি করেছে। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যান বলছে, রাশিয়াকে টপকে বিশ্বের মোট অস্ত্র উত্পাদনের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন চীন। সুইডেনের স্টকহোমভিত্তিক সমরাস্ত্র গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সোমবার বৈশ্বিক অস্ত্র আমদানি-রফতানি নিয়ে প্রতিবেদনে বলছে, যুক্তরাষ্ট্রের পর এখন বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র উত্পাদন করে চীন। আর এই অবস্থানে যেতে তারা পেছনে ফেলেছে রাশিয়াকে। সংস্থাটি তাদের ওই গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, বিদেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামের ওপর চীনের নির্ভরশীলতা এখন আগের চেয়ে অনেক কম। দেশটির অস্ত্র বিক্রির বাজার মূল্য এখন ৮০ বিলিয়ন ডলার। ২০১৭ সালে যা ছিল ৭০ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের এই বাজার এখন ২২৬ দশমিক ৬ এবং রাশিয়ার ৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলারের। সুইডেনভিত্তিক ওই থিঙ্কট্যাঙ্ক বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র উত্পাদনকারী কোম্পানির তথ্যের ভিত্তিতে তালিকাটি তৈরি করেছে। ...