পাকিস্তান সফর : টেস্টে অনিশ্চিত সাদমান-ইমরুল

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। গতকাল অনুশীলনে ছিল বিসিবি উত্তরাঞ্চলের এনাম জুনিয়র, মিজান ও জুনায়েদ সিদ্দিকী : ইত্তেফাক
টি-২০ সিরিজে টানা দুই ম্যাচ হেরে শূন্য হাতে পাকিস্তান সফর থেকে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার রাতে ফেরা ক্রিকেটাররা অবশ্য আজই আবার ব্যাট-বলের অনুশীলনে নেমে পড়ছেন। আজ থেকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অনুশীলনে যোগ দেবেন ক্রিকেটাররা। আগামী ৩১ জানুয়ারি শুরু হতে চলা বিসিএলের প্রথম রাউন্ডে খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। যা জাতীয় দলের জন্য পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ভালো প্রস্তুতি হবে। আগামী ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বিসিএল খেলেই ৫ ফেব্রুয়ারি দেশ ছাড়বে মুমিনুল হকের দল।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলটা ঘোষণা হবে শিগগিরই। প্রথম টেস্টে নিয়মিত ওপেনার সাদমান ইসলামকে পাচ্ছে না বাংলাদেশ। কব্জির ইনজুরিতে ভুগছেন তিনি। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা ইমরুল কায়েসও হয়তো পাকিস্তানে যেতে পারবেন না। উন্নতি হলেও ইমরুলকে বিসিএলের প্রথম রাউন্ড খেলার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিক্যাল বিভাগ। ব্যথা কমাতে ইনজেকশন নিয়েছেন সাদমান। এক সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে তাকে। তিনিও খেলবেন না বিসিএলের প্রথম রাউন্ড।
গত নভেম্বরে ভারত সফরে ইমরুল-সাদমানই ওপেনিং করেছিলেন। এই দুই বাঁ-হাতির খেলা অনিশ্চিত হওয়ায় সুযোগ পেতে যাচ্ছেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবালের ওপেনিং পার্টনার হতে পারেন সাইফ-শান্তর কেউ।
গত বছর বেঙ্গালুরুর বিসিবি একাদশের হয়ে মিনি রঞ্জি ট্রফি খেলতে গিয়েই কব্জির ইনজুরিতে পড়েছিলেন সাদমান। তখন শেষ ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল তাকে। যদিও গত নভেম্বরে ভারত সফরে টেস্ট খেলেছেন ব্যথা ছাড়াই। সম্প্রতি আবার ঐ স্থানে ব্যথা অনুভব করছেন সাদমান। ইনজেকশন নিয়েছেন এবং এক সপ্তাহের বিশ্রাম নিতে বলা হয়েছে তাকে।
সাদমানের ইনজুরি সম্পর্কে বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘কিছুদিন ধরে কব্জির ব্যথায় ভোগা সাদমানকে বিসিএল না খেলতে বলা হয়েছে। এটা তার পুরাতন ইনজুরি। যখন সে ব্যাট করতে যায়, তার ব্যথা বাড়তে থাকে। আমরা তাকে ইনজেকশন নিতে এবং এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছি। একই কারণে বিসিএলের প্রথম ম্যাচে তাকে বিবেচনা না করতে বলেছি।’
দেবাশীষ চৌধুরী আরো বলেছেন, ‘সোমবার সেই ইনজেকশন নিয়েছে। দু-তিন দিন পর তার অবস্থা আমরা মূল্যায়ন করব। তারপরই আমরা সিদ্ধান্ত নিতে পারব পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে পারবে কি না। এ ধরনের ইনজুরি শর্ট ভার্সন ম্যাচে ম্যানেজ করে খেলা যায়। কিন্তু লংগার ভার্সন খেলা কঠিন।’
হ্যামস্ট্রিং ইনজুরি অনেকটাই সেরে উঠেছেন ইমরুল। বিপিএলে ভালো করেও এই ইনজুরির কারণে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ দলে সুযোগ পাননি তিনি। বিসিএলে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল দলে টেনেছে এই অভিজ্ঞ ওপেনারকে। অগ্রগতি অব্যাহত থাকলে বিসিএলের শেষ দুটি ম্যাচ খেলতে পারেন তিনি। ঝুঁকি এড়াতে তাকে আরো বিশ্রামে থাকতে বলেছে বিসিবির মেডিক্যাল বিভাগ।
বিসিবির প্রধান চিকিত্সক বলেছেন, ‘হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠছে ইমরুল। কিন্তু তারপরও আমরা তাকে বিসিএলের প্রথম ম্যাচে খেলতে না করেছি। কারণ তাতে তার আবারো ইনজুরিতে পড়ার সুযোগ থাকবে।’
এদিকে বিপিএলে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট ভোগাচ্ছে মেহেদী হাসান মিরাজকেও। গতকাল ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে তাকে। অবশ্য আজ থেকে বোলিং শুরু করবেন বলে জানিয়েছেন মিরাজ। এবং বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে আশাবাদী এই তরুণ।
ইত্তেফাক/এসি
Comments