Posts

Showing posts from September 8, 2018

'আলিবাবা' থেকে অবসরের সিদ্ধান্ত জ্যাক মা'র

Image
মাত্র ৫৪ বছর বয়সেই নিজের হাতে গড়া কোম্পানি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী চীনা শিক্ষক দিবসে বিখ্যাত অনলাইন ই-কমার্স কোম্পানি আলিবাবা থেকে অবসর নিচ্ছেন কোম্পানিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা সহ প্রতিষ্ঠাতা জ্যাক মা।  জ্যাক জানান, সোমবার তার ৫৪ তম জন্মদিন। সেই দিনই অবসর নেবেন। তারপর মানবপ্রেম বা জনহিতৈষণা নিয়ে পড়াশোনা করবেন। ইংরেজির শিক্ষক হিসেবে নিজের জীবন শুরু করা জ্যাক এর আগেও বেশ কয়েকবার মজার ছলে বলেছিলেন, তিনি খাঁটি প্রযুক্তিবিদ নন। কখনও হতেও পারবেন না।  তবে জ্যাকের অবসর নিয়ে এখনও আলিবাবা কোনও প্রতিক্রিয়া দেয়নি। তারপরে পরবর্তী কে এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন সেবিষয়েও কিছু জানায়নি। তবে জ্যাকের অবসরের ঘোষণা শোনার পরই শনিবার সকালে আলিবাবার শেয়ার দু’‌শতাংশ পড়ে যায়।  ১৯৯৯ সালে যৌথভাবে চীনের অনলাইন ই-কমার্স কোম্পানি আলিবাবা শুরু করেছিলেন জ্যাক মা। ২০১৩ সালে কোম্পানির সিইও হন তিনি। তার উপদেশ এবং নেতৃত্বেই আলিবাবার ব্যবসা তুমুল সাফল্য পায়। বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

জঙ্গি মারার প্রশিক্ষণ নিতে চীনে আফগান বাহিনী

Image
আল-কায়দা ও ইসলামিক স্টেট জঙ্গিদের কীভাবে হত্যা করা যায়, আফগান সেনাবাহিনীকে তার প্রশিক্ষণ দেবে চীন। এই প্রশিক্ষণ নিতে আফগান সেনার একটি বাছাই দল খুব শিগগিরই চীনে যাবে। এমনটাই জানিয়েছেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত জনান মোসাজাই। জনান মোসাজাই বলেন, আফগানিস্তানের আর্জি মেনে সেনাবাহিনীকে এই প্রশিক্ষণ দিতে রাজি হয়েছে চীন। চীনের সহযোগিতায় তারা 'মাউন্টেন ব্রিগেড' গড়ে তুলবে। এই মাউন্টেন ব্রিগেডকেই আল-কায়দা ও আইসিস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে। সূত্র: এই সময় বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

মঙ্গলে 'মাকড়সা', নাসা'র ছবি ঘিরে চাঞ্চল্য!

Image
আপনি যদি মনে করেন মাকড়সা শুধু পৃথিবীতেই রহস্য তৈরি করে তাহলে ভুল ভেবেছেন ৷ মাকড়সা মঙ্গলগ্রহে মাকড়সাও রহস্য তৈরি করেছে। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার এমনি কিছু ছবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র ৷ তবে মাকড়সা  শব্দটা অবশ্য মঙ্গলে সামান্য আলাদাভাবে ব্যবহার করা হয় ৷ গত সপ্তাহে নাসা মঙ্গল গ্রহের একটি ছবি প্রকাশ করেছে ৷  Mars Reconnaissance Orbiter-র তোলা এই ছবিটি হত ১৩ মে'র ৷ সেই ছবিতে লাল গ্রহের মাটিতে কিছু জিনিস দেখা যাচ্ছে ৷ যেটা কিছু উঁচু নিচু জিনিস আর মাকড়সা সদৃশ জিনিস চলে গেলে যেরকম দাগ পড়ে সেরকম দাগ পড়েছে ৷  এটা দক্ষিণ গোলার্ধে মঙ্গলগ্রহের চিহ্ন ৷ আসলে পৃথিবীতে এই ধরণের মৌসুম পরিবর্তনের সঙ্গে ভূমি পরিবর্তন হয় না। কিন্তু মঙ্গলে হয় ৷ মঙ্গলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে। অতিরিক্ত ঠান্ডায় যার কিছুটা অংশ মাটির তলায় চলে যায়। আর তারপর যখন উষ্ণতা বাড়ে তখন এই বরফ গলে সেই কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে। তারপরেই এইরকমের মাকড়সার মতো দেখতে বিষয়গুলি তৈরি হয়। এটা মঙ্গলে মরশুম পরিবর্তনের ইঙ্গিতবাহী।  এমনটাই মনে করছে নাসা। বিডি প্রতিদিন/ আব্দ...