'আলিবাবা' থেকে অবসরের সিদ্ধান্ত জ্যাক মা'র

'আলিবাবা' থেকে অবসরের সিদ্ধান্ত জ্যাক মা'র
মাত্র ৫৪ বছর বয়সেই নিজের হাতে গড়া কোম্পানি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী চীনা শিক্ষক দিবসে বিখ্যাত অনলাইন ই-কমার্স কোম্পানি আলিবাবা থেকে অবসর নিচ্ছেন কোম্পানিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা সহ প্রতিষ্ঠাতা জ্যাক মা। 
জ্যাক জানান, সোমবার তার ৫৪ তম জন্মদিন। সেই দিনই অবসর নেবেন। তারপর মানবপ্রেম বা জনহিতৈষণা নিয়ে পড়াশোনা করবেন। ইংরেজির শিক্ষক হিসেবে নিজের জীবন শুরু করা জ্যাক এর আগেও বেশ কয়েকবার মজার ছলে বলেছিলেন, তিনি খাঁটি প্রযুক্তিবিদ নন। কখনও হতেও পারবেন না। 
তবে জ্যাকের অবসর নিয়ে এখনও আলিবাবা কোনও প্রতিক্রিয়া দেয়নি। তারপরে পরবর্তী কে এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন সেবিষয়েও কিছু জানায়নি। তবে জ্যাকের অবসরের ঘোষণা শোনার পরই শনিবার সকালে আলিবাবার শেয়ার দু’‌শতাংশ পড়ে যায়। 
১৯৯৯ সালে যৌথভাবে চীনের অনলাইন ই-কমার্স কোম্পানি আলিবাবা শুরু করেছিলেন জ্যাক মা। ২০১৩ সালে কোম্পানির সিইও হন তিনি। তার উপদেশ এবং নেতৃত্বেই আলিবাবার ব্যবসা তুমুল সাফল্য পায়।

বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা