Posts

Showing posts from November 17, 2017

এক ঝলক (১৭ নভেম্বর ২০১৭)

Image
পাহাড়ে এবার কমলার ফলন ভালো। বিক্রি হচ্ছে ভালো দামে। কমলাচাষি মধুসূদন চাকমা বাগান থেকে কমলা সংগ্রহ করছেন। নানিয়ারচর, সাবেক্ষ্যং, রাঙামাটি, ১৬ নভেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা সব English

শারীরিক সম্পর্ক স্ত্রীর কাছে অপরাধের শামিল, কি করলেন স্বামী!

Image
যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা হয়তো অনেক সমস্যার সমাধান করতে পারে৷ কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যৌনতা নিয়ে আজও রক্ষণশীল ভারত৷ তাই ছোটবেলা থেকেই ক্রমাগত চেপে থাকতে থাকতে ভারতীয় নারীদের ভবিষ্যত হয়ে ওঠে চরম কষ্টের৷ শারীরিক সম্পর্ককে একটি চরম অন্যায় বলে মানতে শুরু করেন অনেক নারী৷ এমনই একটি বিষয় নিয়ে সম্প্রতি মুখ খুললেন ভারতীয় এক দম্পতি৷ নিজেদের বিবাহিত জীবনের কথা বলতে গিয়ে ভেঙে পড়েন স্বামী৷ প্রতিটি কথায় কথায় স্ত্রীকে ভালোবেসেও ছেড়ে থাকার যন্ত্রনাটা বেরিয়ে আসছিল তার কথায়৷ দুই বছর আগে নিয়ম মেনে বিয়ে হয় তার৷ তাদের দু’জনের একে অপরের প্রতি ভালোবাসায় কোনও কমতি ছিলনা৷ এমনকি পরপুরুষ কিংবা অন্য নারী নিয়েও কোনও সমস্যা ছিল না তাদের মধ্যে৷ শুধুমাত্র সমস্যা একটাই ছিল৷ তা হলো যৌনতা বা শারীরিক সম্পর্ক৷  তিনি জানান, প্রায় প্রতিদিনই একের পর এক চমক দিয়ে স্ত্রীয়ের কাছে যাওয়ার চেষ্টা করতেন স্বামী৷ কিন্তু কোনও কিছুই যেন তার স্ত্রীকে উত্তেজিত করত না৷ বিয়ের পর আটমাস কেটে যেতেও তাদের যৌন সম্পর্কে কোনও পরিবর্তন ঘটেনি৷ কিছু কিছু সময় দেখে মনে হত যে তার স্ত্রী জোর করে বাধ্য হচ্ছে৷ ধী...

দুর্বৃত্তের গুলিতে নিরাপত্তারক্ষীসহ বিজেপি নেতা নিহত/প্রকাশ : ১৬ নভেম্বর, ২০১৭ ১৯:৫৬

Image
ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা ও লোকসভা সদস্য (এমপি) শিব কুমারকে তার নিরাপত্তারক্ষীসহ গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির কাছাকাছি শহর গ্রেটার নইদার বিসরাখে এ হত্যাকাণ্ড ঘটে। এসময় গুরুতর হন আরও দুইজন। এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শিব কুমার চলন্ত গাড়িতে ছিলেন। গাড়িটি গ্রেটার নইদার বিসরাখ এলাকায় পৌঁছালে কাছাকাছি থেকে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্ত তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান বিজেপি নেতা ও এমপি শিব কুমার। গাড়িতে থাকা দুই নিরাপত্তারক্ষীও গুলিতে মারা গেছেন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একটি ডিভাইডারে গিয়ে জোরে ধাক্কা লাগে। এতে চালকসহ গাড়িতে থাকা আরও দুইজন গুরুতর হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ

বন্যায় কোন শহর ভাসবে, জানাবে নাসা

Image
বিশ্ব উষ্ণায়নের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্ত পানিতে ডুবে যেতে পারে। এমন আশঙ্কা বেশ কয়েকদিন আগেই করেছিল নাসা। কিন্তু কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে সেটিও এবার জানা যাবে নাসার একটি বিশেষ টুল মারফত। গবেষকরা জানান, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এবং যে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী ঘুরছে সেটির সম্পূর্ণ তথ্য সংগ্রহ করবে এই টুলটি। সেই তথ্যের উপর নির্ভর করেই টুলটি কাজ করবে। এর পাশাপাশি কোন শহরে হিমবাহ রয়েছে, কখন কি পরিমাণে হিমবাহ গলছে কোন শহরে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেখা যাবে এই টুলে। ফলে আগে থেকেই সেই শহরকে সতর্কবার্তা পৌঁছে দিতে পারবে নাসা।   এছাড়াও সমুদ্রস্তরের উপরও বিশেষ লক্ষ্য রাখবে এই টুলটি। সমুদ্রে পানির স্তর ওঠানামা করছে কি না সেটিও দেখা যাবে এই বিশেষ টুলটির মাধ্যমে।   ইতিমধ্যেই ওই টুলটি থেকে জানা গেছে, গ্রীনল্যান্ডের বরফ গলছে। যার ফলে লন্ডনের সমুদ্রস্তর বাড়তে পারে। এর ফলে লন্ডনে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে নাসা।   বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

ত্রিভুজ প্রেমের নির্মম বলি

Image
ক’দিন ধরেই মন খারাপ সুবীরের। ভার্সিটিতে যায়। ক্লাস করে না। লনে, মাঠে একা একা বসে থাকে। বন্ধু বান্ধবদের সঙ্গেও কথাবার্তা কমিয়ে দিয়েছে। তার মনের ভিতরে শুধু সনি। তার প্রেমিকা। তার সব ভাবনাই যেন সনিকে ঘিরে। যাকে এতটাই ভালোবাসে সুবীর, সেই কিনা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে! আগে সারাটা দিন এক সঙ্গে কাটাত। দুজন দুজনের বাসায় যেত। প্রেম ভালোবাসা থেকে তাদের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক।  তবে কেন সনি দূরে দূরে থাকছে। ভার্সিটির মাঠের গাছ তলায় বসে সুবীর এমন সব ভাবতে ভাবতে আনমনা হয়ে যাচ্ছিল। বিকাল গড়িয়ে সন্ধ্যা। সেদিকে খেয়াল নেই। সুবীর! পেছন থেকে সনির কণ্ঠ! হতচকিত হয়ে পড়ে সুবীর। পেছন ফিরে তাকাতেই সনিকে দেখে। সুবীর এক লাফে দাঁড়িয়ে যায়। ‘কী করছো একা একা? ক্লাসে দেখলাম না। ইদানীং তুমি ক্লাসে যাচ্ছ না। কী হয়েছে, বল তো? শরীর খারাপ?’ এক নিশ্বাসে কথাগুলো বলে যায় সনি। ‘না না! আমার কিছু হয়নি। ভালো লাগছিল না কিছু। এখন মন ভালো হয়ে গেছে। চলো আমরা কোথাও গিয়ে বসি। অনেক কথা আছে তোমার সঙ্গে। ’- সুবীরের এমন প্রস্তাবে রাজি হয়ে যায় সনি। তারা দ্রুত ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। হালকা কিছু খাওয়া-দাওয়া করে তারা সুবীরের বা...

FIFA World Cup

Image
FIFA World Cup   Source   Subhendu Ghosh