বন্যায় কোন শহর ভাসবে, জানাবে নাসা

বন্যায় কোন শহর ভাসবে, জানাবে নাসা
বিশ্ব উষ্ণায়নের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্ত পানিতে ডুবে যেতে পারে। এমন আশঙ্কা বেশ কয়েকদিন আগেই করেছিল নাসা।
কিন্তু কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে সেটিও এবার জানা যাবে নাসার একটি বিশেষ টুল মারফত।
গবেষকরা জানান, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এবং যে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী ঘুরছে সেটির সম্পূর্ণ তথ্য সংগ্রহ করবে এই টুলটি। সেই তথ্যের উপর নির্ভর করেই টুলটি কাজ করবে। এর পাশাপাশি কোন শহরে হিমবাহ রয়েছে, কখন কি পরিমাণে হিমবাহ গলছে কোন শহরে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেখা যাবে এই টুলে। ফলে আগে থেকেই সেই শহরকে সতর্কবার্তা পৌঁছে দিতে পারবে নাসা।  
এছাড়াও সমুদ্রস্তরের উপরও বিশেষ লক্ষ্য রাখবে এই টুলটি। সমুদ্রে পানির স্তর ওঠানামা করছে কি না সেটিও দেখা যাবে এই বিশেষ টুলটির মাধ্যমে।  
ইতিমধ্যেই ওই টুলটি থেকে জানা গেছে, গ্রীনল্যান্ডের বরফ গলছে। যার ফলে লন্ডনের সমুদ্রস্তর বাড়তে পারে।
এর ফলে লন্ডনে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে নাসা।  
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা