পাহাড়ে বৈসাবি উৎসব শুরু
রাঙামাটিতে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসুক-বিষু অর্থাৎ বৈসাবি। আর এ উৎসবকে ঘিরে বসানো হয়েছে মেলা। পার্বত্যাঞ্চলে ১০ ভাষাভাষী ১১টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহিনী সব কৃষ্টি সংস্কৃতি দিয়ে সাজানো হয়েছে মেলার সব স্টল। থরে থরে বসেছে হরেক রকম বাহারি পণ্যের স্টল। সবগুলো স্টল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাচাঙ ঘরের আদলে তৈরি। বাঁশ আর কাঠ দিয়ে। আর এসব স্টলে স্থান পেয়েছে- চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, বম, চাক, পাংখোয়া, লুসাই, খুমী ও খিয়াং নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কৃষ্টি, সংষ্কৃতি, খাবার, নিত্য ব্যবহার্য দ্রব্যাদি বিভিন্ন পণ্য সমগ্রি। এ মেলাকে আরও আকর্ষণীয় করতে যোগ দিয়েছে অপর দু’পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও ভারতের শিল্পীরা। পাহাড়ের আনাচে-কানাচে সর্বত্র এখন সাজ সাজ রব। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে ফিতা কেটে এ বৈসাবি উৎসবের সূচনা করেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি রিজিয়ন কামন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক, রাঙামাটি জেলা পরিষদ চ...