নতুন জীবন দেওয়া পরিবারটিকে ২৬ বছর ধরে খুঁজছিলেন তিনি
গত ২৬ বছর ধরে প্রাণ বাঁচানো মুসলিম পরিবারের সম্মানে রমজান মাসে এক দিন রোজা রাখেন বিকাশ খান্না। ছবিটি ফেসবুক থেকে নেওয়া ১৯৯২ সাল। সাম্প্রদায়িক সহিংসতায় ভারতের মুম্বাই তখন অস্থির। সেই সময় হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তিকে লুকিয়ে রেখেছিল শহরের এক মুসলিম পরিবার। সেই ব্যক্তির জীবন ছিল হুমকির মুখে। কিন্তু সন্তান পরিচয় দিয়ে তাঁর প্রাণ বাঁচায় মুসলিম পরিবারটি। এরপর থেকে গত ২৬ বছর ধরে প্রাণ বাঁচানো মুসলিম পরিবারের সম্মানে রমজান মাসে এক দিন রোজা রাখেন বিকাশ খান্না। এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেফ হিসেবে বিখ্যাত বিকাশ খান্না। তবে খ্যাতির চূড়ায় উঠেও ওই মুসলিম পরিবারের কথা ভুলে যাননি তিনি। ১৯৯২ সালের পর অনেক দিন সেই পরিবারের খোঁজ পাচ্ছিলেন না বিকাশ। শেষে ২৬ বছর পর অপেক্ষার অবসান হয়েছে। প্রাণ বাঁচানো পরিবারের দেখা পেয়েছেন তিনি, তা-ও আবার রমজান মাসে। উৎফুল্ল বিকাশ ওই পরিবারের সঙ্গে ইফতারও করেছেন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন বিকাশ খান্না। ১৯৯২ সালের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ওই সময় মুম্বাইয়ের একটি হোটেলে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯৯২ সালের ডিসেম্বরে যখন ...