Posts

Showing posts from June 17, 2018

নতুন জীবন দেওয়া পরিবারটিকে ২৬ বছর ধরে খুঁজছিলেন তিনি

Image
গত ২৬ বছর ধরে প্রাণ বাঁচানো মুসলিম পরিবারের সম্মানে রমজান মাসে এক দিন রোজা রাখেন বিকাশ খান্না। ছবিটি ফেসবুক থেকে নেওয়া ১৯৯২ সাল। সাম্প্রদায়িক সহিংসতায় ভারতের মুম্বাই তখন অস্থির। সেই সময় হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তিকে লুকিয়ে রেখেছিল শহরের এক মুসলিম পরিবার। সেই ব্যক্তির জীবন ছিল হুমকির মুখে। কিন্তু সন্তান পরিচয় দিয়ে তাঁর প্রাণ বাঁচায় মুসলিম পরিবারটি। এরপর থেকে গত ২৬ বছর ধরে প্রাণ বাঁচানো মুসলিম পরিবারের সম্মানে রমজান মাসে এক দিন রোজা রাখেন বিকাশ খান্না। এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেফ হিসেবে বিখ্যাত বিকাশ খান্না। তবে খ্যাতির চূড়ায় উঠেও ওই মুসলিম পরিবারের কথা ভুলে যাননি তিনি। ১৯৯২ সালের পর অনেক দিন সেই পরিবারের খোঁজ পাচ্ছিলেন না বিকাশ। শেষে ২৬ বছর পর অপেক্ষার অবসান হয়েছে। প্রাণ বাঁচানো পরিবারের দেখা পেয়েছেন তিনি, তা-ও আবার রমজান মাসে। উৎফুল্ল বিকাশ ওই পরিবারের সঙ্গে ইফতারও করেছেন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন বিকাশ খান্না। ১৯৯২ সালের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ওই সময় মুম্বাইয়ের একটি হোটেলে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯৯২ সালের ডিসেম্বরে যখন ...

‘‌বাবা, আমি দেখতে পাচ্ছি না’‌

Image
আবদুল মইন আল হাসান নামে শিশুটির বয়স দশের গণ্ডিও পার হয়নি। আর এর মধ্যেই যুদ্ধের ভয়াবহতার শিকার হতে হল তাকে। মেনে নিতে হল অন্ধত্বকে। সম্প্রতি বোমাবর্ষণে আবদুলের গোটা বাড়িটা উড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় তুরস্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর হাসপাতালের বেডে যখন আবদুলের ঘুম ভাঙে, তখন সে আর কিছু দেখতে পাচ্ছিল না। এরপরই বাবাকে ডাকতে থাকে ছোট্ট আবদুল।  কাতর কণ্ঠে বলে ওঠে, ‘‌বাবা, আমি কিছুই দেখতে পাচ্ছি না।’ ‌এরপর অসহায় বাবা আবদুলকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই পেরে উঠছিলেন না। আর এই গোটা মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।  অনেকেই আবদুলের চিকিৎসার জন্য এগিয়ে আসেন। ইতিমধ্যে ৯৯০ পাউন্ড সংগ্রহও করা হয়েছে। গত কয়েকদিনে সিরিয়ার ইদলিবে বোমাবর্ষণে ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত রবিবার মারা গিয়েছিলেন ৪০ জন।  আবদুলের ভিডিওটি ভাইরাল হলেও লাভ কিছুই হবে না। কারণ রাতে গুলি‌ ও বোমার শব্দে ঘুমাতে যাওয়া, আর সকালে সেই শব্দেই ঘুম ভাঙা। এটাই সিরিয়ায় সাধারণ মানুষের অভ্যাস হয়ে গেছে। আট থেকে আ...

অস্ত্র রেখে তালেবান যোদ্ধাদের সাথে আফগান সেনাদের কোলাকুলি!

Image
মাত্র কয়েকদিন আগেও দু'পক্ষ পরস্পরের সাথে তুমুল লড়াইয়ে ব্যস্ত ছিল। কিন্তু ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছে। শনিবার কাবুলের এই নতুন মেহমানরা নিরাপত্তা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দেন এবং তারপর শহরে ঢোকেন। এরপর আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সাথে কোলাকুলি করেন যা দেখে অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। একজন মুখপাত্র জানান, তালেবান গত শুক্রবার ঈদ উপলক্ষে তিন দিনের এই অস্ত্র-বিরতি ঘোষণা করে। (তালেবানের সাথে  সেলফি  তুলছেন এক আফগান।) একজন জঙ্গিকে শহরের একটি সেতুর ওপর থেকে তালেবানের পতাকা দোলাতেও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। কিন্তু এই তালেবানের সাথে এই আপোষের চিত্র শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছল না। আফগানিস্তানের অন্যান্য শহর থেকেও সৈন্যরা তালেবানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে, এমন ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে। এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নেবে, এমনটাই আশা করছেন অনেক আফগান। সূত্র: বিবিসি বাংলা বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৮/হিমেল