নতুন জীবন দেওয়া পরিবারটিকে ২৬ বছর ধরে খুঁজছিলেন তিনি
- Get link
- X
- Other Apps
১৯৯২ সাল। সাম্প্রদায়িক সহিংসতায় ভারতের মুম্বাই তখন অস্থির। সেই সময় হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তিকে লুকিয়ে রেখেছিল শহরের এক মুসলিম পরিবার। সেই ব্যক্তির জীবন ছিল হুমকির মুখে। কিন্তু সন্তান পরিচয় দিয়ে তাঁর প্রাণ বাঁচায় মুসলিম পরিবারটি। এরপর থেকে গত ২৬ বছর ধরে প্রাণ বাঁচানো মুসলিম পরিবারের সম্মানে রমজান মাসে এক দিন রোজা রাখেন বিকাশ খান্না।
এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেফ হিসেবে বিখ্যাত বিকাশ খান্না। তবে খ্যাতির চূড়ায় উঠেও ওই মুসলিম পরিবারের কথা ভুলে যাননি তিনি। ১৯৯২ সালের পর অনেক দিন সেই পরিবারের খোঁজ পাচ্ছিলেন না বিকাশ। শেষে ২৬ বছর পর অপেক্ষার অবসান হয়েছে। প্রাণ বাঁচানো পরিবারের দেখা পেয়েছেন তিনি, তা-ও আবার রমজান মাসে। উৎফুল্ল বিকাশ ওই পরিবারের সঙ্গে ইফতারও করেছেন।
এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন বিকাশ খান্না। ১৯৯২ সালের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ওই সময় মুম্বাইয়ের একটি হোটেলে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯৯২ সালের ডিসেম্বরে যখন সাম্প্রদায়িক সহিংসতার সূত্রপাত হয়, তখন হোটেলেই আটকে পড়েছিলেন বিকাশ। সেখানে কয়েক দিন থাকার পর ভাইয়ের খোঁজে নিরাপদ আশ্রয় ছেড়ে বের হয়েছিলেন তিনি। কিন্তু পড়ে যান গন্ডগোলে। ঠিক তখনই এক মুসলিম পরিবার তাঁকে আশ্রয় দেয়।
এত দিন ধরে সেই পরিবারের খোঁজ করছিলেন বিখ্যাত এই শেফ। অবশেষে গত সোমবার এক টুইট বার্তায় তিনি জানান, খোঁজ পেয়েছেন। প্রাণ বাঁচানো পরিবারের সঙ্গে ইফতারের পর লেখা টুইটে বিকাশ লিখেছেন, ‘হৃদয়গ্রাহী সন্ধ্যা। সমস্ত হৃদয়। চোখের পানি। যন্ত্রণা। গর্ব। সাহস। মানবতা। কৃতজ্ঞতা।’
বিকাশ খান্নার এ ঘটনা এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই বিকাশের প্রশংসা করছেন। অসাম্প্রদায়িকতাই ভারতের সত্যিকারের চরিত্র—এমন মন্তব্য করেছেন কেউ কেউ।
- Get link
- X
- Other Apps
Comments