Posts

Showing posts from May 1, 2019

ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় 'ফণী'

Image
প্রতীকী ছবি 'অতি প্রবল' ঘূর্ণিঝড় ফণী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলোকে চার (পুনঃ) চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস থেকে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ঘূর্ণিঝড়টি ৩ মে ওড়িশা উপকূল অতিক্রম হওয়ার কথা। এর প্রভাবে বাংলাদেশে পরদিন ৪ মে বৃষ্টিপাত হবে অনেক। ওড়িশা উপকূল অতিক্রমের পরই বলা যাবে বাংলাদেশে এর কেমন প্রভাব পড়ে। ওদিকে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'ফণী' আরও সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,১৯০ কিলোমিটার ও মংলা থেকে ১,০৯৫ কিলোমিটার ও পায়রা থেকে ১,১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সব...