ভিন্ন সুর মিয়ানমারের
প্রথম আলো ফাইল ছবি বাংলাদেশের সঙ্গে গত মঙ্গলবার মিয়ানমারের বৈঠক হয়। শূন্যরেখায় আটকে থাকা সাড়ে পাঁচ হাজার রোহিঙ্গাকে মিয়ানমার ফিরিয়ে নিতে রাজি হয়। এখন মিয়ানমারের গণমাধ্যম বলেছে, ত্রাণ সহায়তার কারণে রোহিঙ্গারা শূন্যরেখা থেকে সরছে না। শূন্যরেখায় আটকে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর এখন ভিন্ন সুর তুলেছে মিয়ানমার। দেশটির সরকারি দৈনিক দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার গতকাল বুধবার এক প্রতিবেদনে বলেছে, শূন্যরেখায় আটকে থাকা রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ত্রাণ সহায়তা বন্ধ করতে হবে। ওই ত্রাণ সহায়তার কারণে রোহিঙ্গারা শূন্যরেখা থেকে সরছে না। উল্টো মিয়ানমার সরকারের বিরুদ্ধে মিথ্যে হামলার খবর প্রচার করছে। বাংলাদেশের সঙ্গে গত মঙ্গলবার বৈঠকে মিয়ানমার নিঃশর্তভাবে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা সাড়ে পাঁচ হাজার রোহিঙ্গাকে উত্তর রাখাইনে ফিরিয়ে নিতে রাজি হয়। ওই বৈঠকের এক দিন পর এখন অন্য কথা বলছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম। মিয়ানমারের এই অবস্থানের বিষয়ে জানতে চাইলে গত মঙ্গলবারের বৈঠকে উপস্থিত বাংলাদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা...