বিয়ের পরে কোন কাজের জন্য বিশ্রাম পাচ্ছেন বিরাট?‌

বিয়ের পরে কোন কাজের জন্য বিশ্রাম পাচ্ছেন বিরাট?‌
শ্রীলঙ্কায় আসন্ন ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিকে। পুরোটাই নির্ভর করছে ভারত অধিনায়কের উপর। 
নির্বাচকরা জানিয়েছেন, চাইলে বিশ্রাম নিতেই পারেন বিরাট। কারণ বিয়ের পরপরই দক্ষিণ আফ্রিকা সফরে চলে এসেছেন বিরাট। তারপর থেকে টানা খেলে চলেছেন। প্রথমে তিন টেস্টের সিরিজ। তারপর ছয় ম্যাচের একদিনের সিরিজ। এখন চলছে টি-২০ সিরিজ। 
শনিবার শেষ হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। তারপর দেশে ফিরবেন ক্রিকেটাররা। ফিরে এসেই বিশ্রামের সুযোগ কম। উড়ে যেতে হবে শ্রীলঙ্কায়। দ্বীপপুঞ্জের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যেখানে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ খেলবে। ৬ মার্চ শুরু টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর রয়েছে আইপিএল। অবশ্য তার আগে ১৫ দিন‌ বিশ্রাম পাবেন ভারতীয় ক্রিকেটাররা। 
এক শীর্ষ বোর্ডকর্তা জানিয়েছেন, বিরাট বিশ্রাম চাইলে ওকে তা দেওয়া হবে। সিদ্ধান্ত বিরাটই নেবে। তবে টি ২০ সিরিজে বিরাট হয়ত খেলতে চাইবে। কারণ মরসুমের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা এটাই। শ্রীলঙ্কার টুর্নামেন্ট শেষ হওয়ার পর আইপিএলের আগে ১৫ দিন বিশ্রাম পাবে বিরাট।
আইপিএলের কথা মাথায় রেখে ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাকেও বিশ্রাম দেওয়া হতে পারে। দু'জনেই চলতি সিরিজে প্রচুর ওয়ার্কলোড নিয়েছেন। ভুবি, বুমরাকে শ্রীলঙ্কায় বিশ্রাম দেওয়া হলে নতুন বলে চ্যালেঞ্জ নিতে হবে জয়দেব ও শার্দুল ঠাকুরকে।
বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা