Posts

Showing posts from September 23, 2018

বাছাইপর্বে সেরা হয়ে পরের ধাপে বাংলাদেশের মেয়েরা

Image
ভিয়েতনামের বিপক্ষে জয়ের পর মেয়েরা। ছবি: শামসুল হক ভিয়েতনাম নিয়ে ভয় ছিল। কিন্তু বাংলাদেশের মেয়েরা সেই ভয়ের বাধা পার হলো ২-০ গোলের জয় দিয়েই। এই জয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ, বাংলাদেশ’—প্রকম্পিত গর্জন। গ্যালারিতে লাল-সবুজ পতাকা। এএফসি অনূর্ধ্ব ১৬ বাছাইপর্বের অলিখিত ফাইনাল ম্যাচে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দেখা গেল এমন দৃশ্য। দর্শকদের সমর্থনের জবাবটা ভালোই দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে পা রেখেছে বাংলাদেশ। একটি করে গোল করেছে ফরোয়ার্ড তহুরা খাতুন ও ডিফেন্ডার আঁখি খাতুন। আজকের ম্যাচের আগে টানা তিন জয়ে দু দলের পয়েন্টই ছিল সমান নয়। কোনো গোল না খেয়ে দুই দলই গোল করেছে সমান ২৫টি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে পা রাখতে দুই দলের প্রয়োজন-ই ছিল জয়।ম্যাচটিকে তাই ধরা হয়েছিল সেয়ানে সেয়ানে লড়াই। কিন্তু কিসের কি। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ভিয়েতনামের মেয়েরা। স্কোর লাইনটা বোঝাতে পারছে না ম্যাচে তহুরা খ...

পাকিস্তানকে ‘যন্ত্রণাদয়ক প্রতিশোধের’ হুমকি ভারতীয় সেনাপ্রধানের

Image
ভারত শাসিত কাশ্মীরে এক সীমান্তরক্ষী ও দুই পুলিশ সদস্যের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ‘যন্ত্রণাদায়ক প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। শুক্রবার নয়া দিল্লি পাকিস্তান ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক বাতিল ঘোষণা দেয়ার পরদিন শনিবার এই হুমকি দেন জেনারেল বিপিন রাওয়াত। রাওয়াত বলেন,  সন্ত্রাসী ও পাকিস্তানের সেনাবাহিনী যেসব বর্বর কাজ করছে তার বিরুদ্ধে আমাদের কঠোর প্রতিশোধ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, হ্যা, সময় হয়েছে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার। তবে একই ধরণের বর্বর উপায়ে নয়। যদিও আমার ধারণা তারাও একই ধরণের কষ্টই অনুভব করবে। রাওয়াত বলেন, আমি মনে করি যে, আমাদের সরকারের নীতিমালা বেশ নিখুঁত ও সুস্পষ্ট। আমরা এ বিষয়ে কোন লুকোছাপা করিনি যে, সন্ত্রাসবাদ ও আলোচনা হাতে হাত রেখে চলতে পারে না।  সন্ত্রাসবাদের মাধ্যমে ভীতিপ্রদর্শন বন্ধ করতে হবে পাকিস্তানের। এদিকে, ভারতীয় সেনাপ্রধানের হুমকির জবাবে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চোধুরি বলেন যে, পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখবে। বিশ্ব দেখছে কে শান্তি চার আর কে যুদ্ধ! ফাওয়াদ...

'যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে'

Image
ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সিনিয়র উপদেষ্টা ও সহকারী মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য করা হবে। জেনারেল সাফাভি শনিবার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, ইরান গত চার দশকে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিতে পরিণত হয়েছে। আজ ইরানের প্রভাব বলয় কাস্পিয়ান সাগর ও পারস্য উপসাগর ছাড়িয়ে ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছে গেছে। জেনারেল রহিম সাফাভি বলেন, আমেরিকা, ইসরায়েল ও কয়েকটি আরব দেশ মধ্যপ্রাচ্যে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী ছড়িয়ে দেয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছিল তা ব্যর্থ করে দিয়েছে ইরান। সেইসঙ্গে ইরাক ও সিরিয়া সরকারের অনুরোধে ওই দুই দেশে নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সিনিয়র উপদেষ্টা ও সহকারী মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, ইরানের সহযোগিতা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমেরিকা অচিরেই সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করে...

ডুবন্ত বাংলাদেশি জেলেদের উদ্ধার করলো ভারতীয়রা

Image
ঝড়-বৃষ্টির তোড়ে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায় ঢুকে পড়ে বাংলাদেশি জেলেরা। কিছুক্ষণ পর তাদের ট্রলারটিও ডুবতে শুরু করে। সবাই ঝাপ দেন উত্তাল সাগরে। এ অবস্থা দেখে এগিয়ে আসে ভারতীয় জেলেরা। উদ্ধার হন ১৫ জন বাংলাদেশি জেলে। টাইমস অব ইন্ডিয়া। ভারতীয় সুন্দরবনের কেন্দোদ্বীপের অদূরে শুক্রবার এ ঘটনা ঘটে। বাংলাদেশি ট্রলার ‘ইসরাত জাহান’ এর জেলে মাসুদ হাওলাদার জানান, তারা ট্রলার ডুবতে থাকায় সাগরে ঝাপিয়ে পড়েছিলেন। পরে ‘পিংকি’ নামের একটি ভারতীয় জাহাজের জেলেরা তাদের উদ্ধার করে। বাংলাদেশি ট্রলারটিতে মোট ১৬ জন জেলে ছিল। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা যায়নি। তিনি এখনও নিখোঁজ রয়েছেন। ভারতীয় পুলিশ জানায়, জেলেরা বাংলাদেশের লক্ষ্মীপুর, বেথুয়াখালী, বারবুনা ও রাজবল্লভপুর এলাকার। পশ্চিমবঙ্গের জেলে সমিতির নেতা বিজন মাইতি বলেন, ‘বর্তমানে বাংলাদেশি জেলেদের থাকা-খাওয়ার ব্যবস্থা আমরা করছি। তাদেরকে দ্রুত দেশে পাঠাতে পুলিশকে অনুরোধ করেছি। ২০১১ সালে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জেলেদের প্রতি বাংলাদেশিদের উদারতার কথা আমরা ভুলবো না। সেবার ৯৬ জন জেলেকে উদ্ধার করে এক সপ্তাহের মধ্যে দেশের ফেরার ব্যবস্থা করেছ...

পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে সৈন্যসহ নিহত ১৬

Image
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের নর্থ ওয়াজিরিস্তান জেলায় সন্ত্রাস বিরোধী অভিযানে নয় সন্ত্রাসী ও সাত সৈন্য নিহত হয়েছে। শনিবার রাতে এ অভিযান চালানো হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে আরো জানায়, আফগান সীমান্তবর্তী জেলা নর্থ ওয়াজিরিস্তানের সেপেরা কুনার আলগাদ ও ঘারলামাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এতে উভয়পক্ষের সংঘর্ষে নয় সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর গণযোগাযোগ শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তানে একদল জঙ্গি অনুপ্রবেশ করেছে জানতে পেরে সৈন্যরা এ অভিযান চালায় । জঙ্গিরা কোন সংগঠন বা গোষ্ঠীর সদস্য ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সেনাবাহিনী সাধারণত এ ধরনের ঘটনার জন্য তেহরিক-ই-পাকিস্তান তালেবানকে দায়ী করে। -সিনহুয়া, বাসস ইত্তেফাক/ জেআর

পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি

Image
সীমান্ত নিয়ে দ্বন্দ্বে ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা শুরু হয়েছে। এই ইস্যুতে দুই দেশের বাহিনী কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। একে অপরকে পাল্টাপাল্টি হুমকি দিয়েই যাচ্ছেন। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ভারতীয় তিন পুলিশ সদস্য ও এক বিএসএফ সদস্য নিহতের ঘটনায় ফুঁসে উঠেছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী হামলার কড়া জবাব দেওয়া জরুরি বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। অন্যদিকে ভারতের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে বলে হুমকি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের সেনাপ্রধান বলেছেন, ‘আমাদের জওয়ানদের উপর জঙ্গি ও পাকিস্তানের সেনাবাহিনী যে বর্বরোচিত হামলা চালাচ্ছে, তার বদলা নেয়ার জন্য কড়া ব্যবস্থা জরুরি। পাকিস্তান যখনই সীমান্তে ভারতের বিরুদ্ধে কিছু করেছে, তখনই আমরা ওদের উপর পাল্টা আক্রমণ চালিয়েছি। ওরা মে মাসে সংঘর্ষ বিরতির আবেদন জানায়। আমরা সেই আবেদন মেনে নেই। তবে ওরা যদি এ ধরনের আচরণ চালিয়ে যায়, তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে।’ ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্যের পাল্টা বক্তব্যও দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফফার বলেছেন, ‘আমরা যুদ্ধের ...

সামরিক নিষেধাজ্ঞার জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব চীনের

Image
চীনা সামরিক বাহিনীর একটি শাখার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয় করায় শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইকুয়িপমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টেমেন্ট ও এই বিভাগের প্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা বাতিলের আহবান জানায় চীন। অন্যথায় কঠিন পরিণতির হুমকিও দেওয়া হয়। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি এই নিষেধাজ্ঞার ফলে আরো বৃদ্ধি পেয়েছে। শনিবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যম অনুসারে, দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং শনিবার মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্ট্যাডকে তলব করেছেন। তাদের মধ্যে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে রাশিয়াও। তারা সতর্ক করে বলেছে, ওয়াশিংটন আগুন নিয়ে খেলছে। রাশিয়া আরো অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র বিশ্ব অস্ত্র বাজার থেকে রাশিয়াকে বের করে দিতে চাইছে। -আল জাজিরা ইত্তেফাক/জেআর

অল্পের জন্য বেঁচে গেলেন ইউএস বাংলার যাত্রীরা

Image
এবার অল্পের জন্য বেঁচে গেলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রামগামী যাত্রীরা। গত শুক্রবার উড্ডয়ন শুরুর প্রাক্কালেই হঠাৎ এয়ারক্রাফটের নোজগিয়ার অচল হয়ে যায়। এসময় অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর রানওয়ে থেকে সরিয়ে এক পাশে নেওয়া হয় এয়ারক্রাফটটি। সংশ্লিষ্ট সূত্রমতে, গাফেলতির কারণেই এমনটি ঘটেছে। একটি ফ্লাইট উড্ডয়নের আগে করণীয়গুলো যথাযথ প্রতিপালন না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এই সূত্রমতে,  নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার পরও দেশীয় এই বিমান সংস্থাটি সতর্কতামূলক কোনো ব্যবস্থাই নিচ্ছে না। জানা যায়, ইউএস বাংলার চট্টগ্রামগামী ফ্লাইটটি উড্ডয়নের জন্য রানওয়ে অভিমুখে রওনা হয়। রানওয়েতে যাওয়ার পর এয়ারক্রাফটের নোজ গিয়ারে ত্রুটি দেখা দেয় এবং রানওয়ে ব্লক হয়ে যায়। ঐ সময় অবতরণের জন্য অপেক্ষমাণ অন্যান্য ফ্লাইট তখন নামার অনুমতি পায়নি। উড্ডয়নের জন্য অপেক্ষমাণ ফ্লাইটগুলোও বিলম্বিত হয়। বেলা ১১টার পর এক ঘণ্টারও বেশি সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। এসময় অবতরণের অপেক্ষমাণ ফ্লাইটগুলো আকাশে চক্কর দিতে থাকে। পুরো ঘটনা...

বিতর্কের মধ্যেই যাত্রা শুরু হংকংয়ের দ্রুতগামী ট্রেনের

Image
চীনের সাথে যুক্ত হতে যাওয়া দ্রুতগতির ট্রেন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এক্সপ্রেস রেলটি হংকং এর সাথে চীনের দক্ষিণের শহর গুয়ানঝু তে যেতে মাত্র ৪০ মিনিট লাগবে। আগে যে ট্রেনে যাতায়াত করা হত তার চেয়ে অর্ধেকের কমসময় লাগবে। চীনের কর্তৃপক্ষ স্টেশনে যৌথ চেকপোস্ট পরিচালনা করতে পারবে এমনকি ট্রেনের মধ্যেও সেটা করতে পারবে। কিন্তু এই ট্রেনটি উদ্বোধন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ প্রথমবারের মতো চীনের অপরাধ বিষয়ক আইনটি হংকং এ কার্যকর করার দিন চালু করা হচ্ছে। সমালোচকরা বলছেন, এটা হংকং এর স্বাধীনতা এবং মিনি-সংবিধানকে লঙ্ঘন করছে। ট্রেনটি শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। সরকার বলছেন, এই রেল যোগাযোগ হংকং, শেনঝেন এবং গুয়ানঝুর মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাবে। ট্রেনটি সাধারণ মানুষের জন্য আজ রবিবার থেকে চালু করা হবে। একই সাথে মেইন ল্যান্ড চায়নার বাকি অংশ অংশ এবং রাজধানী বেইজিং সাথে যোগাযোগ বৃদ্ধি করবে। এদিকে গণতন্ত্রপন্থী আইন প্রনেতারা এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। এমনকি তারা স্টেশনের বাইরে বিক্ষোভ করেছে। তাদের বক্তব্য এই রেল লিঙ্ক হংকং এর স্বাধীনতার আইনি প্রক্রিয়াকে ছ...