ডুবন্ত বাংলাদেশি জেলেদের উদ্ধার করলো ভারতীয়রা

ডুবন্ত বাংলাদেশি জেলেদের উদ্ধার করলো ভারতীয়রা
ঝড়-বৃষ্টির তোড়ে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায় ঢুকে পড়ে বাংলাদেশি জেলেরা। কিছুক্ষণ পর তাদের ট্রলারটিও ডুবতে শুরু করে। সবাই ঝাপ দেন উত্তাল সাগরে। এ অবস্থা দেখে এগিয়ে আসে ভারতীয় জেলেরা। উদ্ধার হন ১৫ জন বাংলাদেশি জেলে। টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় সুন্দরবনের কেন্দোদ্বীপের অদূরে শুক্রবার এ ঘটনা ঘটে। বাংলাদেশি ট্রলার ‘ইসরাত জাহান’ এর জেলে মাসুদ হাওলাদার জানান, তারা ট্রলার ডুবতে থাকায় সাগরে ঝাপিয়ে পড়েছিলেন। পরে ‘পিংকি’ নামের একটি ভারতীয় জাহাজের জেলেরা তাদের উদ্ধার করে।
বাংলাদেশি ট্রলারটিতে মোট ১৬ জন জেলে ছিল। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা যায়নি। তিনি এখনও নিখোঁজ রয়েছেন। ভারতীয় পুলিশ জানায়, জেলেরা বাংলাদেশের লক্ষ্মীপুর, বেথুয়াখালী, বারবুনা ও রাজবল্লভপুর এলাকার।
পশ্চিমবঙ্গের জেলে সমিতির নেতা বিজন মাইতি বলেন, ‘বর্তমানে বাংলাদেশি জেলেদের থাকা-খাওয়ার ব্যবস্থা আমরা করছি। তাদেরকে দ্রুত দেশে পাঠাতে পুলিশকে অনুরোধ করেছি। ২০১১ সালে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জেলেদের প্রতি বাংলাদেশিদের উদারতার কথা আমরা ভুলবো না। সেবার ৯৬ জন জেলেকে উদ্ধার করে এক সপ্তাহের মধ্যে দেশের ফেরার ব্যবস্থা করেছিল বাংলাদেশের জেলে ও পুলিশ সদস্যরা।’
এ ব্যাপারে পশ্চিমবঙ্গের কোস্টাল পুলিশের ওসি প্রসেনজিৎ জনা জানান, তাদেরকে দেশে পাঠানোর ‍উদ্যোগ নিয়েছি আমরা। তবে এ ব্যপারে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে যোগাযোগ করতে হবে। হাইকমিশন রোববার বন্ধ থাকায় সোমবারের আগে যোগাযোগ করা সম্ভব নয়।
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা