Posts

Showing posts from August 30, 2019

বাংলাদেশের যে ডিফেন্ডারের দাম ১ কোটি ৬৯ লাখ টাকা

Image
জাতীয় দল ও সাইফ স্পোর্টিংয়ের ফুটবলার ইয়াসিন আরাফাত। ছবি: প্রথম আলো ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের সঙ্গে সাইফ স্পোর্টিং ক্লাবের ৩ বছরের চুক্তি করেছে। এরই মধ্যে পেরিয়ে গিয়েছে এক বছর। এখন তাঁকে পেতে চাইলে অন্যান্য ক্লাবগুলোকে গুনতে হবে ২ লাখ ডলার ২০১৮ এর মে থেকে ২০১৯ সালের আগস্ট। সময়ের ব্যাপ্তিতে খুবই ক্ষুদ্র। কিন্তু এই সময়ে আমূল বদলে গিয়েছে বাংলাদেশের এক ফুটবলারের জীবন। গত বছরের মেতেও ছিলেন তৃতীয় বিভাগের কদমতলার খেলোয়াড়। ১৪ মাসের ব্যবধানে সাইফ স্পোর্টিংয়ের জার্সিতে প্রিমিয়ার লিগ খেলে এখন জাতীয় দলের ক্যাম্পে। ইয়াসিনের জীবন কতটা বদলে গিয়েছে, সেটা বোঝাতে অর্থ মূল্যের হিসেব আনা যায় চাইলে। অর্থের বিচারে এই পরিবর্তনের বর্তমান মূল্য ২ লাখ ডলার বা ১ কোটি ৬৯ লাখ টাকা। জাতীয় দলে সদ্য ডাক পেয়েছেন ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। তাঁর ওপর তাই নজর পড়তেই পারে ক্লাবগুলোর। কিন্তু সাইফ স্পোর্টিং থেকে ১৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে কিনতে গুনতে হবে ২ লাখ ডলার। কারণ নতুন চুক্তি অনুযায়ী দলের অমূল্য রত্নকে আটকে রাখতে ‘রিলিজ ক্লজ’ বেঁধে দিয়েছে সাইফ। দেশের ফুটবলের প্রেক্ষাপটে অবিশ্বাস্য অঙ্কটা নির্ধারণ করে আক্ষরি...

মোটরসাইকেল চোর চক্রের ১০ সদস্য আটক

Image
মোটরসাইকেল ও মোবাইল চোর চক্রের সদস্য। ছবি-ইত্তেফাক নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল ও মোবাইল চোর চক্রের ১০ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও ল্যাপটপ পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস ও এসআই আতিকুজ্জামান এক দল পুলিশ নিয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আন্তজেলা মোটরসাইকেল ও মোবাইল চোর চক্রের হোতাসহ ১০ সদস্যকে আটক করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক চারটি চোরাই মোটরসাইকেল, ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আরো পড়ুন :   আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে তাসকিন, বাদ পড়লেন মুস্তাফিজ লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ইত্তেফাক/আরকেজি

আগুনে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’

Image
‘পৃথিবীর ফুসফুস’ বলে খ্যাত আমাজন বন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সবুজ বনের ওপর দিয়ে বয়ে বেড়াচ্ছে লাল অগ্নিশিখা। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স (আইএনপিই) বলছে, চলতি বছরে এখন পর্যন্ত আমাজনের ব্রাজিল অংশে ৭২ হাজার ৮৪৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: ভক্স চলতি বছর ব্রাজিলের আমাজন বনাঞ্চলে অগ্নিকাণ্ড অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পুড়তে থাকা পৃথিবীর সর্ববৃহৎ এই বনাঞ্চল নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। ছবি: ভক্স পৃথিবীতে যতটুকু অক্সিজেন আছে তার ২০ শতাংশ আসে আমাজন বন থেকে। প্রতিবছর ২০০ কোটি মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এই বন। যে কারণে এটাকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়। ছবি: ভক্স পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা। ছবি: ভক্স আমাজনের আগুনের ওপর নজর রাখছে নাসা। আগুনের তীব্রতার ছবিও পাঠাচ্ছে নাসার একাধিক স্যাটেলাইট। তবে আগুনের থেকেও বিজ্ঞানীদের বেশি ভাবিয়ে তুলছে ধোঁয়া। পুড়ে যাচ্ছে একের পর এক গাছ। ছবি: ভক্স আমাজন বন থেকে ২৭০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিলের সাও পাওলো। সেখান...

মহাকাশে কোরআন সঙ্গে নিয়ে যাচ্ছেন যে নভোচারী

Image
ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা হাজা আল মানসুরি। প্রথম কোনও আরব দেশের নাগরিক হিসেবে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, তার এই মিশনে দেশের জাতীয় পতাকার পাশাপাশি মহাকাশে সঙ্গে নিয়ে যাচ্ছেন পবিত্র কোরআনের একখণ্ড পাণ্ডুলিপি।  খবর গালফ নিউজের। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বরাত দিয়ে সংবাদমাধ্যটির প্রতিবেদনে আরও বলা হয়, মহাকাশ সফরে ১০ কেজি পণ্য বহন করতে পারবেন হাজা আল-মানসুরি। সে হিসেবে কোরআনের একখণ্ড পাণ্ডুলিপি, পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহায়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ মহাকাশে নিয়ে যাচ্ছেন এই আরবীয় নভোচারী। সংযুক্ত আরব আমিরাতের ‘মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের’ সহকারী মহাপরিচালক সালেম আল মেরি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশ নভোচারী হলেন হাজা আল-মানসুরি। এটিই প্রথম আমাদের মহাকাশ কর্মসূচী। আমরা সফল হলে মহাকাশ ভ্রমণে সংযুক্ত আরব আমিরাত ১৯তম দেশ হবে।’ মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর মহাকাশযা...

মাংস ছেড়ে ঘাস খাচ্ছে সিংহ! ভিডিও ভাইরাল

Image
সম্প্রতি দেখা মিলেছে ‘তৃণভোজী’ সিংহের। ভারতের গুজরাটের গি অভয়ারণ্যে একটি সিংহ মাংস নয় ঘাস খাচ্ছে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ওই ভিডিওতে দেখা গেছে, একটি সবুজ গাছগাছালিতে ভরা জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছে পশুরাজ। একবার চারদিক দেখে তিনি মন দিলেন খাওয়া-দাওয়ায়। নাহ, সে কোনো পশু শিকার করে খাচ্ছে না। পরিবর্তে সবুজ কচি ঘাস খেয়েই পেট ভরাচ্ছে। ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গির অভয়ারণ্যের এ দৃশ্য যে বিরল তা আর নতুন করে বলার কিছুই নেই। তাই অনেকেই বিরল ঘটনা স্মার্টফোনে ক্যামেরাবন্দি করেছেন। আর বিরল এই দৃশ্য সোশাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্য করেন, সিংহী নাকি ডায়েট করছে। পুরুষ মনে দোলা লাগাতে মাংস ছেড়ে ঘাস খেতে শুরু করেছে সে। অবশ্য পশু বিশেষজ্ঞরা যদিও এই ভিডিও দেখে বিশেষ অবাক হননি। কারণ, তাদের দাবি মাংসাশী বন্যপ্রাণীদের অনেক সময় অম্বল হয়। তখন নিজেকে সুস্থ করে তুলতে ঘাস খায় তারা। এরপর কিছুটা বমি হলেই ফিট হয়ে যায় বন্যপ্রাণীরা। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

৩৯ বছর বয়সে ৩৮ সন্তানের মা যে নারী!

Image
আফ্রিকার উগান্ডায় থাকেন ৩৯ বছরের মারিয়ম নবট্যানজি। একার দায়িত্বে ৩৮ সন্তানের ভরণপোষণ করে চলেছেন। কামপালার উত্তরে ৫০ কিলোমিটার দূরে কফি বাগান দিয়ে ঘেরা একটা ছোট গ্রামে বাস করেন এই স্বামী পরিত্যক্তা। এই নারীর জীবন ছোটবেলা থেকেই কষ্টের। তিন দিন বয়সে তাকে ফেলে রেখে গিয়েছিলেন মা। দাদির কাছেই মারিয়ম বড় হন।   মারিয়মের দাদি ১২ বছর বয়স হলে তাকে এক প্রকার জোর করেই বিয়ে দেন। এর এক বছর পরই মারিয়মের কোলজুড়ে আসে যমজ সন্তান। এতে খুব খুশিও হয়েছিলেন মারিয়ম। এই প্রক্রিয়া চলতে থাকে। টানা চার বার যমজ সন্তানের জন্ম দেন মারিয়ম। এতদিনে তিনি বুঝতে পারেন কোথাও কোনো সমস্যা হচ্ছে। মারিয়ম চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন, তার ডিম্বাশয়ের আকার অত্যন্ত বড় এবং তিনি নিজেও ভীষণভাবে ফার্টাইল। এই অবস্থায় মারিয়মের গর্ভনিয়ন্ত্রণের অপারেশন করা হলে তা প্রাণঘাতীও হতে পারে বলে জানান চিকিৎসক। আরও জানান, কোনও গর্ভনিয়ন্ত্রক ওষুধও তার পক্ষে মারাত্মক হতে পারে। এ সময় কিছুই বুঝে উঠতে পারছিলেন না মারিয়ম। এরই মধ্যে ৮ সন্তানের জন্ম দিয়ে ফেলেছেন। স্বামীকে বিষয়টা জানিয়ে মারিয়ম বলেন, বারবার এভাবে একাধিক সন...

শক্তিশালী হয়ে ধেয়ে আসছে হারিকেন ডোরিয়ান

Image
সাইক্লোন ডোরিয়ান ধেয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও দক্ষিণ জর্জিয়ার দিকে। ইতিমধ্যে দেশটিতে শক্তিশালী এ সাইক্লোনটিকে ক্যাটাগরি-৩ এর মর্যাদা দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে সকলকে। ন্যাশনাল হারিকেন সেন্টার পূর্বাভাস দিয়ে বলেছে, ডোরিয়ান তার শক্তি বাড়িয়েই চলেছে। শুক্রবার নাগাদ এটি শক্তিশালী হয়ে ক্যাটাগরি-৩ এর পর্যায়ে চলে যাবে। রবিবারে ১২৫ মাইল বেগে ফ্লোরিডা ও জর্জিয়ার উপকূলে আঘাত হানবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের ডিরেক্টর কেন গ্রাহামের বরাত দিয়ে বলা হয়েছে সাইক্লোনটি ইতিমধ্যে বুধবারে ইউএস ভার্জিন আইল্যান্ড এবং পুয়ের্তো রিকোতে আঘাত হেনেছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

ট্রেনের ছাদে উঠলেই কারাদণ্ড!

Image
সংগৃহীত ছবি ট্রেনের ছাদে ভ্রমণে এখন থেকে কারাদণ্ডের আইন চালু করা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে কোনো যাত্রী ঝুঁকি নিয়ে ট্রেনে ভ্রমণ করলে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে বলে বাংলাদেশের সব রেলওয়ে স্টেশনে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। এসব নোটিশ টাঙানো থাকবে সব স্টেশনে। এমনকী প্রচারণাও চালানো হবে। এরপরেও কেউ ছাদে ভ্রমণ করলে বাংলাদেশ রেলওয়ে পুলিশের সদস্যরা তাদের আটক করে আইনি পদক্ষেপ নেবেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, অনিরাপদ ওদণ্ডনীয় অপরাধ। এভাবে ছাদে ভ্রমণের কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ফলে ভ্রমণকারীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ছাদে ভ্রমণকারী এবং ভ্রমণে উৎসাহ ও সহযোগিতা প্রদানকারী সমান অপরাধী। আগামী ১ সেপ্টেম্বর থেকে ছাদে ভ্রমণকারীদের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। এ অবস্থায় যাত্রীদের ছাদে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) মোছা. রশিদা সুলতানা গণি বলেন, ট্রেনের ছাদে চড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক বছরের কারাদণ্ডও হতে পারে। এ ব...