বাংলাদেশের যে ডিফেন্ডারের দাম ১ কোটি ৬৯ লাখ টাকা
জাতীয় দল ও সাইফ স্পোর্টিংয়ের ফুটবলার ইয়াসিন আরাফাত। ছবি: প্রথম আলো ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের সঙ্গে সাইফ স্পোর্টিং ক্লাবের ৩ বছরের চুক্তি করেছে। এরই মধ্যে পেরিয়ে গিয়েছে এক বছর। এখন তাঁকে পেতে চাইলে অন্যান্য ক্লাবগুলোকে গুনতে হবে ২ লাখ ডলার ২০১৮ এর মে থেকে ২০১৯ সালের আগস্ট। সময়ের ব্যাপ্তিতে খুবই ক্ষুদ্র। কিন্তু এই সময়ে আমূল বদলে গিয়েছে বাংলাদেশের এক ফুটবলারের জীবন। গত বছরের মেতেও ছিলেন তৃতীয় বিভাগের কদমতলার খেলোয়াড়। ১৪ মাসের ব্যবধানে সাইফ স্পোর্টিংয়ের জার্সিতে প্রিমিয়ার লিগ খেলে এখন জাতীয় দলের ক্যাম্পে। ইয়াসিনের জীবন কতটা বদলে গিয়েছে, সেটা বোঝাতে অর্থ মূল্যের হিসেব আনা যায় চাইলে। অর্থের বিচারে এই পরিবর্তনের বর্তমান মূল্য ২ লাখ ডলার বা ১ কোটি ৬৯ লাখ টাকা। জাতীয় দলে সদ্য ডাক পেয়েছেন ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। তাঁর ওপর তাই নজর পড়তেই পারে ক্লাবগুলোর। কিন্তু সাইফ স্পোর্টিং থেকে ১৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে কিনতে গুনতে হবে ২ লাখ ডলার। কারণ নতুন চুক্তি অনুযায়ী দলের অমূল্য রত্নকে আটকে রাখতে ‘রিলিজ ক্লজ’ বেঁধে দিয়েছে সাইফ। দেশের ফুটবলের প্রেক্ষাপটে অবিশ্বাস্য অঙ্কটা নির্ধারণ করে আক্ষরি...