Posts

Showing posts from June 11, 2018

দুই ও পাঁচ টাকার নতুন নোট বাজারে

Image
বঙ্গবন্ধুর ছবি সংবলিত ২ টাকা ও ৫ টাকা মূল্যমানের নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হয়। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন এই কারেন্সি নোটে স্বাক্ষর রয়েছে অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর। তবে নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ২ ও ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। এসব নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতই থাকবে। এর আগে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ৩ জুন থেকে সব টাকার নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। রাজধানীরর বিভিন্ন ব্যাংকের নর্দিষ্ট কিছু শাখা থেকে গ্রাহকরা নতুন এসব নোট সংগ্রহ করছেন। জানা গেছে, ঈদের ছুটির পূর্ব কার্যদিবস পর্যন্ত গ্রাহকরা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন নতুন নোট সংগ্রহ করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে...

গর্ভ ভাড়া দিতে যাচ্ছেন ঐশ্বরিয়া!

Image
বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের একমাত্র কন্যার নাম আরাধ্যা। একমাত্র সন্তানকে নিয়ে সুখে দিন কাটছে সাবেক বিশ্ব সুন্দরীর। কিন্তু অ্যাশ এবার গর্ভ ভাড়া দিতে যাচ্ছেন।  গর্ভ ভাড়া দেয়া বা সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দেয়া এখন বলিউডে বেশ পরিচিত এক পদ্ধতি। যার সর্বশেষ উদাহরণ করণ জোহরের যমজ সন্তান। গত বছর তাদের জন্ম হয়। শাহরুখ খানের ছেলে আব্রাম ও তুষার কাপুরের ছেলে লক্ষের জন্মও হয়েছে সারোগেসি পদ্ধতির মাধ্যমে।  করণ-শাহরুখদের সন্তান জন্ম দেওয়ার ঘটনাটা বাস্তবে হলেও ঐশ্বরিয়াকে সিনেমার পর্দায় একজন সারোগেট মাদারের ভূমিকায় দেখা যাবে।সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া নতুন চলচ্চিত্র ‘জেসমিন’-এ এমন চরিত্রের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে মুম্বাই মিররের বরাত দিয়ে জানিয়েছে জিনিউজ।  বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘জেসমিন’ ছবিটির কাহিনী। ঘটনাটি ঘটেছিল গুজরাটের পুসকারে। ‘জেসমিন’ চলচ্চিত্রটি এমন একজন নারীর গল্প বলবে, যিনি গর্ভ ভাড়া দিয়ে তার সন্তানের প্রতি মায়ায় জড়িয়ে পড়বেন। আর মুম্বাই মিররের খবরে জানানো হয়েছে যে, সে নারীর চরিত্রেই অভিনয়...

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক চায় উত্তর কোরিয়া

Image
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়ার কথা ভাবছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এমন সম্ভাবনার কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ঐতিহাসিক বৈঠকের এক দিন আগে নিভৃতচারী দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এমন কথা বলল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রডং সিনমুনের সম্পাদকীয়তে বলা হয়, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সিঙ্গাপুরে গেছেন কিম। নতুন যুগের পরিবর্তিত চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়া নতুন সম্পর্ক গড়বে। নানা নাটকীয়তার পর কাল মঙ্গলবার ট্রাম্প ও কিম বৈঠকে বসছেন। বৈঠকে বসতে দুই নেতাই গতকাল রোববার সিঙ্গাপুরে পৌঁছেছেন। সিঙ্গাপুরের অবকাশ দ্বীপ সেন্টোসায় এই বৈঠক হবে। ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের নতুন সম্পর্ক গড়ার সম্ভাবনা নিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম যে মন্তব্য করেছে, তা দেশটির অবস্থান বদলের ইঙ্গিত দেয়। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার শত্রুতার সম্পর্ক চলে আসছে। কিন্তু এখন উত্তর কোরিয়া যে ভাষায় কথা বলছে, তাতে নমনীয়তার ছাপ লক্ষ করা যাচ্ছে। ট্রাম্প ও কিম সিঙ্গাপুরে পৃথক হোটেল উঠেছেন। তাঁদের হোটে...

ট্রাম্প-উন-পুতিন-বিন সালমান যেন সিনেমার চার চরিত্র

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, উত্তর কোরিয়ার কিম জং-উন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চার বিশ্বনেতা প্রায় প্রতিদিনই ঘটিয়ে চলেছেন নতুন নতুন কাণ্ডকারখানা। ট্রাম্পের অদ্ভুত সব কথাবার্তা আর খামখেয়ালিপনায় বিশ্ববাসীর চমক ভাঙতে না ভাঙতেই উত্তর কোরিয়ার উন দিয়ে বসেন নতুন হুঁশিয়ারি। কার কাছে কত বড় পরমাণু বোমা আছে, এ নিয়ে চলতে থাকে দুজনের পাল্টাপাল্টি হুমকি-ধমকি। আর দূরে বসে মজা দেখেন পুতিন। ওদিকে আবার সৌদি যুবরাজ সালমান একের পর এক চমক দিয়েই যাচ্ছেন। চারজনকে নিয়ে আগ্রহের শেষ নেই। পশ্চিমা বিশ্বের গণমাধ্যম বিবিসি, সিএনএন, এএফপি, রয়টার্সের বড় একটা অংশজুড়েই থাকেন এই চারজন। প্রায় একই অবস্থা আমাদের গণমাধ্যমেও। আন্তর্জাতিক সংবাদের বড় একটা অংশজুড়ে চলে চতুষ্টয়ের দাপট। প্রশ্ন হলো, এই চারজনের প্রতি কেন এত আগ্রহ মানুষের? মনোবিজ্ঞানীরা বলেন, নতুন, প্রথাবিরোধী, অস্বাভাবিক যেকোনো বিষয়ের প্রতি মানুষের সহজাত আগ্রহ থাকে। অদ্ভুত কর্মকাণ্ড, উল্টাপাল্টা মন্তব্য, সাহস, কূটচাল—এসব আকৃষ্ট করে মানুষকে। তাই প্রথাগত, নরমসরম...

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে কিমের সাক্ষাৎ

Image
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং’য়ের সঙ্গে দেখা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে  ঐতিহাসিক বৈঠককে সামনে রেখে রবিবার আগেভাগেই সিঙ্গাপুর পৌঁছেছেন কিম। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, রবিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সিঙ্গাপুরে পৌঁছান কিম। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের আয়োজন করার জন্য লুং’কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠকে প্রধানমন্ত্রী লি, চেয়ারম্যান কিমের সফলতা কামনা করেছেন। তিনি আশা ব্যক্ত করেছেন যে, বৈঠকটি কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার দিকে অগ্রগতি ঘটাবে। কিমের কয়েক ঘণ্টা পর ট্রাম্পও উত্তর কোরিয়া পৌঁছান। তিনি আজ স্থানীয় সময় সোমবার লি'র সঙ্গে দেখা করবেন।  ট্রাম্প-কিম বৈঠকটি সিঙ্গাপুরের কাপেল্লা হোটেলে অনুষ্ঠিত হবে। এটাই হবে ক্ষমতাসীন কোন মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় কোন নেতার মধ্যকার প্রথম বৈঠক। ইত্তেফাক/ জেআর

কিম নয়, ক্ষতি হবে ট্রাম্পের!

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরে আলোচনায় বসছেন। এরইমধ্যে দুই নেতাই সিঙ্গাপুর পৌঁছেছেন। ট্রাম্প জি-৭ সম্মেলন শেষে কানাডায় ঘোষণা দিয়েছেন কিমকে তিনি একবারই সুযোগ দেবেন। এ বৈঠক ব্যর্থ হলে কিমের ক্ষতি হবে। তবে বিশ্লেষকরা ধারণা করছেন, বৈঠক ব্যর্থ হলে ক্ষতি হবে ট্রাম্পেরই। দক্ষিণ কোরিয়া ও চীনের নেতৃত্বের সঙ্গে এরই মধ্যে দুবার করে বৈঠক করেছেন কিম জং উন। এ ছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উত্তর কোরিয়া ঘুরে গেছেন এবং উনকে রাশিয়া সফরের দাওয়াত দিয়ে দেশে ফিরেছেন। তিন সীমানা প্রতিবেশীর সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা এরই মধ্যে সীমান্ত অঞ্চলে জমি কেনায় ব্যস্ত হয়ে পড়েছে। ব্যস্ততা শুধু সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেই নয়, সরকারি পর্যায়েও শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার কায়েসংয়ে ও পরদিন শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আলোচনায় বসেন দুই দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। ট্রাম্প বলেছেন, তিনি উত্তর কোরিয়ার ওপর ‘সর্বোচ্চ চাপ’ সৃষ্টি করার কথা আর বলতে...

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত পুতিন

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  ওয়াশিংটন প্রস্তুত থাকলেই এই বৈঠক সম্ভব বলে জানিয়েছেন তিনি।  পাশাপাশি কানাডার কুইবেকে জি-৭ আউটরিচ সম্মেলনে পুনরায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার সুপারিশের জন্য ট্রাম্পকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট। রবিবার চীনের কিংদোও শহরে সম্মেলনের এক ফাঁকে পুতিন সাংবাদিকদের জানান, অস্ট্রিয়াসহ বেশ কিছু দেশ ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের আয়োজন করতে চেয়েছে।  পুতিন জানান, ‘আমেরিকার প্রেসিডেন্ট অনেকবার বলেছেন যে এ ধরনের বৈঠক হতে পারে।’ তিনি আরও বলেন, ‘অবশ্যই আমার কাজের সূচি অনুযায়ী বৈঠকটি অনুষ্ঠিত হবে।’ জি-৭ সম্মেলনে ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, রাশিয়ার আবার যোগদান করলে জি-৭ থেকে ফের জি-৮ এ রূপান্তরিত হবে। এদিকে, বহিষ্কৃত রাশিয়াকে আবারো অন্তর্ভুক্তির ব্যাপারে ট্রাম্পের প্রস্তাবে জি-৭ এর অন্যান্য সদস্য দেশগুলো আপত্তি তুলেছে। উল্লেখ্য, আমেরিকার গোয়েন্দা সংস্থার অভিযোগ ছিল, ২০১৬ সালে আমেরিকার নির্বাচনে পুতিন ট্রাম্পকে সাহায্য করেছেন। আমেরিকার সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট ট্রাম্...