Posts

Showing posts from September 14, 2021

নারী ও পুরুষের একসঙ্গে কাজ করা উচিত নয়: তালেবান নেতা

Image
  তালেবান ঘোষিত মন্ত্রিসভায় কোনো নারী নেই ছবি: রয়টার্স আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের এক জ্যেষ্ঠ সদস্য বলেন, নারী ও পুরুষের একসঙ্গে কাজ করা উচিত নয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তালেবানের ওই জ্যেষ্ঠ সদস্যের নাম ওয়াহিদুল্লাহ হাশিমি। তাঁর মন্তব্য তালেবানের নতুন সরকারের নীতির কতটা প্রতিফলন, তা স্পষ্ট নয়। তবে তিনি বর্তমান তালেবান নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হাশিমি বলেন, নারীদের যেখানে খুশি সেখানে কাজ করার অধিকার দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও তালেবান তাদের সংস্করণের শরিয়াহ বা ইসলামি আইন সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। বিজ্ঞাপন বিজ্ঞাপন হাশিমি এক সাক্ষাৎকারে বলেন, ‘আফগানিস্তানে শরিয়াহ আইনব্যবস্থা আনার জন্য আমরা ৪০ বছর ধরে লড়াই করেছি। শরিয়াহ আইন পুরুষ ও নারীদের একত্র হতে বা এক ছাদের নিচে একসঙ্গে বসার বিষয়টি অনুমোদন দেয় না।’ হাশিমি বলেন, ‘নারী ও পুরুষ একসঙ্গে কাজ করতে পারেন না, এটা পরিষ্কার। অফিসে এসে আমাদের মন্ত্রণালয়ে কাজ করার অনুমতি তাঁদের নেই।’ তালেবানের অতীতের কট্টর নীতি যদি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে দেশটির সরকারি অফিস, ব্যাংক...

চীনে প্রাথমিক বিদ্যালয় খোলার পরই বাড়ছে করোনা সংক্রমণ

Image
  চীনের ফুজিয়ানে প্রাথমিক বিদ্যালয় খোলার পর ছড়িয়েছে করোনা সংক্রমণ।  ছবি: এএফপি চীনের ফুজিয়ান প্রদেশে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার পরই বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। বিবিসির খবরে বলা হয়েছে, প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে, এক শিক্ষার্থীর বাবা করোনায় আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁর মাধ্যমে ছড়িয়েছে সংক্রমণ। এরপর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ফুজিয়ান কর্তৃপক্ষ বলছে, সেখানকার সব শিক্ষার্থী ও শিক্ষকের করোনা পরীক্ষা করা হবে। ঘোষণার ৪ দিনের ব্যবধানে ফুজিয়ানে ১০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বিজ্ঞাপন বিজ্ঞাপন চীনে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল হুবেই প্রদেশের উহান থেকে। এরপর সেই সংক্রমণ নিয়ন্ত্রণেও আসে। উহানের পর করোনার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলটি হলো নানজিং। এই এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এক মাস আগে। এরপর ফুজিয়ানের পুতিয়ান শহরে সংক্রমণ ছড়াতে শুরু করে। এই শহরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। আশঙ্কা করা হচ্ছে, উহান ও নানজিংয়ের মতো ভুগতে পারে পুতিয়ান শহরও। এদিকে যে শিশুটির বাবা করোনায় আক্রান্ত হয়েছেন, তিনি ৩৮ দিন আগে সিঙ্গাপুর থেকে ফিরেছেন। ১০ সেপ্টেম্বর তাঁর শরীরে...