নারী ও পুরুষের একসঙ্গে কাজ করা উচিত নয়: তালেবান নেতা
তালেবান ঘোষিত মন্ত্রিসভায় কোনো নারী নেই ছবি: রয়টার্স আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের এক জ্যেষ্ঠ সদস্য বলেন, নারী ও পুরুষের একসঙ্গে কাজ করা উচিত নয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তালেবানের ওই জ্যেষ্ঠ সদস্যের নাম ওয়াহিদুল্লাহ হাশিমি। তাঁর মন্তব্য তালেবানের নতুন সরকারের নীতির কতটা প্রতিফলন, তা স্পষ্ট নয়। তবে তিনি বর্তমান তালেবান নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হাশিমি বলেন, নারীদের যেখানে খুশি সেখানে কাজ করার অধিকার দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও তালেবান তাদের সংস্করণের শরিয়াহ বা ইসলামি আইন সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। বিজ্ঞাপন বিজ্ঞাপন হাশিমি এক সাক্ষাৎকারে বলেন, ‘আফগানিস্তানে শরিয়াহ আইনব্যবস্থা আনার জন্য আমরা ৪০ বছর ধরে লড়াই করেছি। শরিয়াহ আইন পুরুষ ও নারীদের একত্র হতে বা এক ছাদের নিচে একসঙ্গে বসার বিষয়টি অনুমোদন দেয় না।’ হাশিমি বলেন, ‘নারী ও পুরুষ একসঙ্গে কাজ করতে পারেন না, এটা পরিষ্কার। অফিসে এসে আমাদের মন্ত্রণালয়ে কাজ করার অনুমতি তাঁদের নেই।’ তালেবানের অতীতের কট্টর নীতি যদি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে দেশটির সরকারি অফিস, ব্যাংক...