সরকারকে ৫ নভেম্বর পর্যন্ত সময় দিলেন সুপ্রিম কোর্ট
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা চূড়ান্ত করতে আরো সময় পেল রাষ্ট্রপক্ষ। আগামী ৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ গতকাল রবিবার এ দিন নির্ধারণ করেন। গতকাল এ নিয়ে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের ওপর শুনানিকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিধিমালা করা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসার আগ্রহ জানিয়ে বলেছেন, ‘আমার মনে হয় এটা (বিধিমালা) হওয়া দরকার। এটা নিয়ে বসা দরকার। কোথায় কোথায় আপত্তি আছে সেটা খোঁজা দরকার। সময় চাচ্ছেন, সময় দিচ্ছি। তবুও এটা হওয়া দরকার। ’ পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট চূড়ান্ত করার বিষয়ে শুনানির জন্য গতকাল দিন ধার্য ছিল। গত ২০ আগস্ট এক আদেশে দেশের সর্বোচ্চ আদালত গতকালের দিনটি ধার্য করেছিলেন। কিন্তু গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চার সপ্তাহ সময়ের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত উল্লিখিত মন্তব্য করেন এবং ৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে আদেশ দেন। গত ৩০ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কু...