Posts

Showing posts from February 28, 2019

ট্রাম্প–কিমের বৈঠকে কী হলো?

Image
হ্যানয়ে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসির সৌজন্যে বেশ ঢাক পিটিয়ে ভিয়েতনামের হ্যানয়ে বৈঠকে বসেছিলেন ট্রাম্প আর উন। শেষতক কিছুই হলো না। না কোনো চুক্তি, না কোনো সমাধান। বজ্র আঁটুনি ফসকা গেরোর মতো কোনো চমকের জন্ম না দিয়েই বৈঠক শেষ। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বললেন কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন—হবে না। ব্যস, কোনো ঐকমত্য ছাড়াই আজ বৃহস্পতিবার বৈঠক শেষ। বৈঠকের পরে হ্যানয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প নিজেই এ কথা জানান। তিনি বলেন, তৃতীয় সম্মেলনের বিষয়ে কোনো পরিকল্পনা হয়নি বৈঠকে। ট্রাম্প বলেন, ‘অবরোধের বিষয়ে কথা হয়েছে। তাঁরা পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেন। তবে আমরা তা করতে পারি না।’ ট্রাম্প-কিমের এ বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছিল। হোয়াইট হাউসের পক্ষ থেকে আজকের দিনের পরিকল্পনায় বলা হয়, আজ আলোচনার পর দুই পক্ষ ‘যৌথ চুক্তিতে’ স্বাক্ষর করবে। এরপর মধ্যাহ্নভোজে অংশ নেবেন দুই নেতা। তবে সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে ফলাফল শূন্য হয়ে শেষ হলো বৈঠক। হ্যানয়ে ডোনাল্...

নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলতে চান ইমরান খান

Image
নরেন্দ্র মোদি ও ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ কথা জানান। দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এই আগ্রহের কথা জানালেন ইমরান। এর আগে গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও ইমরান ভারতের প্রতি শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যা করছে (হামলা), পাকিস্তানেরও সেটা করার ক্ষমতা রয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজে আজ বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি কথা বলতে চান। টেলিফোনে মোদির সঙ্গে কথা বলে শান্তির প্রস্তাব দিতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেই সাক্ষাৎকারেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি প্রস্তাবের জন্য প্রস্তুত আছেন কি? শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। তবে, তারা (ভারত) যদি শান্তিকে অগ্রাধিকার দেয়, তাহলে আম...

ভিনগ্রহে প্রাণের খোঁজতল্লাশ কি সহজ হয়ে গেল?

Image

অভিনন্দনকে এখনই ফিরিয়ে দিন’, ইমরানকে বার্তা ভুট্টোর নাতনি ফতিমার

Image
ফতিমা ভুট্টো। ছবি- এএফপি ইসলামাবাদের হেফাজতে থাকা ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে সুস্থ শরীরে ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি জানালেন প্রয়াত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতনি ফতিমা বেগম।  প্রধানমন্ত্রী ইমরান খানকে  বললেন, সুস্থ শরীরে যত তাড়াতাড়ি সম্ভব ওই ভারতীয় জওয়ানকে ফিরিয়ে দেওয়া হোক। আর তার মাধ্যমে বার্তা দেওয়া হোক, শান্তি ও মানবতাকে মর্যাদা দিতে চায় পাকিস্তান। এ ব্যাপারে পাক সরকার নাগরিকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম সারির মার্কিন দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত তাঁর উত্তর সম্পাদকীয়তে ৩৬ বছর বয়সী ফতিমা লিখেছেন, ‘‘আমি ও আমার মতো  পাকিস্তানের  তরুণ প্রজন্মের অনেকেই ওই ভারতীয় বায়ুসেনাকে অবিলম্বে ভারতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি আমার দেশের সরকারের (পড়ুন, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার) কাছে। সুস্থ শরীরে ওঁকে ফিরিয়ে দেওয়া হোক। আর এই ভাবেই শান্তি ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিকে মর্যাদা দেওয়া হোক।’’ বুধবার ভারতীয় বায়ুসেনার একটি ‘মিগ-২১’ বিমান ভেঙে পড়ার পর প্যারাশ্যুটে চেপে ঝাঁপ দে...

সেই বিমানের পাইলট ও ক্রুদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ বিমানের একটি বিমানকে ছিনতাই চেষ্টা থেকে রক্ষার জন্য সেই বিমানের পাইলট ও ক্রুদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ গণভবনে বিমানের পাইলট ও কেবিন ক্রুরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলে প্রধানমন্ত্রী তাদের হিরো হিসেবে আখ্যায়িত করে তাদের সাহসিকতা ও দুরদর্শীতার জন্য এই অভিনন্দন জানান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, কোন রকমের প্রাণহানি ও সম্পদহানি ছাড়া বিমান ছিনতাই ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন। এসময় বিমানের পাইলট গোলাম শফী সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তা গভীর মনোযোগ দিয়ে শুনেন এবং পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দুরদর্শীতার ভূয়সী প্রশংসা করেন। এসময় সেই দিনের ফ্লাইটের ফাস্ট অফিসার মুনতাসির মাহবুব ও পাচ কেবিন ক্রু উপস্থিত ছিলেন। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মহিবুল হক এবং বিমানের এম ডি মোসাদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৪শে ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্...

ভারতীয় পাইলট মুক্তি পাবেন কাল: ইমরান খান

Image
পাকিস্তানে আটক ভারতীয় যুদ্ধ বিমানের পাইলট অভিনন্দন। ছবি: ভিডিও থেকে নেওয়া ভারতীয় পাইলটকে আগামীকাল শুক্রবার মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বৃহস্পতিবার পার্লামেন্টে যৌথ সেশনে এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, ভারত-পাকিস্তান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পার্লামেন্টে যৌথ অধিবেশন আহ্বান করা হয়। সেই অধিবেশনেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলেন। প্রধানমন্ত্রী ইমরান বলেন, ‘আমাদের হাতে ভারতের একজন পাইলট বন্দী আছেন। শান্তির বার্তা হিসেবে আমরা কাল (শুক্রবার) তাঁকে মুক্তি দেব।’ এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে উদ্ধৃত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাঁর দেশ ভারতীয় পাইলটকে ফেরত পাঠাতে প্রস্তুত। তবে এ জন্য ভারতকে চলমান উত্তেজনা নিয়ে সংলাপে বসতে রাজি হতে হবে। গতকাল বুধবার পাকিস্তান ভারতের দুটি যুদ্ধবিমান ও ভারত পাকিস্তানের একটি  যুদ্ধবিমান ভূপাতিত   করার দাবি করে। এর মধ্যে পাকিস্তানি সেনাদের হাতে...

মোস্তাফিজ বিশ্রামে, নাকি বাদ!

Image
তামিম ভালো শুরু করেছেন। ছবি: এএফপি বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন টেস্ট সিরিজের শুরুটা একেবারে খারাপ হয়নি বাংলাদেশের। ৫৭ রানের উদ্বোধনী জুটির পর ফিরেছেন সাদমান (২৪)। ৩৩ রানে অপরাজিত তামিমের সঙ্গী হওয়া মুমিনুল ফিরেছেন ১২ রান করেই। তামিম শেষ পর্যন্ত সেঞ্চুরি পেলেও প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোরটা ২৩৪ রানের বেশি হয়নি সাদাপোশাকের মধ্যেই একটা শোকের আবহ আছে। এর মধ্যে বাহুতে কালো বন্ধনী। আগুনে গ্রাস করা ছাই হয়ে যাওয়া জীবন আর স্বপ্নকে আজ শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশ দল। শ্রদ্ধা জানাচ্ছে সৈয়দ আলতাফ হোসেনকেও, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ সদ্যই প্রয়াত হয়েছেন। সকালের মিঠে রোদ আর পাতায় নাচন তোলা ঝিরঝিরে বাতাসের মধ্যেও একটা মন খারাপের গন্ধ লুকিয়ে। বিদেশের মাটিতে প্রথম জাতীয় সংগীত শোনার রোমাঞ্চ ছাপিয়ে বুকে কেমন জানি চিনচিনে অনুভূতি হলো। ওয়ানডে সিরিজের দুঃস্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ দল টেস্টে ভালো করতে চায়, সেই প্রতিজ্ঞা তো আছেই। তামিম ও সাদমানের ব্যাটের কোলে রোদ হেসেছে হ্যামিল্টনে। তবে এর মধ্যে, ঠিক মন খারাপ করে নয়, একটু যেন বিমর্ষ দেখাল মোস্তাফিজকে। নাকি তা দেখার ভুল? মোস্তাফিজের নিজের ভেতরে ...

মিরপুর ১৪ নম্বরের আগুন নিয়ন্ত্রণে

Image
ছবি: সংগৃহীত মিরপুর ১৪ নম্বরের ভাষানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তির আগুন আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বাবুল। তবে এখন পর্যন্ত আগুন নেভানোর কাজ শেষ হয়নি বলে তিনি জানান। আগুন পুরোপুরি নিভে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা যাবে। এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে সেটাও এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। এর আগে মিরপুর ১৪ নম্বরে ভাষানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তিতে রাত দেড়টায় লাগা আগুন একপর্যায়ে ছড়িয়ে পড়ে। সে সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, বুধবার রাত দেড়টায় আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে বাকি ইউনিটগুলোকে যুক্ত করা হয়। সিআরপি হাসপাতালের পাশে ওই বস্তিতে প্রায় ১ লাখের মতো বাসিন্দা আছে বলে জানিয়েছেন স্থানীয় রোকন উদ্দিন নামের একজন। কীভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক কেউ বলতে পারেননি। ভাষানটেক থানার উপপ‌রিদর্শক আবু জাফর তালুকদার মা‌নিক প্রথম আলোকে জানান, ...

ভারত-পাকিস্তানকে উত্তেজনা কমানোর আহ্বান চীনের

Image
ওয়াং ইয় চীনের পররাষ্ট্রমন্ত্রী উত্তেজনা এড়িয়ে পাকিস্তান ও ভারতকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। স্বল্প পরিসরের বিমানযুদ্ধ সর্বাত্মক লড়াইয়ে রূপ নিতে পারে এমন আশঙ্কার প্রেক্ষাপটে কাশ্মীর সংকট প্রশ্নে পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি তার ‘গভীর উদ্বেগের’ কথা ব্যক্ত করেন। খবর এএফপি’র। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয় বলেন, এ অচলাবস্থার সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে হাল নাগাদ তথ্য দিতে বুধবার শাহ মেহমুদ কুরেশির প্রতি বুধবার আহবান জানানোর পর ওয়াং ই’র মন্তব্য আসলো। ওয়াং কোরেশিকে বলেন, পরমাণু ক্ষমতাধর প্রতিবেশী এ দুই দেশ ক্রমবর্ধমান উত্তেজনা পরিস্থিতি এড়াতে তাদের দেয়া প্রতিশ্রুতি আন্তরিকভাবে বাস্তবায়ন এবং সংযত থাকবে বলে তিনি আশা করছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়। ভারত ও পাকিস্তান বুধবার একে অন্যের যুদ্ধবিমান ভূপাতিত করার ঘোষণা দেয়ার পর থেকেই নাটকীয়ভাবে চির প্রতিদ্বন্দ্বী এ দুই দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেয়। ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গ্রুপ জইশ-ই-মোহাম্মদের (জেইএম) দাবি...

খবর ভালো, পাক-ভারত উত্তেজনা কমবে: ট্রাম্প

Image
বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এনডিটিভি। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা কমবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় দিক থেকে ভাল খবর পেয়েছেন জানিয়ে আশাবাদী হচ্ছেন তিনি। বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমি পাকিস্তান ও ভারতের কাছ থেকে খুব ভালো খবর পেয়েছি। তারা কাজ করছে এবং তাদের থামাতে এর সঙ্গে আমরাও জড়িত আছি। আমাদের কাছে খুব ভালো খবর রয়েছে। আশা করি এই সংঘাত শেষ হতে চলেছে।’ এর আগে সংঘাত থামিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রস্তাবে রাজি নয় বলে জানিয়েছে ভারত। বুধবার দুই ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। এর একটি আজাদ কাশ্মীরে বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে আটক করে পাকিস্তান বাহিনী। অপরটি জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়ে মারা যান ৬ ভারতীয় কর্মকর্তা। আরও পড়ুনঃ  দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান, ৬ ভার...