Posts

Showing posts from April 24, 2019

২৭ বছর পর জেগে উঠে ছেলের নাম ধরে ডাকলেন মা

Image
কোমায় থেকে ২৭ বছর পর জেগে উঠলেন সংযুক্ত আরব আমিরাতের এক নারী। ছবি: সংগৃহীত মুনিরা আবদুল্লাহ ছেলেকে স্কুল থেকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে বাসের সঙ্গে সংঘর্ষে আহত হন। মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে চলে যান কোমায়। তখন তাঁর বয়স মাত্র ৩২। তারপর বছরের পর বছর অচেতন থাকেন তিনি। অনেকটা অলৌকিকভাবে জেগে ওঠেন ২৭ বছর পর। জেগেই ডেকে ওঠেন আদরের ছেলে ওমরের নাম ধরে। ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মুনিরা আবদুল্লাহ ১৯৯১ সালে একদিন ছেলেকে স্কুল থেকে আনতে যান। সঙ্গে ছিলেন দেবর। ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি বাসের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি। মস্তিষ্কে গুরুতর আঘাত পান। এরপরই কোমায় চলে যান। ওই সময় ছেলে ওমর ওবাইরের বয়স ছিল ৪ বছর। মুনিরা আবদুল্লাহর আগে কোমা থেকে জেগে উঠে আলোচনার জন্ম দেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার। ছবি: এএফপি গাড়ি চালাচ্ছিলেন মুনিরার দেবর। তিনি ছেলে ওমরকে নিয়ে বসেছিলেন গাড়ির পেছনের আসনে। বাসটির সঙ্গে সংঘর্ষের আগে ছেলের জীবন বাঁচাতে তাঁকে জড়িয়ে ধরেছিলেন মুনিরা। তাঁর চেষ্টা অবশ্য সফল। দেবর গুরুতর আহত হলেও ছেলে তেমন আঘাত পায়ন...