Posts

Showing posts from March 2, 2019

বিশ্বব্যাংক নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ১৮৫ মিলিয়ন ডলার দেবে

Image
ফাইল ছবি বিশ্বব্যাংক বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সক্ষমতা ৩১০ মেগাওয়াট যোগ করতে এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বেসরকারিখাতের অংশগ্রহণ বাড়াতে ১৮৫ মিলিয়ন ডলার সহায়তায় অনুমোদন দিয়েছে। এই উদ্যোগে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ফেনী জেলায় প্রথম পর্যায়ে ৫০ মেগাওয়াটের বড় ধরনের সৌর জ্বালানি প্যানেল পার্ক নির্মিত হবে। বর্তমানে সরবরাহ গ্রিডে ১ দশমিক ৫ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত হয়। এ প্রকল্পে জীবাশ্ম জ্বালানি পরিহারের ফলে তা স্বচ্ছ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিচ্ছন্ন বায়ুমণ্ডলের সহায়ক হবে।যা বছরে ৩৭৭০০০ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমবে। বিশ্বব্যাকের বাংলাদেশ ও ভুটানের অ্যাকটিং কান্ট্রি ডিরেক্টর ড্যান্ডান চেন বলেন, ‌‘বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। এখানকার ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। বাংলাদেশের রয়েছে বিশ্বের অন্যতম সফল অফ-গ্রিড নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি। এর মাধ্যমে জনসংখ্যার ১০ শতাংশের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।’ আরও পড়ুন:  ফের পেছালো প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা তিনি বলেন, এই প্রকল্প নবায়নযোগ্য জ্বালানি...

যুদ্ধবিমানের অপব্যবহার, পাকিস্তানের কাছে জবাব চায় যুক্তরাষ্ট্র!

Image
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত ভারতের আক্রমণের জবাবে দেশটির আকাশসীমায় ঢুকে পড়েছিল পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান। যুদ্ধবিমান এফ-১৬ ব্যবহার করায় বিপাকে পড়েছে পাকিস্তান। এই প্রতি-আক্রমণ করতে গিয়ে পাকিস্তান নিয়ম ভেঙেছে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর তারা এ ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য চেয়েছে পাকিস্তানের কাছ থেকে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে এমনটাই দাবি করা হয়েছে। জি নিউজের খবরের বলা হয়েছে, কয়েকটি শর্তে পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলোর মধ্যে দুটি বিষয় হলো, শুধু সন্ত্রাসবাদ নির্মূলেই এফ-১৬ ব্যবহার করা যাবে, কোনো দেশের ওপর আক্রমণে এই বিমান ব্যবহার করা যাবে না। বিক্রির সময় এই নিয়ম মেনেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিমানগুলো কিনেছিল পাকিস্তান। আসলে এ ক্ষেত্রে শর্তের লঙ্ঘন হয়েছে। সন্ত্রাসবাদ দমনে ব্যবহার না করে ভারতের বিপক্ষে আক্রমণের জন্য এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান। এটাকে অপব্যবহার হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রশাসন। তারা এ ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য চেয়েছে পাকিস্তানের কাছ থেকে। ...

শিশুদের নাম ‘অভিনন্দন’ রাখার হিড়িক ভারতে

Image
ভারতের যুদ্ধবিমানের আটক পাইলট অভিনন্দনকে মুক্তি দিয়েছে পাকিস্তান। প্রায় ৬০ ঘণ্টা পর ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে পাইলট অভিনন্দনকে হস্তান্তর করে পাকিস্তান কর্তৃপক্ষ। শুক্রবার রাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াঘা সীমান্ত দিয়েই ভারতে ফেরেন অভিনন্দন। অভিনন্দন নিজ দেশে ফেরায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। অভিনন্দনের স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভারতের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে শোবিজ, ক্রীড়াঙ্গনসহ সব অঙ্গন। এই পাইলটকে সাহসী বীর বলেও আখ্যা দেয়া হচ্ছে। এমনকি অভিনন্দনের নামে সদ্যজাত শিশুদের নাম রাখার হিড়িক পড়ে গেছে ভারতে। বেশ কিছু পরিবার তাদের সদ্যজাত ছেলে সন্তানের নাম রেখেছেন অভিনন্দন। দৌসার নিহালপুরের ২৬ বছর বয়সী বিমলেস বেন্দারা কয়েকদিন ধরেই টেলিভিশনে ভারত পাকিস্তানের খবর দেখছেন। সেখান থেকেই তিনি জানতে জানতে পারেন যে, পাকিস্তানে আটক হয়েছেন ভারতের বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন বিমলেস। এরপরেই তিনি এবং তার পরিবার সিদ্ধান্ত নেন য...

ভারত-পাকিস্তান পরিস্থিতি এখন কোন দিকে?

Image
প্রধানমন্ত্রী ইমরান খান (বাঁয়ে) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের হাতে আটক ভারতের বৈমানিক অভিনন্দনকে আজ ছেড়ে দিতে পারে পাকিস্তান। গতকাল এ ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, শান্তিপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতেই এই উদ্যোগ। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের এ পদক্ষেপের ভিন্ন অর্থ দেখতে পাচ্ছেন। তাঁরা বলছেন, জেনেভা কনভেনশন অনুসারে তাঁকে ছাড়া হচ্ছে। এতে সমঝোতা বা অন্য কোনো বিষয় নেই। পাকিস্তানের ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, দুই দিনের সামরিক উত্তেজনার পর কাল বুধবার সেই উত্তেজনা কিছুটা স্তিমিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের বৈমানিককে আজ মুক্তি দেওয়ার কথা বলেছেন। এতে তিনি সব দল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশংসা পেয়েছেন। এ ছাড়া ভারতকে আলোচনার প্রস্তাব দেওয়ার কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ভারতীয় বিমানবাহিনীর সূত্রে ভারতের কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছে, আন্তর্জাতিক চাপের কারণে পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে পাকিস...

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবানের হামলা, নিহত ৪০

Image
শুক্রবার আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে হামলা চালায় তালেবান। ছবি: সংগৃহীত। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সংঘর্ষে অন্তত ৪০ জন সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়ার। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সেনাদের সামরিক ঘাঁটিতে হামলা চালায় তালেবান। তালেবান বাহিনী অন্তত তিনটি আত্মঘাতী বোমা হামলা চালায়। সংঘর্ষে তালেবানের ১০জন আক্রমণকারী নিহত হয়েছে বলে জানানো হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ এক বিবৃতিতে এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। আরো পড়ুন:   ট্রুডোর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে এ হামলার দায় ইতিমধ্যে তালেবান স্বীকার করে নিয়েছে।তথ্য সূত্র: সিনহুয়া। ইত্তেফাক/এসআর