আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবানের হামলা, নিহত ৪০

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবানের হামলা, নিহত ৪০
শুক্রবার আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে হামলা চালায় তালেবান। ছবি: সংগৃহীত।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সংঘর্ষে অন্তত ৪০ জন সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়ার।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সেনাদের সামরিক ঘাঁটিতে হামলা চালায় তালেবান। তালেবান বাহিনী অন্তত তিনটি আত্মঘাতী বোমা হামলা চালায়। সংঘর্ষে তালেবানের ১০জন আক্রমণকারী নিহত হয়েছে বলে জানানো হয়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ এক বিবৃতিতে এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।
এ হামলার দায় ইতিমধ্যে তালেবান স্বীকার করে নিয়েছে।তথ্য সূত্র: সিনহুয়া।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা