Posts

Showing posts from July 28, 2019

২০২২ সালে পাকিস্তানিরা মহাকাশে যাবে/২১:১৭, ২৫ জুলাই, ২০১৯

Image
ফাইল ছবি মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা করল পাকিস্তান। চীনের সাহায্যে ২০২২ সালে মহাকাশে নিজেদের প্রথম মহাকাশচারী পাঠাবে দেশটি। সোমবার ভারতের চন্দ্রযান ২-এর সাফল্যের পরই এই ঘোষণা করেছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। পাক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, '২০২০ সালের ফেব্রুয়ারি থেকেই এই অভিযানের প্রস্তুতি শুরু হবে। এর জন্য ৫০ জনের দল তৈরি করা হবে।' প্রসঙ্গত, গত বছর চীনা রকেট ব্যবহার করে দুটি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছিল ইসলামাবাদ। উৎক্ষেপণ করা হয়েছিলো চীনের গোবি মরুভূমির উৎক্ষেপণ কেন্দ্র থেকে। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ২০২২-এর মধ্যে তিন জন ভারতীয়কে অন্তত এক সপ্তাহের জন্য মহাকাশে পাঠানো হবে। অত্যন্ত আলোচিত 'গগনযান' প্রকল্পের আওতায় তাদের পাঠানো হবে । আরও পড়ুনঃ  ফারুক হত্যা: জামায়াতের সাঈদীসহ ১০৪ আসামির বিচার শুরু এই অভিযান সার্থক হলে, মহাকাশে মানুষ পাঠানো দেশের তালিকায় আমেরিকা, রাশিয়া এবং চীনের সঙ্গে নাম জুড়বে ভারতেরও। ইত্তেফাক/টিএস

প্রিন্স সালমানের পরামর্শকের শিরশ্ছেদের আবেদন আদালতে

Image
সৌদির প্রখ্যাত আলেম শেখ সালমান আল-আওদা ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক সময়ের পরামর্শক ছিলেন দেশটির প্রখ্যাত আলেম শেখ সালমান আল-আওদা। এক মামলা সেই শেখ সালমান আল-আওদাকে কারাগারে আটকে রেখে নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। আদালতের কাছে আল-আওদার শিরশ্ছেদ চাওয়া হয়েছে বলে সিএনএনের খবরে বলা হয়েছে। শেখ সালমান আল-আওদার কাছে যুবরাজের সালমান নানা সময়ের রাজনীতির নানান পরামর্শ নেওয়ার কথা জানান তার ছেলে আবদুল্লাহ আলাউদ। তিনি ২০১২ সালের এক ঘটনার বর্ণনা করে সিএনএনকে বলেন, নিজের বাড়িতে বসে আছেন শেখ সালমান আল-আওদা। ওই সময় সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান আল-আওদার সঙ্গে দেখা করতে আসেন। ভবিষ্যৎ প্রিন্সের আসার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বাবা। তখনকার ২৭ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ সালমান ক্যারিশমাটিক ধর্মপ্রচারকের চরম ভক্ত ছিলেন বলেও জানান তিনি। আওদার ছেলে আবদুল্লাহ আলাউদ জানান, যুবরাজের এই আসা-যাওয়াকে আমরা বড় কোনো ঘটনা বলেই মনে করতাম না। রাজনীতির বিভিন্ন বিষয় শিখতে তিনি (সালমান) আসতেন। ওয়াশিংটনভিত্তিক জর্জটাউন বিশ্ববিদ্...

দেশে ইন্টারনেট সংযোগ ৯ কোটি ৬১ লাখ ৯৯ হাজার

Image
ফাইল ছবি চলতি বছরের জুন মাস শেষে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ৯ কোটি ৬১ লাখ ৯৯ হাজার, যা গত মে মাসে ছিল ৯ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার। এর মধ্যে মে মাসে থাকা ৮ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী থেকে এক মাসে বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৪০ লাখ ৯০ হাজারে। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশ করা মাসিক প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে দেশে ১৭ লাখ ৫৪ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের যেকোনো মাসের তুলনায় ইন্টারনেট সংযোগ বৃদ্ধির হার বেশি। জুন মাস শেষে ওয়াইম্যাক্স সংযোগের সংখ্যা ৫৫ হাজার আর আইএসপি ও পিএসটিএন সংযোগের সংখ্যা ৫৭ লাখ ৩৪ হাজারে দাঁড়িয়েছে। বিটিআরসির প্রতিবেদন বলছে, দেশে কার্যকর থাকা মোট ইন্টারনেট সংযোগের ৯৩ দশমিক ৯৮ শতাংশ মোবাইলের মাধ্যমে ব্যবহার করা হয়। গত জুন মাস শেষে দেশে মোবাইল সংযোগ ব্যবহারকারী দাঁড়িয়েছে ১৬ কোটি ১৭ লাখ ৭২ হাজার, যা মে মাস শেষে ছিল ১৬ কোটি ৮ লাখ ২৯ হাজার। জুন মাস শেষে গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখ ৩০ হাজার। রবির কার্যকর সংযোগ দাঁড়িয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার, বাংলালি...

ইসরায়েলের সন্ত্রাসবাদের মুখে তুরস্ক চুপ থাকবে না : এরদোগান

Image
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ইসরায়েল নতুন করে যে সন্ত্রাসবাদ শুরু করেছে সে বিষয়ে তুরস্ক চুপ থাকবে না। তিনি আরো বলেছেন, ইসরায়েলকে যারাই সমর্থন দেবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে আঙ্কারা। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপির শীর্ষ পর্যায়ের আঞ্চলিক নেতাদের উদ্দেশে গতকাল দেয়া এক বক্তৃতায় এরদোগান এসব কথা বলেন।  তিনি বলেন, সবার জেনে রাখা উচিত, যারাই ইসরায়েলের পক্ষে অবস্থান নেবে আমরা তাদের বিরুদ্ধে থাকব। আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মুখে চুপ থাকব না। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পবিত্র আল-কুদস শহরে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি জনগণের ঘর-বাড়ি উচ্ছেদ শুরু করার পর এরদোগান তার দলের নেতাদের একথা বললেন। গত সোমবার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরের সুর বাহের গ্রামে হামলা চালিয়ে বহু ঘর-বাড়ি উচ্ছেদ করে।  ইসরায়েল দাবি করছে, এসব ঘর-বাড়ি সীমান্ত দেয়ালের খুব কাছে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তবে ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েল তার সম্প্রসারণবাদী নীতির আওতায় এসব জায়গা দখল করতে চায়। বিডি প্রতিদিন/২৮ জুলাই, ২০১৯/আরাফাত

দক্ষিণ কোরিয়ায় ৩ ক্রুসহ উত্তর কোরিয়ার নৌকা আটক

Image
তিনজন ক্রুসহ উত্তর কোরিয়ার একটি নৌকা উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভক্তকারী সমুদ্রসীমা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করায় তা আটক করে একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্টস চিফের বরাত দিয়ে রবিবার ইয়ুনহাপ নিউজ এজেন্সি এ কথা জানায়।  জাপান সাগর হিসেবে পরিচিত পূর্ব সাগরে এই কাঠের নৌকাটি শনিবার রাত ১১টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার জলসীমা অতিক্রম করে। খবরে বলা হয়, তদন্তের জন্য ক্রু এবং নৌকাটি দক্ষিণ কোরিয়ার একটি সামরিক বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এই ক্রুরা স্বপক্ষত্যাগী, না ভুলবশত দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি। গত জুনে উত্তর কোরিয়ার একটি ফিসিং বোট ৪ ব্যক্তিকে নিয়ে দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করে, এদের দুইজনকে উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয় এবং অপর দুইজন স্বপক্ষত্যাগ করে। ৩০ হাজারের বেশি উত্তর কোরীয় নাগরিক দেশ থেকে পালিয়েছে তবে খুবই কম সংখ্যক লোক স্থল সীমান্ত দিয়ে পালাতে পেরেছে, কড়া প্রহরা এবং ল্যান্ডমাইন পুঁতে রাখার কারণে স্থল সীমান্ত অতিক্রম করা দূরুহ ব্যাপার। এদের বেশিরভাগ চীন সীমান্ত দিয়ে পালিয়েছে। বিডি ...

হাতির জন্য ২০০ বিঘা জমিতে ধান ও ঘাস চাষ!

Image
ভারতের জঙ্গলে হাতি। এএফপি ফাইল ছবি জমিতে ফসল ফলালেই হাতির দল এসে তা তছনছ করে দেয়। তাই এবার হাতির জন্যই আগাম চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। হাতির খাদ্য জোগাতে ২০০ বিঘা জমিতে ঘাস ও ধান চাষের এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের ঐতিহ্যবাহী কাজিরাঙা পার্কসংলগ্ন কার্বি গ্রাম রংহাং হাতিখুলিতে। কাজিরাঙা পার্ক গন্ডার ও হাতির জন্য বিখ্যাত। ওই এলাকায় প্রতিবছর বর্ষাকালে ধান চাষ করলে হাতির দল এসে ফসল নষ্ট করে দেয়। পাঁচ বছর ধরে এই গ্রামের চাষিরা কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারছেন না। কিছুতেই হাতিকে রোধ করা যায় না। গত তিন বছরে এই গ্রামে মানুষ-হাতির লড়াইয়ে মৃত্যু হয় ১৫ জনের। হাতিও মারা যায় ১৫টি।  আজ রোববার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হাতি থেকে ফসল রক্ষা করতে হাতি বিশেষজ্ঞ প্রদীপ কুমার ভূঁইয়া এবং হাতিবন্ধু বিনোদ বরা এই অভিনব উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন। জমিতে ফসল উৎপাদনের আগেভাগে চাষিরা হাতির জন্য ২০০ বিঘা জমিতে ধান চাষ করবেন। এই জমির ধান খাওয়ার পরই হাতি ফিরে যাবে তাদের ডেরায়। এরপরই চাষিরা নিজেদের জন্য জমিতে ধান চাষ করবেন। শুধু তা-ই নয়, হাতির জন্য এই জমিতে আসার পথে ৪০ থেকে ...

চীনে ভয়াবহ ভূমিধস, নিহত বেড়ে ৩৬

Image
ছবি: সংগৃহীত। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে । এছাড়া ওই ভূমিধসে এখনো ১৫ জন জন নিখোঁজ রয়েছে। খবর ইয়াহু নিউজ। দেশটির সরকারী নিউজ এজেন্সি সিনহুয়া স্থানীয় জরুরি উদ্ধার কর্মীদের বরাত দিয়ে জানায়, গুইঝু প্রদেশের সুইচেং জেলায় শনিবার রাতে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবারের ওই ভূমিধসে পুরো কাদার প্রবাহে ২১টি বাড়ি ঢেকে গেছে। রাষ্ট্রীয় ব্রডকাস্টার সিসিটিভি’র ফুটেজে দেখা যায় উদ্ধার কর্মীরা চাপা পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।এখানে দুইটি শিশু এবং শিশুসহ এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন:  সুষ্ঠু নির্বাচনের দাবি, রাশিয়ায় হাজারো বিক্ষোভকারী আটক সিনহুয়া জানায়, স্থানীয় একটি স্কুলে জরুরি মেডিকেল সার্ভিস চালু করা হয়েছে এবং উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরকার অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য ৩০ মিলিয়ন ইউয়ান (৪.৩৫ মিলিয়ন ডলার) বরাদ্দ দিয়েছে। ইত্তেফাক/এসআর

খেলতে গিয়ে ১১টি ডাইনোসরের ডিম পেলো শিশু

Image
ছবি: সংগৃহীত বিশ্বের বিজ্ঞানীরা যা হন্যে হয়ে খোঁজেন তা খেলার ছলেই খুঁজে পেলো ১০ বছরের এক শিশু। বাঁধের ধারে খেলতে গিয়েছিল চিনের হেয়ুয়ানের বছর দশের ঝ্যাঙ ইয়াংঝে। খেলার মাঝেই সে খুঁজে পেল ১১টি ডায়নোসারের ডিম। চিনা স্কুল পড়ুয়ার কীর্তিতে চক্ষু চড়কগাছ বিশ্বের বিজ্ঞানীমহলের। প্রতিদিনের মতোই স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল ঝ্যাঙ। বাড়ির কাছেই নদীর বাঁধের ধারে খেলছিল সে। খেলতে খেলতে হঠাৎ তার মনে পরে পকেটে রাখা আখরোটের কথা। আখরোটের খোল ভাঙার জন্য বাঁধের ধারে পাথর খুঁজতে শুরু করে ঝ্যাঙ। একটা পাথর নিয়ে সবে মাত্র আখরোটের গায়ে মারতে যাবে ঠিক তখনই তার চোখে পড়লো ব্যাপারটা। পাথরের গায়ে গোল গোল সাদা রঙের ছাপ। ছাপটা যেন খুব চেনা চেনা। ভাবতে ভাবতেই চমকে উঠল ঝ্যাঙ। এ রকম একটা পাথরই তো সে জাদুঘরে ডাইনোসরদের সংগ্রহশালায় দেখেছে। বিভিন্ন বিজ্ঞানের বইতেও এরকম ছবি দেখেছে। এটা ডাইনোসরের ডিমের ফসিল নয় তো! আরো পড়ুন:  মাদ্রাসার ১১ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার আখরোট ফেলে পাথর হাতে সোজা বাড়ির দিকে ছুট। মাকে বিষয়টি বলতে প্রথমে বিশ্বাস হয়নি। তবু ঝ্যাঙ জেদ ধরায় পুলিসকে জানায়...