ইসরায়েলের সন্ত্রাসবাদের মুখে তুরস্ক চুপ থাকবে না : এরদোগান

ইসরায়েলের সন্ত্রাসবাদের মুখে তুরস্ক চুপ থাকবে না : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ইসরায়েল নতুন করে যে সন্ত্রাসবাদ শুরু করেছে সে বিষয়ে তুরস্ক চুপ থাকবে না। তিনি আরো বলেছেন, ইসরায়েলকে যারাই সমর্থন দেবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে আঙ্কারা।
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপির শীর্ষ পর্যায়ের আঞ্চলিক নেতাদের উদ্দেশে গতকাল দেয়া এক বক্তৃতায় এরদোগান এসব কথা বলেন। 
তিনি বলেন, সবার জেনে রাখা উচিত, যারাই ইসরায়েলের পক্ষে অবস্থান নেবে আমরা তাদের বিরুদ্ধে থাকব। আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মুখে চুপ থাকব না।
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পবিত্র আল-কুদস শহরে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি জনগণের ঘর-বাড়ি উচ্ছেদ শুরু করার পর এরদোগান তার দলের নেতাদের একথা বললেন। গত সোমবার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরের সুর বাহের গ্রামে হামলা চালিয়ে বহু ঘর-বাড়ি উচ্ছেদ করে। 
ইসরায়েল দাবি করছে, এসব ঘর-বাড়ি সীমান্ত দেয়ালের খুব কাছে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তবে ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েল তার সম্প্রসারণবাদী নীতির আওতায় এসব জায়গা দখল করতে চায়।
বিডি প্রতিদিন/২৮ জুলাই, ২০১৯/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা