Posts

Showing posts from February 27, 2018

শ্রীদেবীর মৃত্যু নিয়ে জট, জেরার মুখে বনি

Image
• শ্রীদেবীর মৃত্যুর ‘রহস্য’ উদ্‌ঘাটনে মাঠে নেমেছে তদন্ত দল।  • সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও হোটেল কর্মীকে। • ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে সপরিবারে দুবাই যান শ্রীদেবী। শ্রীদেবীর মৃত্যুর ‘রহস্য’ উদ্‌ঘাটনে মাঠে নেমেছে তদন্ত দল। গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও হোটেল কর্মীকে। আজ মঙ্গলবার দুবাইয়ের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়। দুবাই পুলিশ সূত্র জানায়, আজ জিজ্ঞাসাবাদ শেষে শ্রীদেবীর মরদেহ ছাড়া হবে। একটি সূত্র জানায়, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমাদের কিছু প্রশ্ন জেগেছে। আমরা মনে করছি, বিষয়টি আবার পুনঃ তদন্ত করা প্রয়োজন।’ ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে দুবাই যান শ্রীদেবী। সঙ্গে স্বামী বনি কাপুর ও মেয়ে খুশিও ছিলেন। বিয়ের অনুষ্ঠানে শেষে মেয়ে খুশিকে নিয়ে মুম্বাই ফেরেন বনি। শ্রীদেবী থেকে গিয়ে ছিলেন। ছিলেন জুমেইরাহ ইমিরেটস হোটেলে। স্ত্রীকে চমকে দিতে বনি গত শনিবার বিকেলে দুবাই ফিরে যান। পরে স্বামীর সঙ্গে নৈশভোজে যাওয়ার জন্য প্রস্তুত হতে যান তিনি। বেশ কিছ...

মিয়ানমারকে ৪৮০ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Image
যুক্তরাষ্ট্রের সহায়তামূলক এজেন্সি ইউএসএইড মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪৮০ লাখ ডলারের উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করেছে। জানা গেছে, মিয়ানমারের কায়াহ রাজ্যে এ সহায়তা দেওয়া হবে। কায়াহ হচ্ছে দেশটির সবচেয়ে অনুন্নত রাজ্য। সেখানে বিভিন্ন জাতিগত গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে। সেখানে ওই পরিমাণ অর্থ দিয়ে মৌলিক সেবা খাতগুলোর উন্নয়ন করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইউএসএইড। ওই এজেন্সি থেকে দেয়া একটি বিবৃতিতে মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্কট মারসিয়েল বলেন, মিয়ানমারের জনগণ, বিশেষ করে সংঘাতকবলিত সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন প্রতিশ্রুতিবদ্ধ, তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক পটপরিবর্তনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি স্থানীয় বিভিন্ন গ্রুপ, সুশীল সমাজ ও সরকারের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা অনুমোদন করে যুক্তরাষ্ট্র। ইউএসএইডের ওই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘অ্যাডভান্সিং কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন সাউদার্ন মিয়ানমার’। স্থানীয় চারটি সংগঠন যুক্তরাষ্ট্রের দেয়া অর্থ কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি ও পয়ঃনি...

১৬ দেশের সঙ্গে বিশাল নৌমহড়ায় ভারত, সতর্ক চীন

Image
ফাইল ছবি বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক শক্তিকে আরও বৃদ্ধি করতে মুখিয়ে আছে ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে এবার আটদিনের বড়সড় নৌমহড়ায় যোগ দিতে ভারতে আসছে ১৬টি দেশ। ৬ মার্চ থেকে শুরু হবে সেই মহড়া। এদিকে, সমুদ্রে নিরাপত্তা বাড়াতেই এই যুদ্ধ মহড়ায় অংশ নিচ্ছে ভারত। ইন্দো-পেসিফিক অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে আন্দামান-নিকোবরে হচ্ছে সেই মহড়া। যার নাম ‘মিলন’। এ ব্যাপারে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডিকে শর্মা জানিয়েছেন, ‘মিলন চলাকালীন নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশের নৌসেনা প্রধানদের সঙ্গে। সমুদ্রে বেআইনি কার্যকলাপ নিয়ে নানা ধরনের পরিকল্পনা নেওয়া হবে বলেও জানা গেছে। এই মহড়ায় যোগ দিতে উপস্থিত থাকবে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মরিশাঁস, মালদ্বীপ, মিয়ানমার, নিউজিল্যান্ড ও ওমানের মতো দেশ। বিভিন্ন ধরনের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি লড়াই করতে, কি ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েই চলছে আলোচনা। এদিকে মালদ্বীপে ‘ওসান অবজারভেশন স্টেশন’ এর নাম করে চীন গোপনে একটি সাবমেরিন বেস তৈরি করতে চলেছে বলে শোনা যাচ্ছে। এ নিয়ে সতর্ক অবস্থানে আছে ভারত। বিডি প...

সিরিয়ায় মানবিক যুদ্ধবিরতির নির্দেশ পুতিনের

Image
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় মানবিক যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। দেশটির পূর্ব গৌতায় দিনে ৫ ঘণ্টা মানবিক যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন তিনি। এ ব্যাপারে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের কথা জানিয়ে বলেন, প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। এদিকে, জাতিসংঘ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়ে আসছে। সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা বন্ধ হয়নি।  সূত্র: সিএনএন বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

মিশরে ২ হাজার বছর আগের সমাধিক্ষেত্রের সন্ধান, ৫ বছর লাগবে খননে

Image
মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে মিনিয়া শহরের কাছে ২ হাজার বছরেরও বেশি পুরোনো এক প্রাচীন ‘নেক্রোপলিস’ বা সমাধিক্ষেত্রের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন প্রত্নতত্ববিদরা। এখানে পাওয়া গেছে বহু মমি, পাথরের তৈরি শবাধার ও অন্যান্য সামগ্রী, এবং একটি গলার হার। বলা হচ্ছে ‘এটি হলো মৃত্যুর পরের জীবন থেকে পাঠানো বার্তা।’ প্রত্নতাত্বিক মিশনের প্রধান মোস্তাফা ওয়াজিরি বলেন, ‘আটটি সমাধিসৌধ পাওয়া গেছে গত তিন মাসে, আশা করা হচ্ছে আরো পাওয়া যাবে। প্রত্নস্থানটি এতই বড় যে তা পুরোপুরি খনন করতে পাঁচ বছর লাগবে বলে মনে করা হচ্ছে।’ এগুলো মিশরের প্রাচীন দেবতা থথ-এর পুরোহিতদের বলে ধারণা করা হচ্ছে। একটি নেকলেস পাওয়া গেছে যাতে প্রাচীন মিশরীয় লিপি হিয়েরোগ্লিফিক্স এ লেখা আছে ‘শুভ নববর্ষ’। ওয়াজিরি বলেন, এটি হচ্ছে ‘মৃত্যুর পরের জীবন থেকে পাঠানো বার্তা।’ মিশরের প্রাচীন নিদর্শন বিষয়ক মন্ত্রী খালেদ আল-ইনামি বলছেন, এতে পাওয়া গেছে সোনার মুখোশ, মৃৎপাত্র, গয়না, এবং পাথরের শবাধার। তিনি বলেন, এখানে যে কবরগুলো পাওয়া গেছে তা আনুমানিক ৩০০ খ্রীষ্টপূর্বাব্দের সময়কালের। ‘এটা একটা শুরু মাত্র। আমরা খুব শি...

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আহ্বান তালেবানের

Image
আফগানিস্তানে চলা সহিংসতার ‘শান্তিপূর্ণ সমাধানের’ উপায় বের করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে তালেবান। কয়েকমাস ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পর তালেবান এ আহ্বান জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।  আফগানিস্তানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক নীতির জবাবে দেশটির নগর এলাকাগুলোতে ব্যাপক রক্তপাত ও বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে গেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর ওপর তালেবান ও ইসলামিক স্টেট এর হামলাও বেড়ে গেছে। সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে তালেবান জানিয়েছে, আফগান যুদ্ধের শান্তিপূর্ণ উপায় বের করতে তারা পলিটিকাল অফিস অব ইসলামিক আমিরাতের সঙ্গে আলোচনায় বসার জন্য মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।’ তবে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। তারা বরাবরই তালেবানদের সঙ্গে যেকোনো আলোচনায় কাবুল সরকারের অন্তর্ভুক্তির পক্ষে। কাবুলে দ্বিতীয় দফা আঞ্চলিক শান্তি সম্মেলনের একদিন আগে এ আহ্বান জানানো হল।  ওই সম্মেলনে ২৫টি দেশের প্রতিনিধি সন্ত্রাসবিরোধী ও সংঘাত বন্ধের কৌশলের ব্যাপারে আলোচনায় অংশ নেবে। এএফ...