১৬ দেশের সঙ্গে বিশাল নৌমহড়ায় ভারত, সতর্ক চীন

১৬ দেশের সঙ্গে বিশাল নৌমহড়ায় ভারত, সতর্ক চীন
ফাইল ছবি
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক শক্তিকে আরও বৃদ্ধি করতে মুখিয়ে আছে ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে এবার আটদিনের বড়সড় নৌমহড়ায় যোগ দিতে ভারতে আসছে ১৬টি দেশ। ৬ মার্চ থেকে শুরু হবে সেই মহড়া।
এদিকে, সমুদ্রে নিরাপত্তা বাড়াতেই এই যুদ্ধ মহড়ায় অংশ নিচ্ছে ভারত। ইন্দো-পেসিফিক অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে আন্দামান-নিকোবরে হচ্ছে সেই মহড়া। যার নাম ‘মিলন’।
এ ব্যাপারে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডিকে শর্মা জানিয়েছেন, ‘মিলন চলাকালীন নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশের নৌসেনা প্রধানদের সঙ্গে। সমুদ্রে বেআইনি কার্যকলাপ নিয়ে নানা ধরনের পরিকল্পনা নেওয়া হবে বলেও জানা গেছে। এই মহড়ায় যোগ দিতে উপস্থিত থাকবে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মরিশাঁস, মালদ্বীপ, মিয়ানমার, নিউজিল্যান্ড ও ওমানের মতো দেশ।
বিভিন্ন ধরনের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি লড়াই করতে, কি ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েই চলছে আলোচনা।
এদিকে মালদ্বীপে ‘ওসান অবজারভেশন স্টেশন’ এর নাম করে চীন গোপনে একটি সাবমেরিন বেস তৈরি করতে চলেছে বলে শোনা যাচ্ছে। এ নিয়ে সতর্ক অবস্থানে আছে ভারত।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা