Posts

Showing posts from June 15, 2018

রাঙ্গামাটির লংগদুতে গুলিতে বলি চাকমা নিহত

রাঙ্গামাটির লংগদুর দোসরপাডা স্টিল ব্রিজ এলাকায় ইউপিডিএফ’র দুই পক্ষের মধ্যে গুলির ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতের নাম বলি চাকমা ওরফে জংলি। আহত হয়েছে সুমতি চাকমা নামে আরেক জন।  লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজন সামন্ত জানান, আজ শুক্রবার ভোরে লংগদুর দোসরপাডা স্টিল ব্রিজ এলাকায় ইউপিডিএফ- এর দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেছে। ইত্তেফাক/এমআই

ছয় প্রকল্পে ১৫ হাজার ৩২৬ কোটি টাকা দেবে জাইকা .১৪ জুন ২০১৮, ১৮:১৬

Image
যমুনা নদীর ওপর রেলসেতু, রাজধানীর মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রসহ ছয় প্রকল্পে ১৫ হাজার ৩২৬ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্সের (ওডিএ) আওতায় এই অর্থ দিচ্ছে সংস্থাটি। এটি সহজ শর্তের ঋণ। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এই ঋণ চুক্তি সই হয়। এতে নিজ নিজ পক্ষে সই করেন ইআরডি সচিব শফিকুল আযম ও জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াশু ইজুমি। এ সময় ইআরডি ও জাইকার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইআরডি সূত্রে জানা গেছে, যমুনা নদীর ওপর রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে দুই হাজার ৮৪৬ কোটি টাকা ঋণ দেবে জাপান। যমুনা নদীর ওপর নতুন রেল সেতু নির্মাণ হলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী কনটেইনার পরিবহনও বাড়বে। প্রকল্পের প্রাথমিক প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৭৪০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০১৭ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। এই প্রকল্পে সহজ শর্তে ঋ...

কিম জং উনকে রাশিয়াতে আসার আমন্ত্রণ পুতিনের

Image
আগামী সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে রাশিয়াতে আসার আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ বৃহস্পতিবার এক বৈঠকে এই আমন্ত্রণ কিমকে দেন পুতিন৷ প্রসঙ্গত, কিছুদিন আগেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে প্রায় গোটা বিশ্ব৷ মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার কিম৷ মঙ্গলবার সিঙ্গাপুরে বহু প্রতীক্ষিত বৈঠকে বসেন দুই রাষ্ট্রনেতা ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন৷ সেনটোসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে সৃষ্টি হয় ইতিহাস৷ বৈঠক শেষে দুই দেশের সর্বাধিনায়কের শরীরী ভাষাই বুঝিয়ে দিয়েছে এদিনের বৈঠক কতটা ইতিবাচক হয়েছে৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজে নাকি সই করেছেন তারা৷ অতীত ভুলে দুই দেশকেই নতুন করে শুরু করার বার্তা দিয়েছেন কিম৷ ট্রাম্পও পাল্টা আশ্বাসের বাণী শুনিয়েছেন, পরমানু নিরস্ত্রীকরণের কাজ শুরু হবে খুব শিগগিরি৷ আসলে পরমানু অস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা একেবারেই যে নাপসন্দ উত্তর কোরিয়ার শাসক কিমের৷ শোনা যাচ্ছে, এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ রাখতে চলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন৷ মার্কিন মুলুকে পা রাখতে চলেছেন তিন...