Posts

Showing posts from March 7, 2020

লেবাননের আকাশসীমা লঙ্ঘন: নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাল বৈরুত

Image
ধারাবাহিকভাবে লেবাননের আকাশসীমা লঙ্ঘনের দায়ে ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েছে বৈরুত। অভিযোগে বলা হয়েছে, আকাশসীমায় অনুপ্রবেশের মাধ্যমে তেল আবিব লেবাননের সার্বভৌমত্বের পাশাপাশি নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবও লঙ্ঘন করছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিতি শুক্রবার এ বিষয়ে জাতিসংঘের লেবানন বিষয়ক বিশেষ সমন্বয়কারী ইয়ান কুবিচের সঙ্গে আলোচনা করেন। এ সময় দক্ষিণ লেবানন পরিস্থিতি এবং নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের প্রতি বৈরুতের প্রতিশ্রুতিবদ্ধ থাকার ব্যাপারে কথা বলেন দুই কূটনীতিক। এ সময় লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী জঙ্গিবিমান কর্তৃক তার দেশের আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।  ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানগুলো প্রায় প্রতিদিনই লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশ করে। ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার ৩৩ দিনের যুদ্ধ শেষ হয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুমোদনের মাধ্যমে।  ওই প্রস্তাবে ইহুদিবাদী ইসরাইলকে লেবাননের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বলা হয়েছ...

পুতিনের সঙ্গে ফোনালাপ: যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করলেন আসাদ

Image
ভ্লাদিমির পুতিন (বামে) বাশার আল আসাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার রুশ মিত্র ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনালাপে সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিকল্পনা সমর্থন করেছেন। রাশিয়া সিরিয়া সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় টেলিফোনালাপে পুতিনকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট আসাদ। এ সময় প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রেসিডেন্টকে এই বলে আশ্বস্ত করেন যে, ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে সেখানে স্থিতিশীলতা ফিরে আসবে। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সংঘর্ষপীড়িত ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে এক সমঝোতায় উপনীত হন। গত কয়েক দিনের সংঘর্ষে সিরিয়া ও তুরস্কের বহু সৈন্য নিহত হওয়ার পর অর্জিত ওই সমঝোতায় বলা হয়েছে, যুদ্ধবিরত তদারকি করার জন্য ইদলিবে যৌথ টহল প্রতিষ্ঠা করা হবে এবং ইদলিবের যেকোনও একটি মহাসড়ককে নিরাপদ সড়ক হিসেবে ঘোষণা করা হবে। এদিকে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। বৈঠকে উপস্থিত কূটনৈতিক সূত্...