পুতিনের সঙ্গে ফোনালাপ: যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করলেন আসাদ

পুতিনের সঙ্গে ফোনালাপ: যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করলেন আসাদ
ভ্লাদিমির পুতিন (বামে) বাশার আল আসাদ।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার রুশ মিত্র ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনালাপে সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিকল্পনা সমর্থন করেছেন। রাশিয়া সিরিয়া সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় টেলিফোনালাপে পুতিনকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট আসাদ।
এ সময় প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রেসিডেন্টকে এই বলে আশ্বস্ত করেন যে, ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে সেখানে স্থিতিশীলতা ফিরে আসবে।
এর আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সংঘর্ষপীড়িত ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে এক সমঝোতায় উপনীত হন।
গত কয়েক দিনের সংঘর্ষে সিরিয়া ও তুরস্কের বহু সৈন্য নিহত হওয়ার পর অর্জিত ওই সমঝোতায় বলা হয়েছে, যুদ্ধবিরত তদারকি করার জন্য ইদলিবে যৌথ টহল প্রতিষ্ঠা করা হবে এবং ইদলিবের যেকোনও একটি মহাসড়ককে নিরাপদ সড়ক হিসেবে ঘোষণা করা হবে।
এদিকে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। বৈঠকে উপস্থিত কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠক থেকে ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টিকে সমর্থন করে একটি বিবৃতি প্রকাশের চেষ্টা করা হলেও আমেরিকার বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা